![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যার কোন ঠিকানা নাই-গন্তব্য নাই,সে কি করে হারিয়ে যাবে নতুন শহরে?
পথিক পথে পথে হেঁটেই চলে।
মন কিনেছিল সে বৈশাখি হাটে সেই কবে।
সদ্য রঙ লাগা একটা লাল গোলাপের মত মন।
আজ দেহের বিকিকিনি হয় চোর বাজারে।
মন গোলাপের পাপড়ি যেন অই ধূস্তুর পরি থাকে তবু বইয়ের ফাঁকে।
পথিকের রাগ হয় মনে মনে।
ধূলায় এক গাল থুথু ফেলি বলে,
দুমুঠ ভাত আর জোড়া কাপড়ে বিনিময় হয় প্রেমের?
নাকি আকাঙ্খার কোন সমাপ্তি আসে না?
রক্তিম হয় আকাশ।
পথিক সযত্নে লুকিয়ে ফেলে থুথুর আয়না।
আকাশ ভেঙে চিৎকার করে ওঠে মেঘেরা।
কেউ কিছু বোঝবার আগেই পথিকের গালে চকচক করে ওঠে রূপালী জলকোনা।
ঠোঁটে তবু হাসি।
কি পাইনি গো?
মন দুখানা তো স্মৃতীর ভাঁজেই রেখেছি গুঁজি।
তষ্কর কক্ষন পাবেনি খুঁজি।
©somewhere in net ltd.