![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"মৃত্যু ভয় যেদিন কেটেছে সেদিনই আমার মরণ হয়েছে"
"তারা দুজন চতুর্থ শ্রেণীতে পড়ে"
মেয়েঃ- কালকে আসনি কেন?
ছেলেঃ-স্যারের বেতের ভয়ে।
মেয়েঃ-আজকে আসছ কেন?আজ ভয় পাওনি?
ছেলেঃ-আজ হাফপ্যান্ট ২ টা পড়ে আসছি।মারলেও ব্যথা লাগবেনা।
মেয়েঃ-হিহি। কাল ২ হাফপ্যান্ট পড়ে আসনি কেন?
ছেলেঃ-এই বুদ্ধিটা কাল মাথায় আসেনি।আজকে রাতে ঘুমের মাঝে আসছে।
মেয়েঃ-তোমাকে নিশ্চিত শয়তানে এই বুদ্ধি দিছে।
ছেলেঃ-যেই দিছে বাচার বুদ্ধি দিছে।
মেয়েঃ-বড়ই খাবা?
ছেলেঃ-দাও।
(মেয়েটি ২ টা বড়ই তার ফ্রকে মুছে তারপর ছেলেটির হাতে দিল)
মেয়েঃ-এই যে ধরো।আমি কালকেও তোমার জন্য নিয়ে আসছিলাম।
ছেলেঃ-বড়ই খুব মজা।তুমি যখন তোমার ফ্রক দিয়ে মুছে দাও তখন আরও মজা লাগে।
মেয়েঃ- হিহি।চলো বাইরে গিয়ে খেলি।
ছেলেঃ-আমি মেয়েদের খেলা পছন্দ করিনা।তুমি ক্রিকেট খেললে খেলবো।
মেয়েঃ-প্রথমে কানামাছি খেলবো তারপর ক্রিকেট।রাজি?
ছেলেঃ-আচ্ছা রাজি।আর তোমার বড়ই খাওয়ার পর কি করেই বা না করি?
২| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৮
কে এম শিহাব উদ্দিন বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৬
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মজা পাইলাম...