![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইতিহাসে হিটলারের ব্যার্থতার বড় এক টি কারণ হিসেবে বিবেচনা করা হয় তার রাশিয়া আক্রমন । বলা হয়ে থাকে একই সাথে একাধিক ফ্রন্ট এ লড়াই শুরু করার কারণেই হিটলারের অভিযানের ব্যার্থ পরিণতি ।আমাদের গণ জাগরণ মঞ্চের ও একি অবস্থা!!ভুল ইস্যুতে কথা ব লে জামাতের ফাদে পা দিয়ে আজকে হজবরল অবস্থার সৃষ্টি!!আপনি যখন কোন আন্দোলন করতে যাবেন আপনাকে মাথায় রাখতে হবে সেই দেশের মানুষের চিন্তা চেতনা সম্পর্কে!!ভাই!!এই দেশের ৭৬% লোক এখন ও গ্রাম কিংবা মফস্বল এলাকায় বাস করে!হ্যা!৭৬%!!এরা সেই ৭৬% যাদের কাছে ধর্ম মানে হইলো মসজিদের ইমাম সাহেব কে এক বেলা ভালো করে খাওয়ানো! এই ৭৬% হলো সেই ৭৬% যারা গ্রামের বাড়িতে বা এলাকায় মাদ্রাসা বা মসজিদ স্থাপন করাকে চরম পুণ্যের কাজ মনে করে!!!এই ৭৬% হলো সেই ৭৬% যারা টিভি বা মিডিয়া না ধর্মীয় বিষয় গুলা জানার জ ন্য গ্রামের হুজুর এর শরণাপন্ন হয়!!জামাত কে তৃণমূল থেকে নির্মুল করতে হলে সবার আগে দরকার ছিলো এই হুজুর দের সহযোগিতা!!এই মাদ্রাসা গুলোর সহযোগিতা!!অনেক এর ই ধারণায় আছে মাদ্রাসা এর ছাত্র মানেই জামাত সমর্থক!!ইসলামী দল মানেই জামাত!!অন্যান্য ইসলামী দল গুলা যে জামাত রে কি পরিমাণ অপছন্দ করে তা বলার মতো না!খালি একটা তথ্য শেয়ার করি আমিনী সাহেব এর এলাকায় জামাত প্রবেশ নিষে ধ ছিলো!!আর আপনারা কি করলেন?একটা আন্দোলন এ বিভিন্ন পেশার , মতের শ্রেণী এর মানুষ অংশ নিবে!এক জন নাস্তিক মারা গেল ( নাস্তিক আস্তিক নিয়া আমার মাথা ব্যাথা নাই....ব্যাক্তিগত ভাবে আমি অতো টা ধার্মিক না , ধর্মীয় নিয়ম কানুন বিভিন্ন কারণে মানা হয়ে উঠেনা) তারে ন্যাশনাল হিরো ( শহীদ )বানাইয়া দিলাম!জানাজা পড়লাম! যাই হোক! সে আন্দোলন এ ছিলো এতো টুকু সম্মান তার প্রাপ্য (যদি ও বিভিন্ন মিডিয়া তার মৃত্যুর কারণ হিসেবে ভিন্ন কিছু উল্লেখ করছে ) সত্য মিথ্যা আল্লাহ জানেন(বঙ্গবন্ধুর শাসনামলেই মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কারণে কবি দাউদ হায়দারকে নির্বাসনে যেতে হয়েছিল। তখন নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু। সাংবিধানিকভাবে রাষ্ট্র ছিল ধর্মনিরপেক্ষ। )তার উপর আবার থাবার লেখা গুলা থাবার লেখা না বইলা প্রচার ও শুরু করলেন!ওই সময়ই ব্যাপার টা ইগনোর করা উচিত ছিলো ! কিন্তু বক্তব্য পাল্টা বক্তব্য... এরপর মঞ্চ থেকে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলা হলো! ভাই রে এই মাদ্রাসার পোলাপান গুলা রে আমি খুব কাছ থিকা দেখছি! ওদের কোন কিছু নিয়া কোন মাথা ব্যাথা নাই!