নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

টুল-টেবিল (২০ তম)

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৯




১.
দরোজা//
কেমন পাড়া পাড়া গন্ধ আছে তোমার
চলে যাচ্ছি
যে দরোজা পেরোলে আর কেউ ফিরে আসে না।


২.
দ্য ইডেন//
দুনিয়াটা তখন বাগান ছিল
গার্ডেন বানানোর পর
আমরা—গণনা ভুল করা কম্বল খুঁজে বেড়াচ্ছি।

৩.
ভেঙে পড়ো//
-
বাংলাদেশ।


৪.
নাগরিক//
শেষবারের মতোন মোনাজাত করে নিচ্ছি
-
আর ফিরতে পারবো না বলে।

৫.
ফুল//
গলায় পড়ো।
তারপর
এসলামের পতাকা তলে এসো
--নৈরাজ্য করতে।

৬.
সর্বভূক//
হ্যাঁ-খাবারের নাম।
না- খাবারের নাম।
বাঙালি কোনটাই বাদ দেয় না!


৭.
দূরত্ব//
ডেকচির ভেতর গো-মাংস
ডেকচির ভেতর-পাঁঠা
স্বাদ কেবল বাষ্পে!


৮.
যে কোন মূহুর্তে//
গলা
কাঁধ
বুক
বিদ্ধ করতে পারে-
ধাবমান সীসা।

৯.
খদ্দর অথবা --//
গতকয়েক রাতে নিদ্রা ভেঙে
তারারা আবারো জ্বলে উঠেছে!
চারিদিকে আশ্বিনের রাজনীতি
অক্টোবর গোসল সেরে
ওরা নেমে পড়বে—খদ্দরের দ্বারে
ভোটবাজারে
খদ্দররা, একজন একজন করে আসো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৩

বাংলার এয়ানা বলেছেন: দারুন লিখেছেন

১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৭

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ
-
ভালবাসা

২| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২০

সাইন বোর্ড বলেছেন: ভেবেছিলাম সামুতে মনে হয় এরকম ছোট ছোট কবিতা কেবল অামিই পোস্ট দিই, এখন অাপনাকে পেয়ে ভাল লাগল ।

১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৯

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ
-
অনেক আগে থেকেই এইরকম লিখি---হয়ত খেয়াল করেননি :)

-
ভালবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.