নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুড়োদের জন্য পরীর গল্প

আমি বলছি যাব যাব, ঘর বলছে না; অবাধ্য সেই দুয়ার আমার, আটকে রাখে পা...

তেলাপোকা

আমি বলছি যাব যাব, ঘর বলছে না; অবাধ্য সে দুয়ার আমার- আটকে রাখে পা...

তেলাপোকা › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের ঐক্যবদ্ধ হবার আহবান - রাসেল পারভেজ ভাই সহ যারা গ্রেফতার হয়েছেন তাদের সবার মুক্তি চাই।

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৪

আজ সকালে প্রথম আলোয় দেখলাম "রাসেল পারভেজ" নামের একজন ব্লগার সহ আরো ২ জন ব্লগারকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। "রাসেল পারভেজ" বাংলা ব্লগিং এর প্রথম দিককার ব্লগার। সেসময়ে যেসমস্ত ব্লগারের লেখার আমি ভক্ত ছিলাম রাসেল পারভেজ তাদের মধ্যে অন্যতম। জানামতে তিনি দুইটা ব্লগে সমানভাবে লিখে গেছেন। আমরা যারা সেসময় ব্লগ করতাম আমরা অনেকেই হয়তো বস্তুনিষ্ঠ ব্যাপার স্যাপার নিয়ে ব্লগ করতাম না, তিনি শুরু থেকেই ছিলেন অসাধারণ। আজ তার গ্রেফতার প্রমাণ করে দিলো সরকার শেষ পর্যন্ত তার আসল রূপে ফিরে আসলো।



রাসেল ভাইয়ের জন্য মনটা খারাপই লাগলো। বেচারা ভি.আই.পি ১৯ জন ব্লগারের তালিকায় থাকতে পারেন নাই। তিনি হয়তো সরকারের পা ভালো ভাবে চাটতে পারেন নাই। অমি রহমান পিয়াল থেকে শুরু করে বাকিরা সেটা ভালোভাবেই চেটেছে। সুযোগ মতো খ্যাতি কামাতে পেরেছে, সে তুলনায় রাসেল ভাইতো কিছুই না।



আমি জানিনা আমার এই পোষ্টের তার কিছু আসবে যাবে কিনা। আমি অনেক বছর ধরে ব্লগেও নিয়মিত না। তবে সবাই জেনে রাখুন আজ যারা সহ ব্লগারদের বিপক্ষে দাঁড়িয়েছেন সেদিন বেশি দূরে নাই যখন আপনাদের উপরও যেকোন অজুহাতে নেমে আসবে সরকারের কালো থাবা। তাই যদি একান্ত ইচ্ছা থাকে নিজ নিজ অবস্থানে থেকে প্রতিবাদ করুন। ব্লগের মাধ্যমে হোক, অন্য কোন মাধ্যমে হোক।



নিজেদের ভেতর বিভেদ সৃষ্টি করে ব্লগ জগতকে বিপন্ন করবেন না।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩০

মদন বলেছেন: হেফাজতে ইসলামের ডরে তাদেরকে দেখানোর জন্য কিছু ব্লগারকে গ্রেফতার করছে। মুল কালপ্রিটরা সব সময়েই নিরাপদে থাকে।

২| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: রাসেল পারভেজ ও সুব্রত শুভ, এনাদের কারো ব্লগিং এর সাথেই আমার পরিচয় নেই। তাই আসলে জানি না ওনারা কি লিখতেন বা ইসলামকে আক্রমণ করে কিছু লিখেছেন কিনা !

তবে ব্লগার শয়তান একজন নিবেদিত প্রাণ ইসলাম অবমাননাকারী ! তার তার মুক্তির দাবী করার কোন প্রশ্নই ওঠে না ! বরং সরকারের কাছে আবেদন, শয়তানসহ প্রকৃত ইসলাম অবমাননাকারী ব্লগারদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নজির স্থাপন করুন। বাকীগুলোও সোজা হয়ে যাবে !!

মানুষকে তার কর্মফল ভোগ করতেই হবে... এখানে নয়ত ওখানে !!!