হুজুর যা বলে তাই! আজকে যদি হুজুর বলেন ওমক জায়গায় যাও ওরা তাই যাইবো!আপনারা তাদের চেতাইলেন!ফলাফল?যেই জামাত এর সাথে ইসলামী ঐক্য জোট এর আদায় কাচ কলায় সম্পর্ক তারা আজ কে "সমমনা ইসলামিক দল!"জামাত এর বাপের সাধ্য নাই সারা দেশে এমন শোডাউন দেয়! খেয়াল করে দেখেন ওরা কখনোই সারা দেশে এক বারে দাড়াইতে পারে নাই! এক জায়গায় সব কর্মী জড়ো কইরা কখনো ঢাকা , কখনো চিটাগং কখনো নারায়ণগঞ্জ এ ঝামেলা করে!কাল কি করলো!সাধারণ মুসুল্লিদের ব্যবহার করে পুরা দেশে আবার সোডাঊন দিলো!জামাত এর শক্তি এর মিথ আর ও শক্তিশালী হইলো!!আর পাব্লিক অপিনিয়ন? ফেসবুক ইউজ করে খুব বেশি হইলে ৫০ লাখ বাংলা দেশী?বাকি ৭০%?তারা দেখবে তার পাশের মসজিদ এর ইমাম গণজাগরণ মঞ্চ নিয়া বাজে কথা কইতেছে!এই টাই তো চাইছিলো জামাত!!!ভুইলা যাইয়েন না- দেশের সিংহভাগ মফস্বল এলাকার মানুষ জামাতকে পছন্দ করেনা কিন্তু ইসলামকে ভালোবাসে। জামাত যদি ইনাদের ঘাড়ে পা দেবার চেষ্ঠা করে, এমনিতেই নিশ্চিহ্ন হয়ে যাবে কিন্তু ইসলামের মৌলিক বিশ্বাসগুলোতে আঘাতকারীকে প্রমোট করলে সাধারন ধর্মভীরু মুসলিমরা তা মেনে নিবেনা।
ভাই মাথায় রাখেন এরা জামাত না এরা মার খাওয়া মাদ্রাসা ছাত্র! এখন ও সময় আছে কোন ভাবে এদের কে বুঝানো শাহবাগ আন্দোলন মাদ্রাসা বা অন্য ইসলামি দল এর বিরুদ্ধে না! এইটা জামাত এর বিরু দ্ধে!!
এদের সম্পর্কে দাস ত্ব এর মুল্যায়ন
"এবার কিছু তিতা সত্য বলি।
এদের ভেতরে কোন অপরাধ বোধ নাই , এরা ক্রাশিং , এরা বাধা মানবেনা।
এরা জামাতের মত সৌদি তেলে গায়ে চর্বি জমানো না।
এরা পান্তা ভাত , ভর্তা আর কাচা পেয়াজ দিয়ে ভাত খেয়ে সকালে ঘর থেকে বের হয় , ২০০ টাকার সস্তা পাঞ্জাবী আর ৪০ টাকার সস্তা স্যান্ডেল পরে দিন কাটায়।
এরা হাড্ডিসার।
এদের অনেকের জগত সংসারে বাবা মা নাই , এতিম , কোন বউ -প্রেমিকাও নাই।
এরা জামাত না , জামাতের মত এদের ভেতরে কোন শয়তানি বোধ - পাপ বোধ - ধূর্ততা বোধ নাই।
এরা সত্যিই মনে করে - এরা মরলে "শহিদ" হবে , আপনাদের "... শহিদ" না।
দে হ্যাভ নাথিং টু লুজ , জামাতের মত ইসলামী ব্যাংক , ইবনে সিনা হারানোর ভয় এদের নেই , এদের হারানোর কিছু নাই।
বটমলাইন - এরা ধর্মীয় সর্বহারা শ্রেণী।
ওদের যেটা শান্তি সেটা নিয়ে খোঁচালে - শুধু মনে রাখেন......
ইউ গাইজ আর মেকিং রং এনিমি , ভেরী রং এনিমি।"
ক থা ১০০% না ১২০ % সত্য!! ইউ গাইজ আর মেকিং রং এনিমি , ভেরী রং এনিমি !!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৬
মনজুরুল হাসান বলেছেন: অন্তত জামাত থেকে যা ভালো তা বলা যায়!!মন্তব্য এর জন্য ধন্যবাদ!
