![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বলছি যাব যাব, ঘর বলছে না; অবাধ্য সে দুয়ার আমার- আটকে রাখে পা...
সত্যি কথা বলতে কি ইমরান এইচ সরকারের "গণ জাগরন" নিয়ে আমার অনেক সন্দেহের মধ্যে যেটা সবচেয়ে বেশি পোড়ায় তা হলো "অর্থ", এতো টাকা তারা কোথায় পায়? তাদের অর্থের উৎস্য কোথায়? তারা যে গাড়ি বহর নিয়ে চলাফেরা করছে সে গাড়ি বহরের খরচ মিটে কার টাকায়? আমি আজ পর্যন্ত শুনিনি তারা শাহবাগে কোন দান বাক্স রেখেছিলো কিনা কিংবা অর্থ সহায়তার জন্য কোন ব্যাংক একাউন্ট নাম্বার খুলেছে কিনা... কেউ জানালে কৃতজ্ঞ থাকবো।
২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৯
তাওহীদ বলেছেন: আমিও চান্দা দেই... এই খানেও দেই, নারায়ণগঞ্জেও দেই
৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:০৩
বাঙ্গাল৭১ বলেছেন: রাজাকাররে কেই পুছে না ।
বোঝা গেছ জিনিষটা ???
৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৫
আমি ব্লগার হইছি! বলেছেন: অনেকেই স্বেচ্ছায় সাহায্য করেন। সেই মুক্তিযুদ্ধের সময়ের মতো। দেশপ্রেমিক জনগন দেশের জন্যে নিজের অর্থ সম্পদ উৎসর্গ করবেন এটাই স্বাভাবিক।
ধর্ম নিয়ে ব্যাবসা করে যারা টাকা কামায় তারা এটা বুঝবে না।
৫| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৩
তেলাপোকা বলেছেন: যুতসই উত্তর পেলাম না। মুক্তিযুদ্ধের কথা আলাদা, মহান মুক্তিযুদ্ধের সাথে পুলিশি নিরাপত্তা নিয়ে মিছিল মিটিং এর পার্থক্য অ-নে-ক। জাগরণ যদি সরকারের সহযোগী শক্তিতে বদলে যায় তো সে জাগরণ বেশিদিন টেকে না। এটাও টিকেনি। উত্তরা বা মিরপুরে তেমন জনমত গঠন করা সম্ভব হয়নি। চট্টগ্রামেতো করতেই পারলো না। ভবিষ্যতে পারবে কিনা সন্দেহ।
স্বচ্ছতা যেখানে নেই সেখানে আমজনতাও থাকবেনা এটাই স্বাভাবিক। ইমরানরা যদি একটা নির্দিষ্ট দাবি নিয়ে আগানোর চেষ্টা করতো তাহলে হয়তো ব্যাপারটা যতটা ক্লিক করেছে ততটাই এগিয়ে নিতে পারতো। রাজাকার ইস্যুতে দাঁড়িয়ে থাকলে তাদের হঠানো কোন শক্তির পক্ষে সম্ভব ছিলো না।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩০
বাঙ্গাল৭১ বলেছেন: সৎ কাজে টাকার অভাব হয় না।
অসৎ কাজের জন্য ইসলামী ব্যাংক এ যোগাযোগ করুন।