![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(দার্শনিক)
প্রেম মানে লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকা।
শহরে কোন গোলাপ খেত নেই!
ঠাঁই দাঁড়িয়ে থাকা প্রেমিকারা আশ্বাস পায়
তরতাজা বেড়ে উঠা শিরীষ বৃক্ষেও গোলাপ ধরে!
ঝিঙে,কুমড়ো ফুল –কৃষক প্রেম
কৃষানীর বৃহৎস্তন গুইমারা বিলে অজস্র শস্য
তার দিকে চেয়ে রঙ বদলায়- পশ্চিম।
এখন হোসনি দালানে প্রেমশোকাচ্ছন্ন
হায় হাসান হায় হোসেন।
প্রেম রক্তাভ,অনূজীবীয়-হোমোসেপিয়েন্স
দুচোখ মেললে শুধু লালচোখ গোলাপ দেখি।
১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪১
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ বিজন রয়.........ভাল থাকুন।
২| ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
বৈচিত্র্যময় প্রেমরূপ! কবিতায় প্লাস ++
১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪২
তাওিহদ অিদ্র বলেছেন: ভ্রমরের ডানা..............ধন্যবাদ জানায়। শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫০
বিজন রয় বলেছেন: এক কবিতায় অনেক দৃশ্য, অনেক কথা।
++++