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১
শয়ন কুমার বলেছেন: পোষ্টে++++++++++++++++++
জামাতের কোর্টে বল চালান দিয়ে তাদের উদ্দেশ্য বাস্তবায়নে যারা সহায়ক ভূমিকা রাখছে তাদের বিরুদ্ধে আসলেই ব্যবস্থা নেয়া উচিত। রাজাকারদের ফাঁসির সাথে মুসলমানদের ধর্ম ও প্রিয় নবীর উপর আঘাতকারী এইসব নাস্তিকদেরও দৃস্টান্তমূলক শাস্তি দেয়ার জন্যে সরকারের কাছে আবেদন কেন জানানো হচ্ছেনা শাহবাগের মঞ্চ থেকে?শাহবাগের আন্দোলনকারী ভাই বোনরা কি একবার ভেবে দেখবেন এ ব্যাপারটি ।
নিম্নের লিংকের পোষ্টটারে শাহবাগের নেতৃবৃন্দের এখনই কাজের পোষ্টে রুপান্তরিত করা উচিৎ
Click This Link
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
মনজুরুল হাসান বলেছেন: আপনার মক্তব্যের সাথে একমত!
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪
চাঁন মিঞা সরদার বলেছেন:
বেশীর ভাগ কথা সত্যি লিখেছেন। পোষ্টে প্লাস।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪
মনজুরুল হাসান বলেছেন: ধন্যবাদ!!
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮
নাজির বলেছেন: আমি সিলেটের অনেক মাদ্রাসার কথা জানি যেখানে শিবিররা পুরো মাত্রায় নিষিদ্ধ। এবং ঔখানে শিবির পাওয়া মাত্র বহিস্কার করা হয়।
এবং দেশের অধিকাংশ ধর্মপ্রাণ লোকই জামায়াতকে ভাল পাননা যদি তা না হতো তাহলে জামাতই থাকতো বাংলাদেশের সর্ববৃহৎ দল
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১২
মনজুরুল হাসান বলেছেন: "দেশের অধিকাংশ ধর্মপ্রাণ লোকই জামায়াতকে ভাল পাননা!!"সহমত!!
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: এরা জামাত না , জামাতের মত এদের ভেতরে কোন শয়তানি বোধ - পাপ বোধ - ধূর্ততা বোধ নাই।
এরা সত্যিই মনে করে - এরা মরলে "শহিদ" হবে , আপনাদের "রাজিবিয় শহিদ" না।
দে হ্যাভ নাথিং টু লুজ , জামাতের মত ইসলামী ব্যাংক , ইবনে সিনা হারানোর ভয় এদের নেই , এদের হারানোর কিছু নাই।
বটমলাইন - এরা ধর্মীয় সর্বহারা শ্রেণী।
ওদের যেটা শান্তি সেটা নিয়ে খোঁচালে - শুধু মনে রাখেন......
ইউ গাইজ আর মেকিং রং এনিমি , ভেরী রং এনিমি।"
১০০% সহমত্
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১১
মনজুরুল হাসান বলেছেন: ধন্যবাদ!!সহমত জানানোর জন্য!!
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭
রাসেল মেটামোরফোজ বলেছেন: বাস্তবতাকে পাশ কাটিয়ে কিছু করা যায় না।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০
মনজুরুল হাসান বলেছেন: কখনোই না!!মন্তব্য এর জন্য ধন্যবাদ!
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২
অনা-বিল বলেছেন: হাছা কথা প্রকাশ্যে কইয়া ফালাইছেন ।
আমি মনে করি এখনো যদি প্রজন্ম চত্বর থেকে নাস্তিকদের ব্যাঙ্গাত্মক লেখাগুলোর সমালোচনা করে বিবৃতি দেওয়া হয় তাহলে আবার আন্দোলনের রূপ বদলে যাবে । জামাত নিঃস্ব হয়ে পড়বে । এই একটা ইস্যুকে কেন্দ্র করেই জামাত - শিবির অবুঝ হুজুরদের ধর্মীয় চেতনা আর জোশকে কাজে লাগিয়ে নিজেদের পিঠ বাচানোর পথ বেছে নিয়েছে । জামাত বরাবরই এই কাজটা করে থাকে । আর ব্যাঙ্গাত্মকারী এই এক নাস্তিককে সম্মান জানিয়ে আমাদের কি লাভটা হচ্ছে তা আমার এখনো বুঝে আসছে না । একজন সাধারণ নাস্তিক হলে কোন সমস্যা ছিল না । ধর্ম বা বিশ্বাস যার যার ব্যাপার । কিন্তু অন্য ধর্ম কেন , অন্য কোন পশুকে নিয়েও ব্যাঙ্গ করা সুস্থ বিবেক সম্পন্ন মানুষের কাজ হতে পারে না । আর সেখানে আমাদের এই নাস্তিকের কথা আর কি বলব !
