নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কালোজিরা

বড় সাধ হয় কিছু স্বপ্ন দেখি নিজের মতন করে...... অন্যের দেখানো স্বপ্ন দেখতে দেখতে অনেক বেশি ক্লান্ত আমি

তেপান্তরের আমি

বলার মতন তেমন কিছুই নেই আমার সম্পর্কে। আমি কোন লেখক না। কিন্তু এই ব্লগের অনেক লেখাই ভাল লাগে। তাদের পোস্টে কমেন্ট করতে গেলে আমাকে কম পক্ষে দুইটা পোস্ট দিতে হবে। তাই বিরক্তিকর কিছু লিখে পোস্ট দেয়া।

তেপান্তরের আমি › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো ভাবনা

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

মাউজ নিয়ে অনেকক্ষণ নারাচারা করার পর শেষ পর্যন্ত কম্পিউটার বন্ধ করলাম। নিমিষেই অন্ধকার নেমে এল পুরো ঘর জুড়ে সে সাথে আমার মনেও। রাত বেশি হয় নি মাত্র নয়টা তারপরও বাতি জ্বালাতে ইচ্ছে করছে না। এর কারন আছে, গত মাসের বিদ্যুৎ বিল বাকি পরেছে এ মাসে পুরোটা না দিলেই নয়। বাসা ভাড়া দিতে প্রায়ই মাসের ১৫ তারিখ হয়ে যায়। বাড়িওয়ালাকে যখনি টাকা দেই তারা তেমন কিছু বলে না। হয়ত আমাদের অবস্থা তারাও বুঝতে পারে বা তাদের অনেক টাকা।



ইদানিং কম্পিউটারে বেশি বসা হচ্ছে না সব কাজ মাথায় উঠেছে। অন্য কিছু করার চেষ্টা করছি। একটা কাজ বেতন যাই হোক কিন্তু সেটারও অভাব এখন। যা জানি তার জন্য কেউ বেতন দিবে না। আর বেতন পাবার যে যোগ্যতা লাগবে সেটা আমার নেই। সব কিছু কেমন যেন এলোমেলো লাগছে। চিন্তা ভাবনা করে কোন কিছুই হচ্ছে না। দিন দিন নিচের দিকে তলিয়ে যাচ্ছি।

মায়ের ডাকে আবার বাস্তব দুনিয়ায় ফিরে এলাম। খেতে ডাকছেন কিন্তু যেতে ইচ্ছে করছে না। খুব বেশি ইচ্ছে করে স্বার্থপর হই। যে যেভাবে থাকুক আমাকে যাই বলুক না কেন। নিজের মতন করে থাকি কিন্তু পারিনা। অনেক কিছুই করতে পারিনা। প্রিয়জনদের মুখের হাসির জন্য যত কষ্ট করা যায় করতে ইচ্ছে করে কিন্তু সে সুযোগ নাই। এই পৃথিবীতে আমরা যা চাই তা কখনোই পাই না। যারা পায় তারা এর মূল্য দিতে জানে না। এটাই হয়ত নিয়ম এটাই ঠিক। নিয়মের বাহিরে কখনো কিছু হয়নি হবেও না।

মনটা আবার বিষণ্ণ হয়ে ওঠে

জানালা দিয়ে আকাশের কিছু তারা দেখা যাচ্ছে। তারাদের মাঝে নিজেকে সোপর্দ করি আর ভাবি অনেক দূরে চলে যেতে পারতাম যদি অনেক দূর................

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৪ রাত ৮:৪৭

এনাম কবির বলেছেন: নিরাস হবার কিছুই নেই। মনে বল রেখে এগিয়ে যাও :)

২| ০৭ ই জুন, ২০১৪ রাত ৮:৪৮

এনাম কবির বলেছেন: নিরাস হবার কিছুই নেই। মনে বল রেখে এগিয়ে যাও। মানুষ পারেনা এমন কোন কাজ নেই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.