![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সময় ছিল যখন কোমরে বাধা থাকত মোবাইল ফোন বিশাল গামা সাইজ এক একটা মাঝে সেটা শুরু হল ছোট হওয়া যত ছত ততো ভাব, এরপর আসল পাতলা হওয়া, তারপর হঠাৎ করেই আসল বিশাল পর্দার স্মার্ট ফোন যার জয় জয়কার চলছে বর্তমানে, সবার হাতে হাতেই স্মার্ট ফোন। আসেন আজ দেখি কে কে কোন টা দিয়া শুরু করছেন, আমার শুরু ছিল তোশিবার ট্রাইয়াম সেট দিয়ে তারপর কত গেল আর আসল..........
তোশিবার ট্রাইয়াম যেটার আবার আধা ডিসপ্লে ছিল না.........
নিজের টাকায় কেনা প্রথম ফোন সেট দাম পরেছিল ৬০০ টাকা সময় কাল ২০০৪ (ওই সময়ে এই দামে এই সেট পাওয়া ছিল হাতে চাঁদ পাবার )
আহা অক্ষয় সেট এখান
মটরলা, মেলা ছুডু ফোন
মটরলা প্রথম ভাজ করা সেট (প্রথম চুরি হওয়া সেট )
আবার মটরলা (রাগের মাথায় আছাড় দিয়ে নষ্ট করা সেট )
কালারফুল নোকিয়া
অল্প কিছুদিন ব্যবহার করা প্রথম স্মার্ট ফোন
লেডিস সেট তারপরও ব্যবহার করেছি কেন.........
আহা সেট ছিল একখান
ব্যাক টু প্যাভিলিয়ন
প্রথম চায়না সেট সিম্ফনি
আবার চায়না অ্যান্ড্রয়েড তবে উন্নত মানের চায়না সেট........
আবারও সেই চায়না যার নাম ছিল অপসন
প্রথম আপেল
আপেল ভাল না ফ্রেন্ডের সাথে বিনিময় প্রথায় অপ্প সেট (অনেকই মাথায় হাত দিবেন জানি)
মবাইলে মেলা থেকে নেয়া মিজু
হুয়াওয়ে কামেও মনে হয় চায়নার আপেল
১ম শাওমি
০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:০৮
আত্নভোলা বলেছেন: আহা চোর ব্যাটা একঢিলে দুই পাখি মারল
২| ০২ রা জুলাই, ২০১৩ রাত ২:৩৭
বাগসবানি বলেছেন: একটা ফোনের পিছনে কত টাকা খরচ করেন ভাই !!! ল্যান্ড ফোন নিলেই তো ঝামেলাখান চুকেবুকে যাইত :#>
০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:২৩
আত্নভোলা বলেছেন: হাহাহাহাহা...............
একে বারে মনের কথাটা বলছেন রে ভাই.. ল্যান্ড ফোন এবং সাথে গামা সাইজ কর্ডলেস পুরাই বাংলার নায়ক হওয়া যেত
৩| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৫২
স্বপ্নসমুদ্র বলেছেন: আপনি ৬০০ টাকায় ক্যামনে সেট পাইলেন?? জাতি জানতে চায়। আমার প্রথম সেট প্যানাসনিক...... ২০০৩ সালের। পানিতে পড়ে গেছে। পরেরটা নোকিয়া ৩১১০...... ২০০৬ সালে চুরি যায়। নোকিয়া ৭৬১০.........২০০৮ সালে জানালা দিয়া নিয়া যায় চোরাব্যাডা। এরপর মনের দুঃখে নোকিয়া ১৬০০ ইউজ করছি ২ বছর। ২০১১ তে কিনা নোকিয়া ৫১৩০ এক্সপ্রেস মিউজিক এখনো ইউজ করছি। কারন মডেম হিসাবে পারফেক্ট। স্মার্ট ফোন কিনলেই চুরি হবে। শিওর আমি।
০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩১
আত্নভোলা বলেছেন: আপনার দেখি পুরাই সেট কপালি (পোড়া কপালি আরকি)
ভাই রে আমি কোন চোরের কাছথেকে কিনি নাই, একটা ভাদাইমার কাছ থেকে কেনা ছিল ৮০০ টাকা চেয়েছিল কিন্তু আমি ৬০০ দিয়ে আর দেই নাই
৪| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৫৪
মোতাব্বির কাগু বলেছেন: Nokia 3315 এখনো চলে কিন্তু চার্য থাকে না, নতুন ব্যাটারি দিলে থাকেনা
sonyericsson T-100 দোকানে গিয়া ফেরত দিছি (সেকেন্ড হ্যান্ড ছিল) ১ সপ্তাহ ইউজাইছি
nokia 6260 সিএনজি ওয়ালা নিয়া পালাইছে (ভুলে ফালায় আইছি)
Nokia 3230 ডেড
Nokia N-70 ৪ বছর ইউজ করছি কিন্তু লাস্ট ২ বছর মডেম হিসেবে মানুষিক ডাউনলোড ফলে ড্যামেজ/ডেড
সবচেয়ে প্রিয় ছিল নকিয়া ৮২৫০ প্যাকেজে ১৬,৭৫০ লাগছিল ২০০২ এ
তখন কেবল ভার্সিটি ভর্তি হব ছোট মানুষ এত দামী ফোন কত ফাংশন
সবাই তাকায় থাকত, নিজের কাছেই স্বপ্ন ছিল
মাত্র ১ মাস স্বপ্ন ছিল...... তারপর রিক্সায় যাইতে যাইতে পকেট থাইকা পইড়া গেছিল
http://cdn2.gsmarena.com/vv/bigpic/no8250.gif
আপনের মটোরোলা সি-৩৫০ ও ইউজ করেছিলাম
কাজের বুয়া নিয়া পালাইছে
জাপানের NEC এর একটা ইউজ করেছি ম্যালাদিন মডেল মনে নাই
জীবনের একমাত্র ইউজ করা চায়না সেট
http://goo.gl/Iy8ta
এখন ইউজাই Nokia E-63 অসাম্য শালা সেট একটু বলাক বেরি ভাব আছে
গরীবের বলাক বেরি
গত ৪ বছর কোন ফোন হারায় না দোয়া রাইখেন
পিসির কাজ মোবাইলে ভালো লাগে না
আমি ইসমাটও নই সেইরকম ব্যস্তও নই যে আমাকে মেইল হাবিজাবি মোবাইলে করতে হবে
তাই ইসমাট ফোন বাদ, ভালোর শ্যাষ নাই যেটা দামী দেখি সেইটাই ভালো লাগে তাই ওইসব নওট্যাংকি বাদ
০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৯
আত্নভোলা বলেছেন: আরে মোতাব্বির কাগু নি...... আপনেও দেহি সেট কপালি..
আহা আমার এখনো কোন সেট চুরি হয় নাই মটরলা টা আমার এক দুস্ত নিসিল ২ দিনের জন্য পয়লা দিনই চুর না কয়া নিয়া গেছে
আর মডেম হিসাবে মটরলা v360 টা ছিল জোস..
ইসমাট ফোনে মজা পাইলে বলাক ভেরি ভালা পাইবেন না আমি সিউর..
৫| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:২৬
সাইফুল আজীম বলেছেন: মটোরলা এম ৩৫৮৮>সিমেন্স এ৫০>মোটরলা মোটোফোন>সিমেন্স সিএক্স ৩৫>এনকেটেল চায়না সেট>জিপি মোবাইল>স্যামসাং চ্যাম্প + নিকয়া ১১০০>স্যামসাংট্যাব ২+স্যামসাং গুরু............
এই হলো আমার ব্যবহৃত সেট। আধাহাত মোটরলা দিয়ে শুরু করে এখন আধাহাত ট্যাবেে আসছি। মোটোফোন আর সিমেন্স সিএক্স ৩৫ হারাইছি। বাকিগুলো কাছেই আছে। গুতাইলে সচল হয় সবকয়টা।
০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪১
আত্নভোলা বলেছেন: দোয়া করি এক হাত সেট হোক আপনার
৬| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ২:২০
সমুদ্র কন্যা বলেছেন: প্রথম ইউজ করেছি সিমেন্স এর একটা সেট, মডেলটা ভুলে গেছি। বাংলালিংকের একটা প্যাকেজের সাথে দিয়েছিল। এমনই করুণ অবস্থা সেই সেটের যে সামনে বসে থাকলেও ভাইব্রেশন টের পেতাম না। তারপরে কিনেছিলাম অতি চমৎকার লাল রঙের একটা সেট। সেটা চুরি হয়ে গিয়েছিল। তারপরে সিমেন্সের আরো দুইটা। এরপর নোকিয়ার একটা সেট, সেটাও চুরি হয়েছিল। এখন ইউজ করছি নোকিয়া এক্স থ্রি। একমাত্র এই সেটটাই নিজের টাকায় কেনা।
০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
আত্নভোলা বলেছেন: আহা আমি মনে হচ্ছে বেশ লাকি, সেট চুরি বা ছিনাতাই হতে.... এক্স থ্রি সেট টা বেশ ভাল, এটা যাবে অনেক দিন..
৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৪৪
উড়ন্ত পোকা বলেছেন: এই মোবাইল ফোনের সিগনালের কারনে পোকাদের উড়িতে যে ব্যঘাত ঘটে তা কি কেউ ভাবে?
মানুষ মানেই আজব, তারা ভাবে পৃথিবী কেবল তাদের একার আর কারও নয়..
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৫১
আত্নভোলা বলেছেন: ঠিক কথাই বলেছেন, মানুষ বড়ই আজব প্রানি, এজন্যই তারা মোবাইল ব্যবহার করে...
৮| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এখন ভালা সেট লন..............
স্যামসাং এন্ড্রয়েড এর দাম তো এখন কইমা গেছে।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪০
আত্নভোলা বলেছেন: বাগসবানি বলেছেন: একটা ফোনের পিছনে কত টাকা খরচ করেন ভাই !!! ল্যান্ড ফোন নিলেই তো ঝামেলাখান চুকেবুকে যাই..
কথাটা মনে ধরছে....
৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:১৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি এখনও নোকিয়া ১১০০ সেটই ব্যবহার করি। রাত বিরেতে আরাম করে ফোনে কথা বলতে বলতে রিক্সায় করে বাড়ি ফিরি। বাসায় এসে মাঝে মাঝে আইফোনে হাত বুলাই। আর বলি, ঘুমাও তুমি ঘুমাও!!! দেশের আইন শৃংখলা ভালো হোক! তারপর তোমাকে ঘুম থেকে তুলব।
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৫০
আত্নভোলা বলেছেন: হাহাহাহাহা............
এজন্যই আমার বর্তমান চায়নিজ এন্ড্রয়েডই ভালা নো টেনশন......
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৩ রাত ২:০৭
মাক্স বলেছেন: ২০০৫ এ প্রথম সেট ইউজ শুরু স্যামসাং দিয়া। এতদিনে কখনো চুরি যায় নাই, মাত্র গত সপ্তায়ই প্রথম চুরি হৈল তাও দুইটা একসাথে