![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা জীবন ভালোবাসি। ভালোবাসি মানুষকে বিশ্বাস করতে। অতিতকে নিয়ে ভাবি না , বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবতে ভালোলাগে। ভালোলাগে লিখতে বা নতুন কিছু আবিষ্কার করতে। অসহায় ও দুর্বল মানুষের পাশে দাড়ানো আমার একটা বদ অভ্যাস। ব্লগিং করতে ভালো লাগে, পাঠক মন্তব্য দেখলে খুব আনন্দ পাই। বাকিটা আমার সাথে মিশলে বুঝবেন আমি কতোটা বদের হাড্ডি ।\\n\\nপছন্দ: কালো ও নীল রং ভালো লাগে, সকল ধরনের ফস্টফুড ও চাইনিজ খাবার পছন্দ করি, সকল ফল আমার প্রিয় তবে টক জাতীয় ফল একটু বেশি পছন্দ, খুব আচার খেতে ভালোবাসি, প্রিয় মাছ ইলিশ ও গলদা চিংড়ি, গিটার নিয়ে গান খাইতে ভালো লাগে, ছবি আকা ও কবিতা লেখা আমার সখ, উল্লেখযোগ্য সখ হচ্ছে সুন্দর সুন্দর ফুল বা ফলের গাছ লাগানো।\\n\\nআমার সম্পর্কে এর চেয়ে বেশি জানতে চাইলে একদিন বাসায় চলে আসবেন, দুজনে কফি হাতে আড্ডা দিতে দিতে বাকিটা বলবো। ওহ ভালো কথা, বাসায় আসলে সাথে করে মিষ্টি আনতে ভুল করবেন না যেন, মিষ্টি আমার খুব প্রিয় ;)
নজরুলের কোন এক কবিতার লাইনকে কেন্দ্র করে লেখা।
যখন আমি হারিয়ে যাবো
----- জোবায়ের রহমান
যেদিন আমি হারিয়ে যাবো সেদিন তুমি বুঝবে,
মানিক রতন চাইনা বলে ঠিকই আমায় খুজবে।
যতই করো অবহেলা , যতই করো মান
ছিলাম আমি, থাকবো আমি, নিয়ে অপমান।
বুঝবে তুমি বুঝবে, যখন আমি হারিয়ে যাবো ঠিকই আমায় খুজবে।
বৈশাখেতে সারি সাজে দেখবো কতো সাধ
আমার সকল সাধের মাঝে সর্বদাই বাধ।
কষ্ট সদা বুকের মাঝে নিয়ে হাসি শুধু
আশায় বাধি বুকে কবে মুক্তি দিবেন প্রভূ
বুঝবে তুমি বুঝবে, যখন আমি হারিয়ে যাবো ঠিকই আমায় খুজবে।
ইচ্ছা ছিলো পূর্নিমা রাত দেখবো দুজন মিলে
রাতের পরে রাত আসে মোর সাধযে নাহি মেটে।
ভাবি সদা ফিরবে যে দিন নিজের হবে সব
ভাবনা গুলা ভাবনা থাকে কঠিন বড় ভব।
বুঝবে তুমি বুঝবে, যখন আমি হারিয়ে যাবো ঠিকই আমায় খুজবে।
দৃষ্টি তোমার অর্থ পানে ছিল নাহি আগে
কেমন করে পাল্টে গেলে প্রশ্ন মনে জাগে।
আমি তোমার জীবন মরন বলতে সর্বদা
জোরযে বড় অর্থ মাঝে বাকি সব বৃথা।
বুঝবে তুমি বুঝবে, যখন আমি হারিয়ে যাবো ঠিকই আমায় খুজবে।
©somewhere in net ltd.