নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্ধুর বাধনে আজ তুমি আমায় বেধে নাও..................

অশান্ত তারেক

আমায় যদি তুমি বন্ধু মানো, কিছু জালা আমায় দাও............

অশান্ত তারেক › বিস্তারিত পোস্টঃ

মডার্ণ লাভ লেটার বাই মোবাইল এসএমএস - পর্ব-১ (১৮+)

২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:০০

"যাও পাখি বল তারে সে যেন ভুলে না মোরে......."

অথবা "গাছটি হলো সবুজ ফুলটি হলো লাল......

তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল................"



কথা গুলোর সাথে সবারই কম-বেশী পরিচয় আছে। আগের যুগের প্রেমিক-প্রেমিকারা তাদের ভালোবাসার কথা এইভাবেই চিঠির মাধ্যমে অথবা কবুতরের পায়ে কাগজ বেধে দিয়ে তার মনের মানুষকে প্রেমপত্র পাঠাতো। কিন্তু এই মডার্ণ মোবাইল যুগে?? ভালোবাসার চিঠি লিখার জন্য এখন ব্যবহার হচ্ছে মোবাইল এর ম্যাসেজ অপশন। ধারাবাহিকভাবে তারই কয়েকটি আমি প্রকাশ করছি আপনাদের (যারা আধুনিক রোমিও-জুলিয়েট, তাদের পছন্দ নাও হতে পারে) জন্য।

..............................*************...............................



জান,

আমি তোমাকে ভালোবাসি, তুমিইতো আমার সব কিছু। রাতে ফোন করো। তোমাকে চাই শুধু তোমাকে চাই। তোমার ভালবাসা চাই। আমি তোমার, শুধু তুমি আমার থেকো। তোমার জানু।





জান,

তুমি আমাকে ফোন কর না কেন? আমাকে প্রতিদিন ফোন করবে। আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। তুমি কখনো ভুলে যেওনা আমাকে প্লিজ।

তোমার জানু।





জান,

প্লিজ কল মি ইমিডিয়েটলী।

জানু।





জান,

তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি। আমি জানিনা তোমাকে জীবন সঙ্গী করতে পারবো কি না। কারণ সব কিছু নির্ভর করছে তোমার উপর। আমি যদি পারতাম তবে হৃদয় ছিড়ে দেখাতাম কত ভালোবাসি তোমায়। ১১ কিস. . . . . উম. . . . . . ? রাতে ছাদে আমি অপেক্ষায় থাকবো।

তোমার প্রেমী।



আমি ছাদে, তোমায় ছাড়া ভালো লাগছে না। কাছে এসো আরো কাছে বুকের ভিতর প্রানে-প্রানে সাজাবো স্বপ্নের বাসর।

তোমার প্রেমী জানু।





জান,

তুমি এতো পাষান হলে কি করে? আসলে তুমি আর আমাকে আগের মত ভালোবাসো না। তুমি কি বোঝো তোমাকে না দেখলে কিভাবে বেচে থাকি? বোঝো না তুমি। বুঝবে কি করে, তুমি তো ভালোই থাকো। তুমি আমাকে কেন কাদাও? আমি তোমাকে ভালোবাসি শুধুই ভালোবাসি। তুমি ঢাকা ছেড়ে গেলে আমি বাচবো কি করে? যেতে হয় আমাকে নিয়ে যাবে। একা কোথাও যেতে পারবে না।

জানু।





হাই

জান কেমন আছো? ভালো থাকো আর আমাকে বেশী বেশী ভালোবাসো। বুক ভরা ভালোবাসা মাখানো ৪৫ কিস. . . . . . উম. . . . . . আমার সাথে রাগ করে থেকো না।

তোমার প্রেমী।





কাল তোমার সাথে কি দেখা হলো? কথা হলো না, বসা হলো না, মন ভরলো না। সারা রাত ঘুমাতে পারিনি। খুব খারাপ লাগছে। বুকের মধ্যে মনে হচ্ছে কি যেন নাই। এখন কি করি বলতো? তুমি ছারা সময় যেন কাটছে না। তুমি আমায় ছাড়া থাকো কি করে বলতো? ম্যাসেজের উত্তর দিও। অপেক্ষায় থাকলাম। ২০০ কিস তোমার প্রিয় ঠোটে দিবো।

তোমার ভালোবাসা। জানু।

মন্তব্য ২২ টি রেটিং +২/-১৫

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:০৩

পাস্ট পারফেক্ট বলেছেন: ১৮ + কিসের জন্য?

২| ২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:০৮

অশান্ত তারেক বলেছেন: কন্টেন্ট এর জন্য।

৩| ২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:০৯

যীশূ বলেছেন: কিন্তু আমি তো আপনার মুছে দেয়া পোস্টটা পড়ে ফেলছি। হা হা হা হা হা...........।

২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:১৫

অশান্ত তারেক বলেছেন: খাইছে আমারে। এত বুদ্ধি কইরা আগেরটা মুইচ্ছা এইটা দিলাম, তাও ধরা খাইলাম.... :-P :-P :) :) :P :P :#> :#> :#>

৪| ২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:১০

জাহাজী পোলা বলেছেন: লেখক ভলেচেন- জান কেমন আছো? ভালো থাকো আর আমাকে বেশী বেশী ভালোবাসো। বুক ভরা ভালোবাসা মাখানো ৪৫ কিস. . . . . . উম. . . .

;) ;) ;) ;) ;)
ভালৈছে ভালৈছে
=p~ =p~ =p~ =p~ =p~

ফেলাচ

২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:১৬

অশান্ত তারেক বলেছেন: আমি ভলিচি?? |-) |-) |-)

৫| ২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:১৭

ঋষাণ বলেছেন: "২ জন স্বাধীন মানুষ স্বাধীন ভাবে ভালোবাসতে পারে, চারদেয়ালের মাঝে যা খুশি করার অধিকার আছে তাদের। কিন্তু অপর জনের অনুমুতি ছাড়া তার কোন কিছুই প্রকাশ করা আইনত দন্ডনীয়।"

এরকম কিছু থিওরী শুনছিলাম প্রভা-রাজীব কাহীনির সময়। সেই সুত্র অনুযায়ী..... আপনি কি ঠিক করছেন? :P

৬| ২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:১৯

শেষের_কবিতা বলেছেন: ঋষাণ বলেছেন: "২ জন স্বাধীন মানুষ স্বাধীন ভাবে ভালোবাসতে পারে, চারদেয়ালের মাঝে যা খুশি করার অধিকার আছে তাদের। কিন্তু অপর জনের অনুমুতি ছাড়া তার কোন কিছুই প্রকাশ করা আইনত দন্ডনীয়।"

এরকম কিছু থিওরী শুনছিলাম প্রভা-রাজীব কাহীনির সময়। সেই সুত্র অনুযায়ী..... আপনি কি ঠিক করছেন?

৭| ২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:২১

শিপু ভাই বলেছেন: ভাই, এগুলো কি আপ্নে আপ্নের প্রেমিকারে লেকছেন??? :P

২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:২৫

অশান্ত তারেক বলেছেন: সংগ্রহ করা জিনিস সবার মাঝে বিলিয়ে দিতে কোন অবজকশান নাই

৮| ২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:২৩

মোহাম্মদ গোলাম মোস্তফা বলেছেন: +

২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:২৬

অশান্ত তারেক বলেছেন: ধন্যবাদ......

৯| ২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:৩৪

কবিরাজ শরীফুল ইসলাম বলেছেন: