| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

ভারতে প্লাষ্টিকের তৈরি ভেজাল ডিম বিক্রয় হচ্ছে। বাংলাদেশেও ভেজাল ডিম বিক্রয় শুরু হয়ে যেতে পারে। এখনকার দিনে যা অবস্থা তাতে অনুবিক্ষন যন্ত্র দিয়ে খুজলেও ভেজালমুক্ত খাবার পাওয়া যাবে বলে মনে হয় না।

এসব ভেজাল যুক্ত খাবার খেয়ে আমাদের শরীরে নানা ধরনের রোগ ব্যাধি দেখা দিচ্ছে। যতটুকু সম্ভব আমাদেরকে সচেতন থাকতে হবে।
প্লাস্টিকের ডিম চেনার উপায়ঃ
১. ডিম ভাঙার পর সাদা অংশ ও কুসুম এক হয়ে যায়।
২. সাধারণ ডিমের চেয়ে এই ডিম বেশি ঝকঝকে।
৩. এর খোলস বেশি শক্ত। খোলের ভেতর রাবারের মতো লাইন থাকে।
৪. ডিম ঝাঁকালে পানি গড়ানোর মতো শব্দ হয়।
৫. প্লাস্টিকের ডিমে কোনো গন্ধ থাকে না।
৬. আসল ডিম ভাঙলে মুড়মুড়ে শব্দ হয়। কিন্তু প্লাস্টিকের ডিমে তেমন শব্দ হয় না।
৭. আসল ডিম ভেঙে রেখে দিলে পিঁপড়া বা পোকামাকড় আসে। কিন্তু নকল ডিমে পোকামাকড় আসে না।
প্রথম আলোর লিংক
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ২:৫১
মো তাজুল ইসলাম বলেছেন: ভাইজান আমি প্রথম আলোর খবর দেখেই এই ছোট লেখাটি লিখেছি। লেখার শেষে লিংক দেওয়া আছে। প্রথম আলো জিনিউজ, ইন্ডিয়া টুডে ও এনডিটিভি থেকে খবরটি নিয়েছে।
ভুল যদি হয়ে থাকে তাহলে তা এইসব মিডিয়াই করেছে আর সেই সাথে তাদের থেকে আমিও। আর প্রমানের ব্যপারে এইসব মিডিয়াই ভালো যানে।
২|
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ২:৫৪
সচেতনহ্যাপী বলেছেন: আমারও টার্গেট কিন্তু তারাই, অছিলা আপনি ![]()
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ২:৫৭
মো তাজুল ইসলাম বলেছেন: আপনার ধারনা সঠিক হতে পারে। কারন মিডিয়ার কোন কথা সত্য আর কোন কথা মিথ্যা তা বুঝা মুশকিল হয়ে পড়েছে।
৩|
০৩ রা এপ্রিল, ২০১৭ ভোর ৪:৪৭
মানবী বলেছেন: নকল ডিম সম্পর্কে জানা ছিলোনা, পোস্টের জন্য ধন্যবাদ।
বর্তমান অবস্থার প্রেক্ষিতে ভারতের বাজারে কোন দ্রব্যএলে নিঃসন্দেহে তা আমাদের দেশের বাজারে ছেয়ে যাবার সম্ভাবনা প্রবল। তাই যখন জানি ভারতের এক হিন্দু কট্টরপন্থী রাম দেবের কোম্পানী পতন্জ্ঞলী গো মুত্র বাজারজাত করছে তখন শংকিত বোধ করেছিলাম। শংকা রীতিমতো ভয়ে রূপান্তরিত হয় যখন জানি এই পতন্জ্ঞলী নাক সদ্য গজানো কোম্পানী বাংলাদেশে বিশাল বাজার বানিয়ে বসে আছে। আমাদের দেশে প্রেমের বেশি অভাব না সাধারন বোধবুদ্ধির তা ভেবে দেখার ব্যাপার।
নিজের দেশের ব্র্যান্ডগুলো পায়ে ঠেলে কি সহজেই ভারতের আজেবাজে বস্তাপচা সব ব্র্যান্ডগুলো ক্রয় করে আমরা আহ্লাদিত বোধ করি!!
পোস্টের জন্য ধন্যবাদ মো তাজুল ইসলাম।
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:১১
মো তাজুল ইসলাম বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
বর্তমান অবস্থার প্রেক্ষিতে ভারতের বাজারে কোন দ্রব্যএলে নিঃসন্দেহে তা আমাদের দেশের বাজারে ছেয়ে যাবার সম্ভাবনা প্রবল। সহমত।
তাই যখন জানি ভারতের এক হিন্দু কট্টরপন্থী রাম দেবের কোম্পানী পতন্জ্ঞলী গো মুত্র বাজারজাত করছে তখন শংকিত বোধ করেছিলাম। শংকা রীতিমতো ভয়ে রূপান্তরিত হয় যখন জানি এই পতন্জ্ঞলী নাক সদ্য গজানো কোম্পানী বাংলাদেশে বিশাল বাজার বানিয়ে বসে আছে। বাংলাদেশ ত এমনিতেই ভারতের বিশাল এক বাজার। ভারতের সাথে আমদানি রপ্তানির পার্থক্য দেখলেই বুঝতে পারবেন। এধরনের কোম্পানিকে বর্জন করা উচিত।
আমাদের দেশে প্রেমের বেশি অভাব না সাধারন বোধবুদ্ধির তা ভেবে দেখার ব্যাপার।
নিজের দেশের ব্র্যান্ডগুলো পায়ে ঠেলে কি সহজেই ভারতের আজেবাজে বস্তাপচা সব ব্র্যান্ডগুলো ক্রয় করে আমরা আহ্লাদিত বোধ করি!! সহমত
৪|
০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:২২
মোস্তফা সোহেল বলেছেন: বেঁচে থাকলে আরও কত কিছু দেখতে হবে।
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:৫২
মো তাজুল ইসলাম বলেছেন: হুম। শুনেছি কানাডার একটি কোম্পানি নাকি বোতলজাত করে চীনে বাতাস বিক্রয় করছে।
৫|
০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৮
অতঃপর হৃদয় বলেছেন: আমি চিনি!!!!!!
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৪
মো তাজুল ইসলাম বলেছেন: কি চিনেন? কিভাবে চিনেন???
৬|
০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২২
গারোপাহাড় বলেছেন: ওকি! কিয়া কন! আনেন্নরা ডিম কিল্লাই খাইবেন! আন্নেরা আন্ডা-হেনা খাইবেন, ক্যান?!
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৮
মো তাজুল ইসলাম বলেছেন: হ, বালা কতা মনে কইরছেন। ওনতন ডিম খানা বাদ। বাজারতন যাই আন্ডা কিনি আনি।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ২:৩৩
সচেতনহ্যাপী বলেছেন: ভুল সবই ভুল।। ভারতও যেখানে ভীত চীনকে নিয়ে!!?? তারপরও সলিড প্রমান নিয়ে সেখানে এখনও কেউ এসেছে কি?? অথবা আমাদের দেশে!!
নাহ্!! তাহলে কেন?? ভাইটি এটা ব্লগ, ফেবু না।।