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪

ভয় বলেছেন: এদের কর্মকান্ড বিচার বিশ্লেষণ করে প্রাপ্য সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। বিশেষ করে আল্লামা শয়তানের।

৪| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯

লেহালুয়া বলেছেন: এরা যদি ইসলামবিদ্বেষী ব্লগার হয়ে থাকে এবং দিনের পর দিন ধর্মের বিরুদ্ধে লিখে থাকে তাহলে 'নো মারসি ফর দেম'...এদের যোগ্য শাস্তি দাবি করি। এবার দেখি বাকি শয়তান গুলো কই লুকায়।

৫| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১

তেলাপোকা বলেছেন: মদন ভাই; আসিফ সহ অনেকেইতো ইসলাম নিয়ে লিখেছে... তাদের গায়ে হাত দেবার সাহস সরকারের আজকে নাই; কিন্তু এভাবে চলতে থাকলে কেউই রক্ষা পাবে না। এই সরকারের আমলে ভিআইপি, পরবর্তী সরকারের আমলে তারা ভিআইপি নাও থাকতে পারেন। তাই, সময় থাকতে সবাইকে এক হতে হবে।

৬| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১

না পারভীন বলেছেন: ইসলাম ধর্ম কেন যে কোন ধর্ম অবমাননা কারীর যোগ্য শাস্তি হওয়া উচিত ।

৭| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৬

মুহাম্মদ শামীম সরকার বলেছেন: আল্লামা শয়তানটারে গ্রেফতার করা হইছে,তবে গ্রেফতারের পর তাদেরকে জামাই আদর কর হবে নাকি ডিম থেরাপি দেওয়া হবে তা নিয়ে আমি শংকিত। আমার কেন জানি মনে হয় হেফাজতে ইসলামের ভয়ে তাদের গ্রেফতার করলেও সরকার তাদেরকে জেলহাজতে জামাই আদরেই রাখবে।

তবে সরকার কি করল বা করবে তা জানতে চাই না, শুধু শয়তানদের শাস্তি চাই, সে শিবির কিংবা ইসলাম বিদ্বেষী নাস্তিক যেই হোক না কেন?

৮| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: সরকারের ব্যর্থ প্রহসন
বন্ধ হোক
এর পরিনতি হবে ভয়াবহ

৯| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লেখা
দৃষ্টিপাত
********************
হেফাজতে ইসলাম কে প্রশ্ন
লং মার্চ
বাংলাদেশের একটি স্বাধীন বিপ্লবী মুক্ত আওয়াজ ।
জাতীয় তেল গ্যাস রক্ষা কমিটি সহ সাম্রাজ্য বাদি ইঙ্গ মার্কিন লুটতরাজের বিরুদ্ধে একটি মহতি দেশ রক্ষার আন্দোলন ।

আপনারা নামটি ব্যবহার করে আন্দোলনে নামছেন ।
আমাদের সাংঘটনিক নীতিনির্ধারকদের অনুমতি নিয়েছেন কিনা ?
যদি অনুমতি থাকে তাহলে আমাদের নীতি লঙ্গন করে
কোন অন্যায় আচরনের মাধ্যমে লং মার্চ সংঘটন কে হেও করার
অধিকার আপনাদের নাই ।
কারন লং মার্চ বাঙ্গালির ১৭ কোটি মানুষের মুক্তির শপথ ।

১০| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮

বিডি আইডল বলেছেন:

১১| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯

মোঃ রিয়াজুল ইসলাম (রিয়াজ) বলেছেন: আপনি নাস্তিকদের জন্য আন্দোলন করেন সাথে সাথে আপনার জন্য জাহান্নামের টিকিট ও কেটে রাখুন। যারা আল্লাহ ও রাসুল (সাঃ) কে কটুক্তি করেছে আপনি সামুতে তাদের হয়ে দালালি করছেন। আমি যানিনা আপনি কোন ধর্ম মানেন কিনা বা আপনি আস্তিক কিনা তবে আপনি যাই হন আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন (আমিন)

১২| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১

তেলাপোকা বলেছেন: রিয়াজ সাহেব; আমি নাস্তিক না আস্তিক সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আমি মানুষ কিনা। যারা ৭১ এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, দেশের মানুষকে খুন করেছে তারাতো মুসলমানই ছিলো। তারা কি গুনার কাজ করে নাই? মুসলমান হয়ে মুসলমান বোনদের সম্ভ্রমহানি করে নাই?

