নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভীর মাহমুদুল হাসান

https://www.facebook.com/tanvir.mh

তানভীর হাসান টেনি

"মৃত্যু ভয় যেদিন কেটেছে সেদিনই আমার মরণ হয়েছে"

তানভীর হাসান টেনি › বিস্তারিত পোস্টঃ

একদম সাবধান।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২

রাজীব ভাই একজন ব্লগার ছিলেন।তিনি একজন মানুষ ছিলেন।তিনি যুদ্ধপরাধির বিচারে সক্রিয় ছিলেন।তিনি হয়তো ধর্মের সমালোচক ছিলেন।আর আপনি আজ একটা মৃত ব্যক্তিকে নিয়ে বাজে পোস্ট দিতেছেন তার আগের শুধু ধর্ম বিষয়ক লেখাগুলিকে নিয়ে।একদম সাবধান।বাল ছিরতে ব্লগে ফেসবুকে স্বাধীনতার শক্তি লেখেনা।রাজীব ভাই এর রক্তের বিনিময়ে নতুন ইতিহাস হবে।যারা তার মৃত্যু নিয়ে ফান করছেন তাদের ধার্মিকতা শিবিরের সমতুল্য।ধর্মগ্রন্থ খুলে দেখেন কোথায় লেখা আছে নাস্তিক মারা গেলে খুশি হতে হয়।না তা তো খুলবেন না।আপনি খুলবেন নয়া দিগন্ত। তাদেরকেও সন্দেহের বাইরে রাখা যায়না যারা আজ রাজীব ভাইয়ের মৃত্যু নিয়ে "এক নাস্তিক মরছে তো কি হইছে" টাইপের পোস্ট দিচ্ছেন।

তাদেরকে সন্দেহের তালিকায় প্রথম দিকেই রাখতে হব।ছাগুরা লুকিয়ে থাকে।দেখা যাবে রাজীব ভাইকে তারাই জবাই করে হাতের রক্ত ধুয়ে কিবোর্ড নিয়ে বসেছে।

সাবধান একদম সাবধান।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০০

অবর্ণনীয় বর্ণময় বলেছেন: সহমত ।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

পেন্সিল স্কেচ বলেছেন: রাজিব হত্যার বিচার চাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.