![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আটাশ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্ধ//
এই আশ্বিনে মৃত্যু হচ্ছে না।
প্রত্যাশিত কুয়াশা রাত
সেলাই করছি-অক্সিজেন
এলিজি
এলিজি—অক্টোবর।
আসমান থেকে দোহাই পাড়ছে
এলকেলি।
শূণ্যতা ঘুচায় দিবে
হাওয়াক্রান্তা করিম।
একুশ আশ্বিন ১৪২৫//
হঠাৎ আকাশে মেঘ আসে
হঠাৎই আসে।
অক্টোবর – রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে সবখানেতে বিয়ে বসছে!
ছাতিমের বন একটা সুগন্ধি ফ্যক্টরি।
নগরের সব ডাইক্লোফেনাক ভুলে যায়
এই অবহেলায়।
আঠারো আশ্বিন ১৪২৫//
হাত পেতে বৃষ্টি ছুঁই
হাত পেতে বৃষ্টি ছুঁই
চোখের উৎসব পানকৌড়ি
তিন টাকার সংসারে।
১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১০
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ
-
ভালবাসা জানবেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২১
সাইন বোর্ড বলেছেন: চমৎকার কাব্য কথা !