আমি নাস্তিকদের পক্ষে কথা বলছি না; আমি ব্লগারদের নিরাপত্তা নিয়ে শঙ্কিতবোধ করছি। তারা যদি রাষ্ট্রের কোন আইন লংঘন করেন সেটা প্রমাণ স্বাপেক্ষে বিচার ভোগ করবেন, কিন্তু ঢালাও ভাবে নাস্তিক ব্লগার বলতে কেউই পারে না। অবস্থা এমন হয়েছে সাধারণ মানুষের ধারনা ব্লগার মাত্রই নাস্তিক। এই ধারনা আমাদেরই বদলাতে হবে।

১৩| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৭

আশিকুর রহমান ১ বলেছেন: ব্লগারদের ঐক্যবদ্ধ হওয়া জরুরী।

তাই বলে কোন ধর্ম অবমাননাকারী, ইসলামের বিরুদ্ধে কুৎসা রটানো কারী ব্লগারের জন্য ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্নই আসে না।

সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছি এবং ধর্ম অবমাননাকারী, ইসলামের বিরুদ্ধে কুৎসা রটানো কারীদের সর্বচ্চ শাস্তি দাবী করছি

১৪| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪০

ক্ষুধিত পাষাণ বলেছেন: এটাই হলো আওয়ামী চরিত্র! চেতনায় উজ্জীবিত ব্লগারগন এখন আর একটা গনজাগরন মঞ্চ বানিয়ে প্রতিবাদ করতে গেলেই পুলিশের ঠ্যাংগানী খেয়ে ল্যাঞ্জা গুটিয়ে পগারপাড় হবে! B-)) B-)) B-))

১৫| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৩

ব্লাক প্যান্থার বলেছেন: রাসেল পারভেজের বেশ কিছু লেখা পড়া হয়েছে, উনি আগ্গেয়বাদী/নাস্তিক হলেও অতি মাত্রার ধর্মবিদ্বেষী মনে হয়নি বা অযথা চুলকানিবাজ লেখক মনে হয়নি কখনই। সরকার আসল বিদ্বেষীদের বাদ দিয়ে রাসেল পারভেজকে ধরে ভুল জায়গায় সময় ক্ষেপন করছেন।

১৬| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৭

তেলাপোকা বলেছেন:
সত্য কথা বলতে কি রাসেল(........) এর সাথে প্রথম দিকে আমার কথা কাটাকাটিও হয়েছে। ব্লগে এরকম হতে পারে, এটাই স্বাভাবিক। উনি ধর্ম নিয়া অনেক কিছুই বলতেন; ধর্মের খুটিনাটি বিষয় তুলে ধরে প্রশ্ন করতেন। আমার সেসব ভালোও লাগতো না। কিন্তু এটাও বলতে পারিড উনি অন্যদের মতো কখনো কট্টর ছিলেন না।

সরকার যে তিনজনকে বলির পাঠা বানালো তাদের চেহারা দেখে কি হিংস্র মনে হয়েছে? তাদের দেখলে কি মানুষ খুন করতে পারে তেমন মনে হয়েছে? যারা তাদের বিরুদ্ধে বলছেন আপনারা কি পারেন না রাসেল পারভেজ যেসব ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন তা যুক্তি তর্ক দিয়ে মিথ্যে প্রমাণ করতে? যুক্তি তর্ক যখন কাজে লাগে না তখন "নাস্তিক" শব্দটা অনেকটা কঠিন যুক্তি হয়ে যায় তাই না?

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫

আমিনুর রহমান বলেছেন: রাসেল ভাইয়ের জন্য মন খারাপ; এমন সাদাসিদে ভালো মানুষ কমই পেয়েছে ব্লগে :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.