![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা জীবন ভালোবাসি। ভালোবাসি মানুষকে বিশ্বাস করতে। অতিতকে নিয়ে ভাবি না , বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবতে ভালোলাগে। ভালোলাগে লিখতে বা নতুন কিছু আবিষ্কার করতে। অসহায় ও দুর্বল মানুষের পাশে দাড়ানো আমার একটা বদ অভ্যাস। ব্লগিং করতে ভালো লাগে, পাঠক মন্তব্য দেখলে খুব আনন্দ পাই। বাকিটা আমার সাথে মিশলে বুঝবেন আমি কতোটা বদের হাড্ডি ।\\n\\nপছন্দ: কালো ও নীল রং ভালো লাগে, সকল ধরনের ফস্টফুড ও চাইনিজ খাবার পছন্দ করি, সকল ফল আমার প্রিয় তবে টক জাতীয় ফল একটু বেশি পছন্দ, খুব আচার খেতে ভালোবাসি, প্রিয় মাছ ইলিশ ও গলদা চিংড়ি, গিটার নিয়ে গান খাইতে ভালো লাগে, ছবি আকা ও কবিতা লেখা আমার সখ, উল্লেখযোগ্য সখ হচ্ছে সুন্দর সুন্দর ফুল বা ফলের গাছ লাগানো।\\n\\nআমার সম্পর্কে এর চেয়ে বেশি জানতে চাইলে একদিন বাসায় চলে আসবেন, দুজনে কফি হাতে আড্ডা দিতে দিতে বাকিটা বলবো। ওহ ভালো কথা, বাসায় আসলে সাথে করে মিষ্টি আনতে ভুল করবেন না যেন, মিষ্টি আমার খুব প্রিয় ;)
প্রতিজ্ঞা
----- জোবায়ের রহমান
বয়স তোমায় থামিয়ে দিলাম কুড়ি বছর পরে।
যুবক হয়ে থাকব আমি জনম জনম ধরে।
দেহ যদি যায় বুড়িয়ে কিছুই যায়না আসে,
আমি যুবক অনন্ত কালের দেখবে সবার পাশে।
মানুষ বুড়ো হয়না কভু যদি মনটি যুবক থাকে
কে কি ভাবে খেয়াল না করে দেখ নিজেকে।
আশি বছর বৃদ্ধ যদি যুবক হতে পারে,
তুমিত নও খুব যে বুড়ো নিথর বয়সের ভারে!
মৃত্যু তোমায় থামিয়ে দিলাম হবো আমি অমর,
কর্ম গুনে থাকব বেচে লক্ষ কোটি বছর।
দেহ যদি যায় হারিয়ে কিছুই যায়না আসে,
মানুষ আমায় রাখবে মনে থাকব প্রতি নি:শ্বাসে।
কে বলেছে মানুষ মরে ? মরে শুধু দেহ,
পূর্ণ ছারা এই জগতে মনে রাখবে নাতো কেহ।
স্বল্প আয়ুর দুনিয়াতে যদি অমর না হতে পারো।
পশু জন্ম তোমার সাথে তফাৎ পাইনা কারো।
©somewhere in net ltd.