![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা জীবন ভালোবাসি। ভালোবাসি মানুষকে বিশ্বাস করতে। অতিতকে নিয়ে ভাবি না , বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবতে ভালোলাগে। ভালোলাগে লিখতে বা নতুন কিছু আবিষ্কার করতে। অসহায় ও দুর্বল মানুষের পাশে দাড়ানো আমার একটা বদ অভ্যাস। ব্লগিং করতে ভালো লাগে, পাঠক মন্তব্য দেখলে খুব আনন্দ পাই। বাকিটা আমার সাথে মিশলে বুঝবেন আমি কতোটা বদের হাড্ডি ।\\n\\nপছন্দ: কালো ও নীল রং ভালো লাগে, সকল ধরনের ফস্টফুড ও চাইনিজ খাবার পছন্দ করি, সকল ফল আমার প্রিয় তবে টক জাতীয় ফল একটু বেশি পছন্দ, খুব আচার খেতে ভালোবাসি, প্রিয় মাছ ইলিশ ও গলদা চিংড়ি, গিটার নিয়ে গান খাইতে ভালো লাগে, ছবি আকা ও কবিতা লেখা আমার সখ, উল্লেখযোগ্য সখ হচ্ছে সুন্দর সুন্দর ফুল বা ফলের গাছ লাগানো।\\n\\nআমার সম্পর্কে এর চেয়ে বেশি জানতে চাইলে একদিন বাসায় চলে আসবেন, দুজনে কফি হাতে আড্ডা দিতে দিতে বাকিটা বলবো। ওহ ভালো কথা, বাসায় আসলে সাথে করে মিষ্টি আনতে ভুল করবেন না যেন, মিষ্টি আমার খুব প্রিয় ;)
আবার দেখা
------ জোবায়ের রহমান
একদিন শুভক্ষনে আকুল নয়নে
লাগল দোলা গায়ে শিহর প্রানে,
বাড়াল দুটি হাত নতুনের দিকে
সেই থেকে শুরু হয় চোখে চোখ রেখে।
বালকের চোখে প্রেম ভিতরে যে ভয়,
হারিয়ে যাবে সব মন শুধু কয়।
থর থর কাপে বুক আরাল হলে পর,
ফিরে পায় দম সে কেটে যায় ডর।
এমনি করে কাটে ক্ষন, পরম সুখ লয়ে
বছর কেটে যায়, নদী যায় বয়ে।
কত রাত কত দিন সুখ নাহি কমে
লোক চক্ষু দেখে সব হিংসার দমে।
নির্জন নিরালায় কত মাখা মাখি,
ভাসে সব চারিদিক ভিজে যায় আখি।
পলক মাঝে পার হয় সাতটি বছর
সব কিছু ঠিক ঠাক স্বর্গের উপর।
জানাজানি সবকিছু দুটি পরিবারে,
কেউ ভাবে সমাধান কেউ পিছু ফেরে।
দিন যায় রাত যায় ব্যকুল দুই প্রান,
কত আর সইবে শত অপমান?
অপেক্ষার দিন যেন নাহি বুঝি কাটে
লজ্জা শরম সব বসল পটে।
দুজনের সুখময় ছোট সংসার,
কাছা কাছি দুজনে আদরেতে পার।
বছর ঘুরে যখন চৈত্র পরে,
নতুন অতিথি নাকি আসবে ঘরে।
এক চোখে হাসি তার ভাবনা ওপারে,
সুখ যেন না হারায় অভাবের ভারে।
এমন সময়ে তার শাশুরী মা আসে
নিজ গৃহে কন্যা, নিলো ভালোবেসে।
ঠাই না পেলো আর কন্যা বিনা,
মাস বাদে হলো যেন সব অচেনা।
নতুন অতিথি আর খুজে নাহি পায়
ছুরে ফেলে অনাগত খুনির ছায়ায়।
জড় নাকি জীব ওরা ভেবে নাহি পাই
রতনের সন্ধানে উরাইলাম ছাই।
কেটে গেল বারো মাস প্রিয়া নাহি আসে
কুমন্ত্রনা দিলো কোন সর্বনাসে?
