![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা জীবন ভালোবাসি। ভালোবাসি মানুষকে বিশ্বাস করতে। অতিতকে নিয়ে ভাবি না , বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবতে ভালোলাগে। ভালোলাগে লিখতে বা নতুন কিছু আবিষ্কার করতে। অসহায় ও দুর্বল মানুষের পাশে দাড়ানো আমার একটা বদ অভ্যাস। ব্লগিং করতে ভালো লাগে, পাঠক মন্তব্য দেখলে খুব আনন্দ পাই। বাকিটা আমার সাথে মিশলে বুঝবেন আমি কতোটা বদের হাড্ডি ।\\n\\nপছন্দ: কালো ও নীল রং ভালো লাগে, সকল ধরনের ফস্টফুড ও চাইনিজ খাবার পছন্দ করি, সকল ফল আমার প্রিয় তবে টক জাতীয় ফল একটু বেশি পছন্দ, খুব আচার খেতে ভালোবাসি, প্রিয় মাছ ইলিশ ও গলদা চিংড়ি, গিটার নিয়ে গান খাইতে ভালো লাগে, ছবি আকা ও কবিতা লেখা আমার সখ, উল্লেখযোগ্য সখ হচ্ছে সুন্দর সুন্দর ফুল বা ফলের গাছ লাগানো।\\n\\nআমার সম্পর্কে এর চেয়ে বেশি জানতে চাইলে একদিন বাসায় চলে আসবেন, দুজনে কফি হাতে আড্ডা দিতে দিতে বাকিটা বলবো। ওহ ভালো কথা, বাসায় আসলে সাথে করে মিষ্টি আনতে ভুল করবেন না যেন, মিষ্টি আমার খুব প্রিয় ;)
আমার পরী
জোবায়ের রহমান
----------------
শান্ত মন, শিতল হাওয়া
লাগল প্রানে, পূর্ন চাওয়া,
সব যেন আজ তোমার তরে
তৃপ্ত আমি বারে বারে।
মিষ্টি হাসি, মিষ্টি ঠোট
অন্তরেতে বেদম চোট,
পাইনি কোথা তুমি ছাড়া,
আজ যে আমি ছন্নছাড়া।
দুষ্ট চোখ, মায়াবি পলক,
দেখে পাগল রূপের ঝলক,
বাসি ভাল জীবন দিয়ে,
থাকব সুখে তোমায় নিয়ে।
নরম হাত, নরম গাল,
লাজে তুমি তপ্ত লাল,
চুল যেন তোমার মেঘলা বরন,
হই যে মাতাল নাই যে বারন।
কোমল পা, লাজুক নজর,
দেখে ভাঙে বুকের পাজর,
মুগ্ধ আমি তোমায় দেখে,
অনুভবের পরশ মেখে।
বাসব ভালো সারা জীবন,
পাশে রবো জীবন মরন,
কাছে আস, হাতটি ধরো
ভালোবেসে ধন্য করো।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২২
দুখাই রাজ বলেছেন: পরী কাব্য ভালো লেগছে ভাই ।
ভালো থাকবেন , ভালো রাখবেন ।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৮
জোবায়ের রহমান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪০
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ছন্দময় +
শুভ সকাল