হাছা কোয়ার অপরাধে আপনার পোস্ট এ্যানি টাইম সামুর Recycle Bin এ চইলা যাইতে পারে ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
মনজুরুল হাসান বলেছেন: "হাছা কোয়ার অপরাধে আপনার পোস্ট এ্যানি টাইম সামুর Recycle Bin এ চইলা যাইতে পারে । " দেখা যাক!মন্তব্য এর জন্য ধন্যবাদ!ভালো থাকবেন!!
৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬
তৌফিক "সত্য-পথযাত্রী" হাসান বলেছেন: খুবই যুক্তিযুক্ত এবং গঠনমূলক একটি পোস্ট। কিছু বিষয়ে আমার কিছুটা দ্বিমত ছিল, কিন্তু আপনার যুক্তির কাছে হার মেনে এখন সহমত পোষণ করছি। ভুল আমাদেরও হচ্ছে। শাহবাগের আন্দোলনের মূল উদ্দেশ্যটাতেই ফিরে যেতে চাই। যে রাজনৈতিক এবং ধর্মীয় উস্কানি পিছনে আসছে, তাতে অন্তত আমরা সাধারণ মানুষেরা যোগ দেব না।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
মনজুরুল হাসান বলেছেন: গঠন মূলক মন্তব্য এর জন্য ধন্যবাদ!
৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
বাদল দিনের গান বলেছেন: চরম সত্য কথা
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৪
মনজুরুল হাসান বলেছেন:
ধন্যবাদ!!সহমত জানানোর জন্য!!
১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
জানতে চায় বলেছেন: ভালো লিখেছেন ..
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩০
মনজুরুল হাসান বলেছেন: ধন্যবাদ!!
১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২০
দিকভ্রান্ত একা বলেছেন: আপনার আশেপাশের যে কোন চা-বিক্রেতা অথবা রিকশাওয়ালা জিজ্ঞেস করেন,"ব্লগার কি??" উত্তর পাবেন, ইন্টারনেটে যারা আল্লাহ্ এবং মহানবী(সাঃ) সম্পর্কে নোংরা কথা লেখে। সন্ত্রাসীদের হাতে রাজিব খুন হওয়ার পর শাহবাগ আন্দোলনের অফিশিয়াল পেজে আলেক্সা/কোয়ান্টকাস্ট এর সূত্র দিয়ে যেভাবে অনবরত তাকে সাচ্চা মুসলমান সাজানোর হাস্যকর চেষ্টা চালানো হৈছে,তাতে একসময় মনে হইছে শাহবাগ আন্দোলন মনে হয় "রাজাকারের ফাঁসি" এই থিম থেকে সরে "রাজিব সাচ্চা মুসলিম" এই থিমে পরিণত হইছে।
১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬
ল্যাটিচুড বলেছেন: হাছা কথা প্রকাশ্যে কইয়া ফালাইছেন - এই জন্য অভিনন্দন।
ব্লগার ভাইদের আবারো কই -
ক থা ১০০% না ১২০ % সত্য!! উই আর মেকিং রং এনিমি , ভেরী রং এনিমি !!
