![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা জীবন ভালোবাসি। ভালোবাসি মানুষকে বিশ্বাস করতে। অতিতকে নিয়ে ভাবি না , বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবতে ভালোলাগে। ভালোলাগে লিখতে বা নতুন কিছু আবিষ্কার করতে। অসহায় ও দুর্বল মানুষের পাশে দাড়ানো আমার একটা বদ অভ্যাস। ব্লগিং করতে ভালো লাগে, পাঠক মন্তব্য দেখলে খুব আনন্দ পাই। বাকিটা আমার সাথে মিশলে বুঝবেন আমি কতোটা বদের হাড্ডি ।\\n\\nপছন্দ: কালো ও নীল রং ভালো লাগে, সকল ধরনের ফস্টফুড ও চাইনিজ খাবার পছন্দ করি, সকল ফল আমার প্রিয় তবে টক জাতীয় ফল একটু বেশি পছন্দ, খুব আচার খেতে ভালোবাসি, প্রিয় মাছ ইলিশ ও গলদা চিংড়ি, গিটার নিয়ে গান খাইতে ভালো লাগে, ছবি আকা ও কবিতা লেখা আমার সখ, উল্লেখযোগ্য সখ হচ্ছে সুন্দর সুন্দর ফুল বা ফলের গাছ লাগানো।\\n\\nআমার সম্পর্কে এর চেয়ে বেশি জানতে চাইলে একদিন বাসায় চলে আসবেন, দুজনে কফি হাতে আড্ডা দিতে দিতে বাকিটা বলবো। ওহ ভালো কথা, বাসায় আসলে সাথে করে মিষ্টি আনতে ভুল করবেন না যেন, মিষ্টি আমার খুব প্রিয় ;)
জাগ্রত হও তরুন
--------জোবায়ের রহমান
হে তরুন জাগ্রত হও নাবিকের বেশে
খামচে ধরছে ওরা, খাবলে খাচ্ছে মাংশ,
শকুনের সুক্ষ নখে আছড়ে দিচ্ছে তোমায়
মুক্ত কর হাত, সটান কর টুটি
পরাধিনতার বেরাজাল থেকে মুক্ত হও আজি হে তরুন।
হে তরুন জাগ্রত হও নাবিকের বেশে
শূন্য করে দেয় ওরা, রক্ত চুষে খায়
খুধার্থ পথিক করে ছুরে ফেলছে তোমায়
মুছে ফেল চোখ, উঠে দাড়াও
লাঞ্চনা আর সইবি কত কাল হে তরুন?
হে তরুন জাগ্রত হও নাবিকের বেশে
মেধা বিলিন করে ওরা, প্রতিভা ধ্বংশ করে ওরা
ন্যাড়া করে গোবর গনেশ করছে তোমায়
প্রতিবাদি হও, ওঠাও হাতিয়ার
মুখ বুঝে থাকবি কতকাল হে তরুন?
হে তরুন জাগ্রত হও নাবিকের বেশে
বেকার করছে ওরা, সন্ত্রাসি করছে ওরা
জোর করে অন্ধকারে ঠেলে দিচ্ছে তোমায়
চোখ খোলো, জগৎ দেখো
খুধার জালা সইবি কতকাল হে তরুন।
হে তরুন জাগ্রত হও নাবিকের বেশে
সংস্কৃতি বদল হচ্ছে আজ, অপপ্রচার করে ওরা
ভালমানুষের মুখশ পরে ধোকা দিচ্ছে তোমায়
বিবেক জাগ্রত করো, রুখে দাড়াও
আর কতকাল চলবি অন্য পথে হে তরুন?
হে তরুন জাগ্রত হও নাবিকের বেশে
বদল হচ্ছে সব, পথভ্রষ্ট হচ্ছে সবাই
বেলা শেষে মাথা ঠুকরে মরছে মানুষ
আর অনুতাপ নয়, সময় পানে চাও
সুধরে নেওয়ার সময় এলযে হে তরুন।
বিদ্র: বানান ভুল আছে আমি জানি পারলে কেউ ঠিক করে দেন। আমি বানানে দূর্বল
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৬
অপূর্ণ রায়হান বলেছেন: সূক্ষ্ম , পরাধীনতা , বেড়াজাল , ক্ষুধার্ত , ছুড়ে , বিলীন , ধ্বংস , প্রতিবাদী , সন্ত্রাসী , ক্ষুধার জ্বালা , মুখোশ , শুধরে ....... আমিও বানানে কাঁচা , তবে এই কয়টা মনে হল ।
কবিতার বক্তব্য ভালো লেগেছে , শুভকামনা