নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভীর মাহমুদুল হাসান

https://www.facebook.com/tanvir.mh

তানভীর হাসান টেনি

"মৃত্যু ভয় যেদিন কেটেছে সেদিনই আমার মরণ হয়েছে"

তানভীর হাসান টেনি › বিস্তারিত পোস্টঃ

"মানবতা মানুষের জন্য শুয়োরের জন্য না"

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

আজ একটা সাধারণ মানুষ যদি মারা যায় সেই দোষ জামাতের উপর বর্তাবে, একটি পুলিশও যদি মারা যায় সেই দোষ জামাতের উপর বর্তাবে।তাদের পক্ষের কেউ মারা গেলেও সেই দোষ তাদের উপরই বর্তাবে।

জামাত কোনটাই এড়াতে পারবেনা।তারা বিচারকের রায়ের বিরুদ্ধে গিয়ে শান্তিপূর্ণ কোন কর্মসূচি দেয়নি।

ধর্মান্ধ মানুষের এই হানাহানি প্রমাণ করে তারা যে জন্মান্ধ।তাদের এখনও চোখ খুলেনি।সাইদীর মৃত্যুর পর তার চোখ দুটি অন্তত ২ জন ধর্মান্ধ জন্মান্ধকে দান করা হোক। সাইদী যেইটা বলছে সেটাই হয়েছে তাদের কাছে আইন।তাদের জন্য কোনই সমবেদনা নাই।মানবাধিকার কর্মীরা যতই চিল্লাক না কেন রাহাজানি ঠেকাতে কিন্তু তারা এগিয়ে আসবেনা।সুন্দর এসি রুমে বসে দেশ উদ্ধার করতে পারবে।কিন্তু এই ধ্বংস লীলা ঠেকাতে এগিয়ে আসবে পুলিশ।পুলিশ চুপ থাকলে যদি নিউজ ফিডে দেখেন জামাত নিহত ২ আর পুলিশ নিহত ৩২ তখন কেমন লাগবে?

জামাত চ্যাপ্টার ক্লোজ করার সময় আসছে।

লাইনে আসুন।শান্ত থাকুন।দেলু তার যোগ্যতা অনুযায়ী রায় পেয়েছে।কাদের মোল্লার মত তাকে ঠকানো হয়নি।

আর তারা হরতাল ডাকলেও তা যেন আর কোন মিডিয়ায় না বলা হয় যে "হরতাল ডাকছে জামাত শিবির"।

তারা কি অধিকারে হরতাল ডাকে?পাকিস্তানের পিপলস পার্টি যদি বলে বাংলাদেশে সানডে মানডে হরতাল তখন বিষয়টাকে হেসে উড়িয়ে দেয়া ছাড়া আর কিছুই করার নেই।তারা এই দেশের কেউ না।এই দেশের কুলাঙ্গারও না।

আগেও বলেছি এখনও বলছি

"মানবতা মানুষের জন্য

শুয়োরের জন্য না"



তানভীর মাহমুদুল হাসান

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

পলাতক আসামী বলেছেন: ''ছাগু মারলেও সওয়াব''

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

একমত না বলেছেন: ঠিক এইভাবে জামায়ত শিবির করা ছাগু গুলাও চিন্তা করে। নাস্তিক মারলে সওয়াব হইবে, নাস্তিকরা মহানবী (সাঃ) কে গালি দেয় তাই তাদের বেচে থাকার অধিকার নাই।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

খইকাঁটা বলেছেন:
শুরু হলো বিশ্বাসের যুদ্ধ,
একদিকে ইসলামিয়াত অন্য দিকে আপনারা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.