দাবি একটাই 'রাজাকারের ফাঁসি' চাই।
১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
নীল আধার বলেছেন: ভাল বলেছ। লাইক ডেট। ইফতি শিহাব।
১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
কন্সট্যান্ট শেখ বলেছেন: আফসোস!! সত্যটাকে আমরা খুব দেরিতে উপলব্ধি করি।
১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪
*কুনোব্যাঙ* বলেছেন: ইউ গাইজ আর মেকিং রং এনিমি , ভেরী রং এনিমি।
ট্রু ভেরি ট্রু। সমসাময়িক অবস্থার প্রেক্ষিতে সম্পুর্ণ সঠিক বাস্তব সম্মত একটি পোষ্ট।
১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
শাহরুখ সাকিব বলেছেন: অসাধারণ লিখেছেন, এভাবে চিন্তা করা হয় নি., ভাল লাগলো
আল্লাহ্ বানাইসে ইসলাম আর শয়তান বানাইসে জামাতি ইসলাম
মাদ্রাসার ছেলেগুলার আসলেও দোষ নাই, হুজুর যাই কয়, তাই তাদের ঠিক লাগে, এটাতে তাদের দোষ নাই., তারা এভাবেই বড় হইসে.।
পোস্ট এ +++++++++
দেশের তৃণমূল পর্যায়ের মানুষের সেন্টিমেনট আমাদের বুঝা উচি্ত, তারাও জামাত চায় না, কিন্তু সব ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে কইলে ঝামেলা হইব
১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
কালা মনের ধলা মানুষ বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: ইউ গাইজ আর মেকিং রং এনিমি , ভেরী রং এনিমি।
ট্রু ভেরি ট্রু। সমসাময়িক অবস্থার প্রেক্ষিতে সম্পুর্ণ সঠিক বাস্তব সম্মত একটি পোষ্ট।
১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২০
নুর ফ্য়জুর রেজা বলেছেন: সেটাই।
১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬
শিরিষ গাছ বলেছেন: সম্পূর্ণ সহমত। আমিও কয়েকদিন আগে এব্যাপারটি উল্ললেখ করে পোস্ট দিয়েছি। পড়ে দেখতে পারেন।
২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
আমি তুমি আমরা বলেছেন: ভাল বিশ্লেষন। আপনার সাথে সহমত
২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩
বাঙ্গাল বলেছেন: বিচারের দাবি গুলো থেকে অনেক দুরে সরে গিয়ে একটি ব্লগীয় ছাগুপো* আন্দোলনে রূপ নিয়েছে শাহবাগ। এর মাথায় আছে ইমরান এইচ সরকার, যিনি ব্লগার কম- রাজনৈতিক কর্মী বেশি। সরকারের প্রতি এতো মোলায়েম হয়ে জনতাকে কাছে পাওয়া যায় না। শুধু যুদ্ধাপরাধীদের প্রতি অকৃত্তিম ঘৃণার কারণেই এতদিন মানুষের সহমর্মিতা সমর্থন পাওয়া গেছে। এই সুযোগ হেলায় হারানো ঠিক হবে না
২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১
তাহিতি তাবাসুম বলেছেন: ++++
২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
মাহমুদা সোনিয়া বলেছেন: ভালো বিশ্লেষণ।
একটা স্ট্যাটাস পড়লাম, " বল সরকারের কোর্টে, সরকার সেই বলকে গর্তে ঢুকাতে হাইকোর্ট দেখাচ্ছে জনদাবিকে। আইনমন্ত্রী আন্দোলনের দাবিকে সংসদ থেকে হাইকোর্টের দিকে ঘুরাতে চাইছেন। এরজন্য। কি জনগণ আপনাদের একক সংখ্যাগরিষ্ঠতা দিয়েছিল? ইতিহাস সাক্ষি, ৭২, ৯৩-৯৬ এবং ২০০১২-১৩ যখনই জামাত মুমূর্ষু হয়েছে, তখনই আমলীগ তাকে পুনরুজ্জীবিত করায় সাহায্য করেছে। বিএনপি চাইলেও জামাত বাচবে না, আমলীগ না চাইলে জামাতকে হারানো যাবে না।"
২৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫
বাংলার হাসান বলেছেন: পোষ্টে +++++
নতুন নেতার শিং গজানো গন জাগরন মঞ্চের নাপিতদের এই কথা গুলো প্রথম দিন থেকেই চেষ্টা করে আসছি। কিন্তু সফল হইনি
২৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮
আধিভৌতিক বলেছেন: ভাই নরম ভাষায় একটা কথা বলি, কেন ডাইরেক্ট দাবি হচ্ছে "রাজাকারের ফাসি চাই"
এ কথা সত্য ওই কুলাঙ্গার গুলা সবাই ফাসির যোগ্য কাজ করেছে। কিন্তু আমি নিজেই যদি Ultimate Decision Maker হয়ে যাই তাহলে আমার আর ওদের ভিতর পার্থক্য থাকল কি?
