![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপুর মুখ নিচু করে ভাত খাচ্ছে।
ভাত দুপুর।
এই দুপুরের খুব রোদ।এই দুপুরের খুব গরম।
গভীর হঠকারী রোদের আড়ালে কিছু বৃষ্টি ব্যাংকে লুকিয়ে থাকে।
দুপুরে দুধ মাখা ভাত কাকে খায় কিনা?
জানবার একশ একটা উপায় আছে।
এই দুপুর কতোটা উদ্ভ্রান্ত
এই দুপুর কতোটা সিক্যুয়াল
এই দুপুর কতোটা মুখ পুড়ালে তিল জমে
এই দুপুর এক প্লেটে কুড়ি টাকার মেঘ
পাঁচ টাকার বায়ু
দুই টাকার জল
জ্বলজ্বলে দুপুর গ্রেট।
ফু দিয়ে বুকে বাতাস খুঁজছে লোকজন
মেঘ জল বায়ু
নামছে আমাদের নাম ধরে ধরে
এসো না ঘেমে যায়
ততোধিক
কলা পাতায়
মহল্লার দামী ছায়ায়।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪
তাওিহদ অিদ্র বলেছেন: উয়াও সেই সৌভাগ্য আমার একদমই সহ্য হয় না---
-
আহা জড়ানো দুপুর ঘুম-
ধন্যবাদ।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন: দুপুরবেলায় গাছের ছায়ায় বসে থাকতে ভালো লাগে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৯
তাওিহদ অিদ্র বলেছেন: হুম ভাল লাগে ---
ভালবাসা
-
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
টুটুল বলেছেন: এক প্লেটে কুড়ি টাকার মেঘ
অসাধারণ সৃজনশীলতা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১০
তাওিহদ অিদ্র বলেছেন:
-
ধন্যবাদ ও শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯
নজসু বলেছেন: আরেকটা দুপুর আছে। ভাত ঘুমের নামে আধো ঘুমে কারও গলা জড়িয়ে শুয়ে থাকা।