![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই দেশটা তোমার আমার সকলের, সর্বপরি আম জনতার. আমাদের মত আম জনতার টাকায় দেশ চলে, আজকে আমরা ধীরে ধীরে শিক্ষিত হয়েছি, নিজের বিবেক দিয়ে বুঝতে শিখেছি.
অথচ আমাদের ই টাকায় চলা পলিটিকাল পার্টি গুলো ক্রমাগত আমাদের নিয়ে কুতকুত খেলে, ঘোল খাওয়ায় . আমরা আন্দোলন করলে সেই আন্দোলনকে পলিতিসায়েজ করার চেষ্ঠায় বিন্দুমাত্র ফাক রাখেনা,আর আমরাও দিধাবিভক্ত হই, জলন্ত আগুন পর্যবসিত হতে থাকে ব্যর্থতায় . এভাবেই এই গণতান্ত্রিক নামের খাই খাই নীতির দুর্নীতিবাজ সরকারগুলো কখনো জামাত শিবির কে গুটি বানায় কখনো এরশাদকে........ আর বিএনপি ত এখন পরিনত হয়েছে একটা হিজরা দলে. তাদের জন্য আফসুস হয়.
তাই এখন সময় এসেছে এসব নষ্ট রাজনীতি থেকে আমাদের, আম জনতার বেরিয়ে এসে নিজেদের শুদ্ধতার পরীক্ষায় পাশ করবার.
বর্তমান চিন্হিত যুদ্ধাপরাধী আর রাজাকারদের ফাসি দেবার জন্য আমাদের চাপ অব্বাহত রাখতে হবে.....তাদের ফাসি কার্যকর করতেই হবে. এটা নিয়ে আমরা আর কোনো রাজনৈতিক খেলা দেখতে চাই না.
জামাত শিবির কে এস সুন এস নিষিদ্ধ ও জাতীয়ভাবে বয়কট করতে হবে. সকলকে শালীনতার সাথে বোঝাতে হবে ইসলাম আর জামায়াত শিবির এক না, ধর্মান্ধতা পরিহার করতে সকলকে সামাজিক আন্দোলনে নামতে হবে যার যার ধর্মকে যথাবিহিত সম্মানের জায়গায় রেখেই. দেশে খুব সুক্ষভাবে সহিংসতার জাল বিছিয়ে পলিটিকাল পার্টি গুলো নিজেদের আখের গোছাবে আর পাবলিকের জান তেজপাতা হবে - এরকম সিচুএশোনের অবসান দরকার.
আর ব্লগ এ ইদানিং অনেক প্রোপাগান্ডা দেখা যায়. আমরা এর প্রতি সতর্ক দৃষ্টি রাখছি. ফালতু পোস্ট এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়াতে চান যারা তারা সাবধান হন. যদি না ট্রেস হয়ে ডিম থেরাপি নিতে না চান.
আমরা আমাদের দেশকে সুধু মুখে নয়, কাজে কর্মে ভালবাসতে শিখি.
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
মাক্স বলেছেন: আমরা আমাদের দেশকে সুধু মুখে নয়, কাজে কর্মে ভালবাসতে শিখি