![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা জীবন ভালোবাসি। ভালোবাসি মানুষকে বিশ্বাস করতে। অতিতকে নিয়ে ভাবি না , বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবতে ভালোলাগে। ভালোলাগে লিখতে বা নতুন কিছু আবিষ্কার করতে। অসহায় ও দুর্বল মানুষের পাশে দাড়ানো আমার একটা বদ অভ্যাস। ব্লগিং করতে ভালো লাগে, পাঠক মন্তব্য দেখলে খুব আনন্দ পাই। বাকিটা আমার সাথে মিশলে বুঝবেন আমি কতোটা বদের হাড্ডি ।\\n\\nপছন্দ: কালো ও নীল রং ভালো লাগে, সকল ধরনের ফস্টফুড ও চাইনিজ খাবার পছন্দ করি, সকল ফল আমার প্রিয় তবে টক জাতীয় ফল একটু বেশি পছন্দ, খুব আচার খেতে ভালোবাসি, প্রিয় মাছ ইলিশ ও গলদা চিংড়ি, গিটার নিয়ে গান খাইতে ভালো লাগে, ছবি আকা ও কবিতা লেখা আমার সখ, উল্লেখযোগ্য সখ হচ্ছে সুন্দর সুন্দর ফুল বা ফলের গাছ লাগানো।\\n\\nআমার সম্পর্কে এর চেয়ে বেশি জানতে চাইলে একদিন বাসায় চলে আসবেন, দুজনে কফি হাতে আড্ডা দিতে দিতে বাকিটা বলবো। ওহ ভালো কথা, বাসায় আসলে সাথে করে মিষ্টি আনতে ভুল করবেন না যেন, মিষ্টি আমার খুব প্রিয় ;)
ব্যস্ত জীবন
---- জোবায়ের রহমান
ব্যস্ত নামের সস্তা কথা শুনছি সারাক্ষন,
ব্যস্ত মঝে মানুষগুলা করছে অনিয়ম,
দিনে রাতে ব্যস্ত সবাই, ব্যস্ত কাজের মাঝে
কেউবা ব্যস্ত, ব্যস্ত হয়ে কেউবা অকাজে।
ভাবুক ব্যস্ত ভাবনা নিয়ে, ভাবনার নাই শেষ,
কেউবা ভাবে উন্নয়নে, কেউবা হারায় কেশ।
এমনি করে ব্যস্ত হয়ে জীবন যায় কেটে,
ভাবনা থাকে মনের মাঝে নাহি বেড়ায় হেটে।
ঘুম কাতুরে ব্যস্ত ঘুমে, ঘুমের মহারাজ,
একটা কিছু হেস্ত ন্যাস্ত হয়েই যাবে আজ।
সকাল ঘুরে রাতযে আসে ঘুমের নাই শেষ,
কেউবা বলে হতচ্ছারা! কেউবা বলে বেস।
ছাত্র সমাজ ব্যস্ত ফোনে, কথার নাই শেষ
পড়তে বসে চলছে কথা কাটেনা তার হ্রেষ।
মাসের শেষে পকেট ফাকা দিয়ে ফোনের বিল,
পরীক্ষা এলে পড়তে বসে পায়না খুজে মিল।
নেতা ব্যস্ত বক্তা হতে ,কাড়ে সবার নজর,
বছর শেষে চাইতে গেলে ভাঙে বুকের পাজড়।
পারে না যখন রাখতে কথা কেন স্বপ্ন দেখায়?
কথার ভারি মূল্য আছে বুঝতে পারে না হায়।
অর্থলোলুপ ব্যস্ত টাকায় ,টাকার পাহাড় গড়ে,
এতো ব্যস্ত থেকেও যে তার মনযে নাহি ভরে।
বুঝবে কবে বাচবো মোরা সময় বাকি কদিন?
থাকবেনা কেহ পাশে তোমার বুঝবে কিন্তু সেদিন।
এতো ব্যস্ত মানুষগুলার কেনোই এতো হার?
কারন, ব্যস্ত থেকে সময়ের সঠিক হয়না ব্যবহার।
সময় থাকতে ব্যস্ত থেকে নাও অবসর,
নয়তো, ব্যস্ত থাকার মূল্য তুমি দিবে বার বার।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৩
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন ভ্রাতা ।
ভালো থাকবেন
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৯
জোবায়ের রহমান বলেছেন: ধন্যবাদ সবাইকে
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৩৩
দুখাই রাজ বলেছেন: সুন্দর কবিতা + শুভ সকাল ।