![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা জীবন ভালোবাসি। ভালোবাসি মানুষকে বিশ্বাস করতে। অতিতকে নিয়ে ভাবি না , বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবতে ভালোলাগে। ভালোলাগে লিখতে বা নতুন কিছু আবিষ্কার করতে। অসহায় ও দুর্বল মানুষের পাশে দাড়ানো আমার একটা বদ অভ্যাস। ব্লগিং করতে ভালো লাগে, পাঠক মন্তব্য দেখলে খুব আনন্দ পাই। বাকিটা আমার সাথে মিশলে বুঝবেন আমি কতোটা বদের হাড্ডি ।\\n\\nপছন্দ: কালো ও নীল রং ভালো লাগে, সকল ধরনের ফস্টফুড ও চাইনিজ খাবার পছন্দ করি, সকল ফল আমার প্রিয় তবে টক জাতীয় ফল একটু বেশি পছন্দ, খুব আচার খেতে ভালোবাসি, প্রিয় মাছ ইলিশ ও গলদা চিংড়ি, গিটার নিয়ে গান খাইতে ভালো লাগে, ছবি আকা ও কবিতা লেখা আমার সখ, উল্লেখযোগ্য সখ হচ্ছে সুন্দর সুন্দর ফুল বা ফলের গাছ লাগানো।\\n\\nআমার সম্পর্কে এর চেয়ে বেশি জানতে চাইলে একদিন বাসায় চলে আসবেন, দুজনে কফি হাতে আড্ডা দিতে দিতে বাকিটা বলবো। ওহ ভালো কথা, বাসায় আসলে সাথে করে মিষ্টি আনতে ভুল করবেন না যেন, মিষ্টি আমার খুব প্রিয় ;)
লে পাগলা লে
----- জোবায়ের রহমান
ছুটছে মানুষ হন হনিয়ে, গলির পরে মাঠ পেরিয়ে
দেখছে কতো আজব জিনস, যাচ্ছে হারিয়ে,
পিছন ফিরে দেখছেনা কিছু, চলছে শুধু পিছু পিছু
পাচ্ছে কিছু রঙিন জিনিস , ভুগছে রোগে কিছু।
পন্ডিতি আজ সবার তরে, পরছে মানুষ খালে বিলে,
ওরে লে পাগলা লে।
রাজনীতির ঐ পিছন ধরে, ছুটছে মানুষ কেমন করে
মরছে মানুষ অকারনে, শান্তনা পাই মরার পরে,
বক্তিতা আজ কমন জিনিস, প্রতিশ্রুতির মালা গাথে,
কেবা খোজে বাস্তবায়ন, কেবা নামে পথে,
ইচ্ছা করে কানে ধরে বাসাই আমি গরুর হালে,
ওরে লে পাগলা লে।
ক্যামিস্ট্রির ছাত্র হয়ে, চাকরী করি বাংলা পাঠে,
কি দরকার আজ বিদ্যা নিয়ে? টাকার খেলা ঘাটে মাঠে
সবকিছু যে বেআইনি আজ, উপরি দিলে বৈধ্য যে হয়,
এসব যে আজ নিয়ম সবই , গুনিজনে কয়।
নিয়মতান্ত্রিক জটিলতা, কমবেনা ভাই বারবে কালে,
ওরে লে পাগলা লে।
বিদ্যা বোঝাই মানুষগুলোর , রেজাল্ট দেখে পিলে চমকায়
এডমিশনের সময় এলে, করে হায় হায়।
পত্রিকাতে শুনাম করে, লিখে দিলো বড় করে
ফেলযে করে পন্ডিতেরা , লজ্জা নাহি করে।
পাশের সংখ্যা বাড়ে শুধু, বেকার মরে কলে,
ওরে লে পাগলা লে।
হাজার হাজার আইনের ধরা, ইচ্ছা মতো করছে তারা,
গনতন্ত্র রাজতন্ত্র হয়, আমি স্বাধীন, ওরা করা?
দেশের জন্য রক্ত দিয়ে, ভুলকি হলো মানুষগুলোর?
মূল্যকি পায় দেশের প্রেমিক, নাকি ওরা বলদ কুলোর?
মুখে শুধু বড় কথা, কাজের বেলায় পটোল তোলে
ওরে লে পাগলা লে।
দুদিনের এই রঙ্গশালা, কতো সইবি হেলাফেলা ?
গর্জে ওঠো বাঙ্গালীরা , অধীকার নেওয়ার এলো পালা।
সইবে যদি সকল কিছু, চুরি পরে নিও সবাই,
রান্না করে দাওয়াত দিও আসবো মোরা সদাই,
স্বধীন দেশের স্বাধীন মুনুষ দেখো চক্ষু মেলে,
ওরে লে পাগলা লে।
২| ০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৯
কলমের কালি শেষ বলেছেন: লে পাগলা লে কবিতায় ভাল লাগল ।
৩| ০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৯
আমিনুর রহমান বলেছেন:
ওরে লে পাগলা লে।
ভালো লাগা রইল +
৪| ০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৮
না কবি বলেছেন: বেশ ভালই লেগেছে
৫| ০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৬
টুম্পা মনি বলেছেন: ওয়াহ চমৎকার লিকসেন। একেবারে বাস্তব কবিতা।
৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ২:৩৬
জোবায়ের রহমান বলেছেন: সবাইকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৪
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++
সব পাগলের দেশে , লে পাগলা লে ।
ভালো থাকবেন ভ্রাতা