নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেঁতুল গাছের ভূত

আমি অদভূত

তেঁতুল গাছের ভূত › বিস্তারিত পোস্টঃ

B-) ছোটবলোর কিছু অদ্ভুত বিশ্বাস

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৩

১. আম্মুকে জিজ্ঞাশ করতাম "আম্মু

আমি কোথা থেকে আসছি?" আম্মু বলত

"তোকে রাস্তায় কুঁড়িয়ে পেয়েছি" তাই সেইটাও

বিশ্বাস করতাম। (কারন রাস্তায় অনেক টোকাই

বাচ্চা দেখে ভাবতাম আমাকে হয়ত আব্বু আম্মু

রাস্তা থেকেই তুলে এনেছে)



২. একটু বড় হয়ে যখন দেখলাম নতুন

বাচ্চা কোলে নিয়ে সবাই হাসপাতাল

থেকে বাড়িতে আসে তখন ভাবতাম ছোট্ট

বাচ্চা হাসপাতালে কিনতে পাওয়া যায় :P



৩. আমার বড় বোন আমার চাইতে বড়

ক্লাসে পড়ে বলে সে আমার চাইতে আগে বড় (লম্বা)

হয়ে গেছে, (আম্মু কেন আমাকে বড় ক্লাসে দেয় নাই

সেজন্যে খুব রাগ হতো ( >_<)



৪. বিড়াল খামচি দিলে পেটে বিড়ালের বাচ্চা হয় :P

(বিড়াল নিয়ে খেলার সময় বিড়াল খামচি দেয়ার

পড়ে পেট গুড়গুড় করলে ভীষণ ভয় লাগত।

মনে হত...........



৫. বিয়ের সময় বড় কনের জন্যে সবাই যে হাত

তুলে দোয়া দরুদ পড়ে সে দোয়ার জন্যেই

পড়ে আল্লাহর কুদরতে স্বামী স্ত্রীর

বাচ্চা কাচ্চা হয় :P (বড় হয়ে জানতে পারি এর

মধ্যে আরও অনেক ব্যাপার স্যাপার আছে , :P)



৬. কাল বিড়াল দেখলেই ১০০ হাত দূরে থাকতাম।

বাসায় কাল বিড়াল ঢুকে পড়লে ভয়ে চিৎকার

চ্যাচামেচি শুরু করে দিতাম। কারন টিভিতে এইডস

সচেতনতার বিজ্ঞাপনে কাল বিড়াল দেখে ভাবতাম

কালো বিড়াল ছুলে এইডস হয় :D :P

( ছোটবেলায় কালো বিড়াল ছিল এইডস এর প্রতীক ,

এখন বড়বেলায় কালো বিড়াল

হয়ে দাঁড়িয়েছে দুর্নীতির প্রতীক । তাই

কালো টিভীতে কালো বিড়াল দেখলে এখনও ভয় করে।

কালো বিড়াল থেকে তাই এখনও ১০০ হাত

দূরে থাকি :P )



৭. বাংলা ছবি দেখে আমি ভাবতাম নায়িকার

সাথে জড়াজড়ি করলেই নায়িকার সম্মান নষ্ট হয়।

কারন বাংলা ছবির ভিলেইন রা শুধু নায়িকার উওর

ঝাপিয়ে পড়ে ভয়ঙ্কর হাসি দিয়ে জড়াজড়ি করত। এর

বাইরে কিছু চিন্তাও করতে পারতাম না

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.