নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাতরে ফিরি আলো

আত্নভোলা

আমি একজন মানুষ!

আত্নভোলা › বিস্তারিত পোস্টঃ

বোম্বেটে

১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৮

বর্তমান পলিটিকাল কন্ডিশন দেখেও আমরা কিসু শিক্ষা নেই না. ঘৃনা ধরে গেছে এই নামমাত্র গণতন্ত্রে. সবাই যে যার মত পদলেহন করতে, জায়গায় বসে ঘটনার ফায়দা লোটায় ব্যস্ত. বর্তমান নেতাদের ( বি এ এল, বি এন পি ) কারোরই পূর্ব ইতিহাস ও বর্তমান ইতিহাস সাদা নয়. তাদের ইতিহাস কালো ও দুর্গন্ধময়. আর মিডিয়া! তারাও নেতাদের পা চাটায় ব্যাস্ত.

ফকির লালন সাই এর একটা গান মনে পরে গেল.



করিয়ে পাগলপারা

তারাই নিল সব লুইটে

শহরের ষোলো জনা বোম্বেটে.......



এই বোম্বেটে দের কালো হাত থেকে আমাদের নিস্তার পেতে হবে দেশের সার্থে. দেশে যাতে বোম্বেটের শাসন কায়েম না হতে পারে তার জন্য নির্বাচন কমিশন এর সুনির্দিষ্ট নিয়ম ছিল কিন্তু সেগুলোতেও অনেক আইনের ফাক রয়েছে.যার ফলে নেতারা ওগুলোর প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্চন করেন.

তাই ব্লগার দেরকে এই মহান দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে. দলীয় চামচামি আর কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে প্রত্যেক নেতার নাম ধরে ধরে তাদের কৃতকর্ম ফাস হওয়া দরকার যা অন্তত এটা জানান দিবে যে চামচামি ছাড়াও আরো কিছু আছে........

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৭

নিরব বাংলাদেশী বলেছেন: হায় বোম্বেটে... Click This Link

২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:১৮

আত্নভোলা বলেছেন: পাইবো ভাই পাইবো। মুসফিক ও জানি পায়! ভালা তাকবাইন!

৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২

ইনকগনিটো বলেছেন: হম

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৪

আত্নভোলা বলেছেন: আরে কে আসছে রে! গরিবের ব্লগে সেলিব্রেটির পারা পরসে। গরিব তাই ধন্য। আর পরশু রাত্রে আপনে ফেস্বুকেউ আমারে এন্ট্রি দিসেন, সেইজন্য আরেক মন ধইন্নাপাতা ফ্রি লয়া যান.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.