নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেঁতুল গাছের ভূত

আমি অদভূত

তেঁতুল গাছের ভূত › বিস্তারিত পোস্টঃ

এই মেয়েটির পায়ের নুপুরের আড়ালে জমে থাকা মৃত অজস্র স্বপ্নগুলোর হাহাকার শুনতে কি পাচ্ছেন লোভী হত্যাকারীরা? এই 'পা',ধিক্কার,হাহাকার,ঘৃনা কার প্রতি? ...এসব কি হচ্ছে ? এর শেষ কোথায়? :((

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫

আপাতত এসব ভাবার সময় নাই। আপনারা সাহায্যের হাত বাড়ায় দেন। আপনেগো মিলের একটা ফ্লাডলাইট সাভারে পাঠান। আপনার একটা পিকআপে খাবার পানি, শুকনা খাবার পাঠান ওই খানে। টাকা দান করেন কয়েক টা আহত মুখের কথা ভাইবা। বিশ্বস্ত কাউরে দিয়া ফান্ড তুলেন। আগায় আসেন।



আপনে মধ্যবিত্ত, আপনে একটা টর্চ পাঠান, কয়েকটা টাকা দিয়া সাহায্য করেন ঘটনাস্থলে যাইয়া। ঔষুধ লাগবে কাল, ব্যান্ডেজ অপারেশন শেষ, তাগো চিকিৎসা খরচ লাগবে। তাগো খরচের জন্য নিজেরা ফান্ড করেন। তারপর মেডিকেলে যান।



বিশ্বাস করেন না ফান্ড রে, তাইলে প্রত্যেক টা বেড ওয়াইজ টাকা খরচ করেন। একটা রুগীর জন্য করেন। তৃপ্তি পাইবেন।



রক্ত দিছেন আপনারা, আপনারাই আবার এগো রে দাড়া করাইতে পারবেন। এগো ঘা শুকাইলে আপনে সব চেয়ে তৃপ্ত হইবেন।



দূর্ঘটনার প্রাথমিক ধাক্কা টা সামলানো গেছে রক্তের প্রয়োজন মিটায়। এখন পরবর্তী যেই জিনিষ গুলা- ঔষুধ, পানি, খাবার, এখন ও চাপা পড়া মানুষ রাতে উদ্ধার করা।



ঐ খানে সকাল থিকা কিছু মানুষ এখনও কাম করতেছে, তাগোর হাতে একটা পানির বোতল ধরায় দেন। তাগো হাত খালি থাকলে মুখে পানি নিজে হাতে খাওয়ান। তার না খাইয়া কাম করতেছে এখনো।



ভাই, রক্ত দেয়ার মানুষের ভিতরে যেই স্পৃহা আমি দেখছি, আমি জানি আপনারা আবার এগোর পাশে দাড়াইবেন।



অনেকে পঙ্গু হয়ে যাবে। অনেকে হাত হারাবে। কর্মহীন সেই মানুষ গুলার জন্য আমি আবার আর্জি জানামু।



ইচ্ছা থাকলে উপায় হয়। কারে পাঠামু, কেমনে পাঠামু, কে নিবো এগুলা না ভাইবা, চোখ বন্ধ কইরা ঘটনাস্থলে জিনিষপত্র জোগার করে হাজির হন।



ছিদ্রান্বষেন এর অনেক সময়, তবে এইটা সঠিক সময় না। আন্দোলন, এমপি মন্তব্য, বাম/ডান বলয়, অভিব্যক্তি বিশ্লেষন আমরা কাল পরশু করি। টক শো, সাক্ষাৎকার সব আপনেরাই দিতে পারবেন, আমি কখনো বাগড়া দেই নাই, দিবোও না। তবে এখন আসেন কয়েকটা মানুষ বাচাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.