![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা জীবন ভালোবাসি। ভালোবাসি মানুষকে বিশ্বাস করতে। অতিতকে নিয়ে ভাবি না , বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবতে ভালোলাগে। ভালোলাগে লিখতে বা নতুন কিছু আবিষ্কার করতে। অসহায় ও দুর্বল মানুষের পাশে দাড়ানো আমার একটা বদ অভ্যাস। ব্লগিং করতে ভালো লাগে, পাঠক মন্তব্য দেখলে খুব আনন্দ পাই। বাকিটা আমার সাথে মিশলে বুঝবেন আমি কতোটা বদের হাড্ডি ।\\n\\nপছন্দ: কালো ও নীল রং ভালো লাগে, সকল ধরনের ফস্টফুড ও চাইনিজ খাবার পছন্দ করি, সকল ফল আমার প্রিয় তবে টক জাতীয় ফল একটু বেশি পছন্দ, খুব আচার খেতে ভালোবাসি, প্রিয় মাছ ইলিশ ও গলদা চিংড়ি, গিটার নিয়ে গান খাইতে ভালো লাগে, ছবি আকা ও কবিতা লেখা আমার সখ, উল্লেখযোগ্য সখ হচ্ছে সুন্দর সুন্দর ফুল বা ফলের গাছ লাগানো।\\n\\nআমার সম্পর্কে এর চেয়ে বেশি জানতে চাইলে একদিন বাসায় চলে আসবেন, দুজনে কফি হাতে আড্ডা দিতে দিতে বাকিটা বলবো। ওহ ভালো কথা, বাসায় আসলে সাথে করে মিষ্টি আনতে ভুল করবেন না যেন, মিষ্টি আমার খুব প্রিয় ;)
আামর প্রিয়া
------ জোবায়ের রহমান
আলতা রাঙা নুপুর পায়ে,
হাটছে প্রিয়া ঝুমঝুমিয়ে,
শুকনা পাতার উপর দিয়ে
যাচ্ছে কোথা মিষ্টি মেয়ে?
পিছন ফিরে খুজছো কাকে?
মনের মানুষ ভাবছো যাকে?
নয়ন তোমার ছলো মলো
ফুটবে কাটা সামলে চলো।
লাল রঙের ঐ সারি পরে
যাচ্ছো তুমি লাজে মরে
আমার প্রিয়া আসবে ঘরে
বধু সেজে পালকি করে।
ঝুমকা কানে উঠলো ফুটে
নোলক দেখে লাগলো চোটে,
টিপযে তোমায় দারুন লাগে
সর্বগায়ে শিহর জাগে।
নরম হাতে কাচের চুড়ি
রিনিক ঝিনিক বাজে ভারি
তরযে আমার সইছে না আর
প্রিয়া তুমি সুধুই আমার।
©somewhere in net ltd.