![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা জীবন ভালোবাসি। ভালোবাসি মানুষকে বিশ্বাস করতে। অতিতকে নিয়ে ভাবি না , বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবতে ভালোলাগে। ভালোলাগে লিখতে বা নতুন কিছু আবিষ্কার করতে। অসহায় ও দুর্বল মানুষের পাশে দাড়ানো আমার একটা বদ অভ্যাস। ব্লগিং করতে ভালো লাগে, পাঠক মন্তব্য দেখলে খুব আনন্দ পাই। বাকিটা আমার সাথে মিশলে বুঝবেন আমি কতোটা বদের হাড্ডি ।\\n\\nপছন্দ: কালো ও নীল রং ভালো লাগে, সকল ধরনের ফস্টফুড ও চাইনিজ খাবার পছন্দ করি, সকল ফল আমার প্রিয় তবে টক জাতীয় ফল একটু বেশি পছন্দ, খুব আচার খেতে ভালোবাসি, প্রিয় মাছ ইলিশ ও গলদা চিংড়ি, গিটার নিয়ে গান খাইতে ভালো লাগে, ছবি আকা ও কবিতা লেখা আমার সখ, উল্লেখযোগ্য সখ হচ্ছে সুন্দর সুন্দর ফুল বা ফলের গাছ লাগানো।\\n\\nআমার সম্পর্কে এর চেয়ে বেশি জানতে চাইলে একদিন বাসায় চলে আসবেন, দুজনে কফি হাতে আড্ডা দিতে দিতে বাকিটা বলবো। ওহ ভালো কথা, বাসায় আসলে সাথে করে মিষ্টি আনতে ভুল করবেন না যেন, মিষ্টি আমার খুব প্রিয় ;)
নদী ও বালিকা
----- জোবায়ের রহমান
নদী চলাচল জমিনের বুকে
সচ্ছ সুষম ধারা।
পূবালী বাতাসে পানি টলমল
সকলে আত্নহারা।
চলনে বলনে করে ঢেউ খেলা
পানি করে ঝির ঝির,
কলসি কাখে সবুজ বালিকা
কতনা করছে ভির।
কেউ জল নেয় দুহাত ভরে
কেউবা স্নানে হারায়,
নদীর জলে তৃষ্ণা মিটায়ে
সোঁনার অঙ্গে জড়ায়।
নদী খিল খিল ভরা যৌবন
অমৃত রসে ঠাসা,
সবুজের দল করে হইচই
বেঁধেছে নতুন বাসা।
সবুজ বালিকা একদিন নদে
ঝাপদিলো রূপ দেখে
নদীর জল সবুজের ঘ্রানে
জড়ায়ে রখলো বুকে।
নদী বয়ে যায় আষাঢ়ে শ্রাবনে
কানায় কানায় জোয়ার,
সবুজ বালিকা মাখে জল গায়ে
সাজায় রূপের বাহার।
চৈত্রের টানে নদী একদিন
হারাল বুকের জল,
বন্ধ হলো আনাগোনা সব
সবুজের চলা চল।
দিন যায় যত বুনে কথা শত
অপেক্ষায় কাটে ক্ষন,
ঝার্নার জলে ভরবে নদী
আসবে সে প্রিয়জন।
বহুদিন পরে নদীর বুকে
হাটু জল থৈ থৈ,
মহিশ গরু ঘোলা করে জল
বালকের হইচই।
বাকহীন নদী করে চিৎকার
করনাকো ঘোলা জল,
সবুজ বালিকা ঘোলাজল দেখে
কেমনে হাসবে বল?
ফিরল আষাঢ় নদী কলকল
নোনাজল গেল ঘুচে,
কেউ এলনা করতে স্নান
হাহাকার শুধু মিছে।
বহুদিন বাদে নদী পায় ঘ্রান
আসছে ওপাড় থেকে,
বয়ে গিয়ে দেখে সবুজ বালিকা
স্নেনে অন্য বুকে।
ঘোলা নদী কেঁদে নোনা করে জল
বোঝে শেষে আপ্রাণ,
সচ্ছ মিঠা ভরা নদী ছাড়া
বালিকা করেনা স্নান।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৮
বাংলার জমিদার রিফাত বলেছেন: অসাধারন ভাই।