আমার হিসেবে দাবি হওয়া উচিত, "সকল রাজাকারের সঠিক বিচার চাই"
এবার আসি সঠিক বিচারের প্রশ্নে? আপনাদের কারো কি মনে হয় প্রসিকিউশন আর তদন্ত দল খুব ভাল ভাবে তাদের কাজ কাম করতে পেরেছে। আমার হিসেবে তাদের থেকে হাজারগুণ কর্মতৎপর ছিল আব্দুর রাজ্জাক অ্যান্ড গং।
তাই দাবি তুলি, এই টিম টারে fully reorganized করে ফেলতে হবে।
অনেকের মত তীব্র হিংসাত্নক কিছু বলতে পারলাম না বলে দুঃখিত।
২৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪
আধখানা চাঁদ বলেছেন: শতভাগ সহমত।
আপনার একদিন আগে লেখা আমার পোস্ট
২৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৩
দেবার্নব রায় বলেছেন: অদ্ভুত সত্য
.....
২৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬
হামজা কানাল মোস্তফা বলেছেন: ভালো যুক্তিপূর্ণ ও তথ্য মূলক লেখার জন্য ধন্যবাদ
২৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
ডেসপারেট_ঈগল বলেছেন: সত্য কথা বলেছেন! ১০০% সহমত!
৩০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১
অনন্ত আরেফিন বলেছেন: খুবই সত্য কিছু কথা বলেছেন। শাহবাগ আন্দোলন এতটা জনপ্রিয়তা পে্যেছে কারণ এর উদ্দেশ্য আর বাংলাদেশের সাধারণ মানুষের ইচ্ছা মিলে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এতবড় একটা আন্দোলন চালানোর জন্য যেই শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন তা কারো মধ্যে দেখা যাচ্ছেনা। অন্ততঃ আন্দোলন থেকে দেয়া বিভিন্ন ভুল সিদ্ধান্তে সেটাই প্রতীয়মান হয়। মঞ্চে উপবিষ্ট ব্যক্তিরা নিজেদের ইচ্ছা আর জনগণের চাওয়াকে আলাদা করতে পারেননি বিধায়ই আজকে জামাত শিবির এই নোংরা চাল গুলো দিতে পারছে।
৩১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩
ভোজন রসিক বলেছেন: চরম সত্য কথা বলেছেন ... পোস্টে +++++++++++++
জামাত-শিবির আর আবাল নাস্তিক গুলা যে বিষ ছড়িয়েছে, দেশের প্রতিটি গণমঞ্চ থেকে সাধারণ মানুষের কাছে ক্লিয়ার করতে হবে, আমরা ধর্ম নিয়ে আন্দোলনে আসিনি, আমরা যুদ্ধপরাধি রাজাকারের ফাঁসির দাবিতে আন্দোলনে নেমেছি .....
৩২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮
বিবর্ণ সময় বলেছেন: ধন্যবাদ এতো সুন্দর ব্যাখ্যার জন্যে। ভাই একটা রিকয়েস্ট। ফ্রন্টে চলে যান। আপনাকে দরকার সবার
৩৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৫
ইকবাল পারভেজ বলেছেন: এই পোস্টের সাথে ১০০% একমত।
৩৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১০
মনসুর-উল-হাকিম বলেছেন: চমৎকার সুন্দর লিখেছেন, শুভেচ্ছান্তে ধন্যবাদ।
৩৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪১
বাংলাদেশি বাংগালী। বলেছেন: qawmi alemder jamat bolir pada banailo.
৩৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
নীলতিমি বলেছেন: এখন যে লেজেগোবরে অবস্থা তাতে প্রজন্ম চত্ত্বরের সাফল্যের জন্য আরো কয়েক প্রজন্ম চেষ্টা করতে হবে !
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
ভোলার ডাইরী বলেছেন: কঠিন কথা বলছেন ভাইজান । তাবলীগ কিংবা চরমনাই এর হুজুর গুলো আসলেই ভাল