ছলো ছলো চোখ তার অপেক্ষার পানে
দিনে দিনে বাড়ে দিন ব্যথা এই প্রানে।
কত শত চেষ্টা ফেরানোর লাগি,
দিন রাত নির্ঘুম চেয়ে রয় জাগি।
একা একা একদিন বসে নিরালায়,
ডাক পিওন দিল খাম পড়ন্ত বেলায়।
সাবধানে চিঠি খুলে ভিতরে যা দেখে,
নোনা জল টলোমলো জমে দুই চোখে।
কষ্ট বুকে নিয়ে দিন রাত ভাবে,
প্রিয়া বিনা প্রান রেখে কি আর হবে?
নিঝুম রাতে ছেরে পৃথিবীর মায়া,
ঝাপ দিল ওপাড়েতে রেখে তার কায়া।
ললাট দায়ে সে ফিরে তব আসে,
বিকৃত চেহারা, লোক দেখে হাসে।
ওদিকেতে জানাজানি হয়ে যায় সব,
চুপ চাপ সুখে আছে নেই কলোরব।
তবু সখা বসে বসে গুনে দুই তিন,
বিশ্বাস রাখে সখি ফিরবে একদিন।
অবশেষে বছর দুই হয়ে যায় পার
মেলে খবর সখি করে সুখের সংসার।
জমিদান বর তার আলিশান বাড়ি
নিজ চাওয়া স্বপ্ন নাই নুন হাড়ি।
বিশ্বাস না করে ফিরবেনা আর
মোহতে ধোকা খায়, শুধু বার বার।
তবুও সখা কভু হাল না ছারে
নিজ ভুল বুজে সে ফিরতে যে পারে।
লাঠি হাতে মৃদু পায় করে চলাচল,
দিনকাটে কোন মতে বুকে নিয়ে বল।
ধিরে ধিরে কাটে দিন মৃত্যুর আশে,
শেষ দিনেও সখা, তাকে ভালবাসে।
আমরন রাখে সে খুলে মন দার,
পরকালে দেখা হবে, ঠিকই আবার।
বিদ্র: অনুমতি ব্যতিত কোন ব্লগ বা ম্যাগাজিনে প্রকাশ না করার জন্য অনুরোধ করা গেলো।
২| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:১৫
নীলাদ্রী হীমান বলেছেন: সুন্দর
৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৫
মামুন রশিদ বলেছেন: সুন্দর ।
৪| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৯
জোবায়ের রহমান বলেছেন: জান্নাত আপু, হীমান ভাইয়া, মানুষ ভাইয়া, আপনাদের ধন্যবাদ মন্তব্য করার জন্য
৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩২
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার কিছু কথা ছিল কবিতাটায় । কিন্তু কিছু কারনে কবিতাটির সৌন্দর্য নষ্ট হয়ে গেছে ভ্রাতা ।
যেমন ধরেন , সাধু চলিত মিশ্র ব্যাবহার ।
একদা সুভক্ষনে আকুল নয়নে
লাগিলো দোলা গায়ে শিহর প্রানে,
বানান ভুল আছে কিছু । শুভক্ষণে হবে । একই ভাবে কাঁপে , ক্ষণ , প্রাণ , ব্যাকুল !! আরও আছে ।
লাগিলো সাধু ভাষায় লিখে পরের লাইনেই
বাড়ালো দুটি হাত নতুনের দিকে
বাড়ালো , চলিত শব্দ ব্যাবহার করেছেন । এটা গুরুচণ্ডালী দোষ ।
( এতো বড় মন্তব্য এই কারনেই করলাম , কবিতাটা সংকলনে নিতে চেয়েছিলাম , কিন্তু পারলাম না )
অনেক শুভকামনা ।
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:০০
জোবায়ের রহমান বলেছেন: @অপূর্ণ রায়হান ভাইয়া, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, বানান ভুল আছে সেটা আমি জানি। কারন বাংলা লেখাটা আমার জন্য বেশ কঠিন। তবুও চেষ্টা করি ভালো কিছু লেখার। আশা করি পরের কবিটাটি ভালো লাগবে
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৫৩
জান্নাত আক্তার বলেছেন: সুন্দর লিখেছেন