নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

পণ্ডশ্রম

১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪০




এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা গেল উড়ে,
কান না পেলে চার দেয়ালে মরব মাথা খুঁড়ে।
কান গেলে আর মুখের পাড়ায় থাকল কি-হে বল?
কানের শোকে আজকে সবাই মিটিং করি চল।

যাচ্ছে, গেল সবই গেল, জাত মেরেছে চিলে,
পাঁজি চিলের ভূত ছাড়াব লাথি-জুতো কিলে।
সুধী সমাজ! শুনুন বলি, এই রেখেছি বাজি,
যে-জন সাধের কান নিয়েছে জান নেব তার আজই।

মিটিং হল ফিটিং হল, কান মেলে না তবু,
ডানে-বাঁয়ে ছুটে বেড়াই মেলান যদি প্রভু!
ছুটতে দেখে ছোট ছেলে বলল, কেন মিছে
কানের খোঁজে মরছ ঘুরে সোনার চিলের পিছে?

নেইকো খালে, নেইকো বিলে, নেইকো মাঠে গাছে;
কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে।
ঠিক বলেছে, চিল তবে কি নয়কো কানের যম?
বৃথাই মাথার ঘাম ফেলেছি, পণ্ড হল শ্রম।

-------------------------------------------------------------------------
কবি শামসুর রাহমান
জন্ম : অক্টোবর ২৩, ১৯২৯, মাহুতটুলি, ঢাকা
মৃত্যু : আগস্ট ১৭, ২০০৬

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু।

ভাবলাম ঠাকুর'দা আমাদের জন্য কবিতা নিয়ে আসছে। কিন্তু শেষে এসে..... :||

১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন: চিলে কান নিয়ে গেছে অথবা কান চিলকে নিয়ে গেছে !!!

২| ১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা এক কানে কম শোনেন।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
আমরা বাংলাদেশী প্রদিদিন ভোর হতে ৮০-১০০ ডেসিবেল শব্দমাত্রা শুনে শুনে আমরা কালা হয়ে গেছি সেই ১৯৪৭ এ !!!

৩| ১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

তারেক ফাহিম বলেছেন: ভাবছি ব্যতিক্রম হবে।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২২

ঠাকুরমাহমুদ বলেছেন: গামছা ও নাকি একটা কাপড় !!!

৪| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মাহমুদভাই,


সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিত অত্যন্ত প্রাসঙ্গিক কবিতাটি পাঠ করে মজাও পেলাম আবার বিষন্নও হলাম।
শুভকামনা জানবেন ।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: পদাতিক চৌধুরি ভাই, আমরা এতোই বিষন্নতায় ভোগী এবং ভুক্তভোগী “বিষন্নতা ও যে একটা রোগ” তার আর মনেই করি না । এইবার ভগবান শিব প্রকট হোক - - - - - - - - - -

৫| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৩

শাহারিয়ার ইমন বলেছেন: দেশের তো কবে কান চিলে নিয়ে গেছে , এ এবার নতুন কি !

১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন: পুরান চালে ভাত বারে - তাই পুরান চাল গেলানো হচ্ছে !!!

৬| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৯

রাকু হাসান বলেছেন:


প্রেক্ষাপট মত অনেকটা মিলে এ কবিতা টা বর্তমানে ।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন: দুঃখ কান্দে কান্দে জনম ভর !!!
বাংলাদেশের দুঃখ সেই দুঃখিকেও হার মানিয়েছে !!!

৭| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: মাইকেলের কয়েকটা লাইন আজকাল প্রায়ই মনে পড়ে-
''কি কুক্ষণে দেখেছিলি, তুইরে অভাগী,
কাল পঞ্চবটীবনে কালকূটে ভরা
এ ভুজগে?

১২ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশ বড় জ্বালায় আছে - রাজপথ ছাড়ি নাই ছাড়বো না, আগুন জ্বালো এই ইত্যকার ভাষা এখন আর নাই এখন বস্তির ভাষা চালু হয়েছে এবং তা আবার সর্বজন স্বিকৃত পাচ্ছে !!!

৮| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৬

একাল-সেকাল বলেছেন: মাতৃভূমি ডিজিটালাইজেশনের প্রসব বেদনার কাতর! দাদাদের টেলিভিশন তো বহু আগেই সুজলা সুফলাকে প্রেগনেন্ট করে রেখেছিল!! এবার অত্যাধুনিক সন্তান প্রসবের পালা !!! X((

১২ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন: সিনেমার নাম
১। বস্তির পোলা ফেসবুকার
২। বস্তির মাইয়া ইউটুবার

৯| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১১

কেতন বলেছেন: এরকম অল্প বয়েসী একটা মেয়েকে ফুল দিয়ে প্রপোজ করার জন্য ঐ পুলিশদের নামে কি মামলা দেয়া হবেনা? পুলিশ বলেই ছাড় পেয়ে যাবে?

১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন: দেশে চোখের ডাক্তার এর অভাব ? নাকি আপনার জ্ঞানের অভাব - কোনটা ?

১০| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৪

কাওসার চৌধুরী বলেছেন:



গুরু স্যরি, আপনার লেখাটি চোখে পড়েনি; অনুসারিত ব্লগ খুঁজতে গিয়ে পেলাম। কবি শামসুর রাহমানের কবিতা আমার ভাল লাগে। আর বর্তমান সময়ের প্রেক্ষাপটে কবিতাটি তো অনন্য।

১৩ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশে ইদানিং ছাত্রছাত্রী ক্যু স্বপ্ন দেখে - তারা সরকারের পতন চাহে, রাস্তায় ফুটপাতের চা এর দোকানের “পাঁচ টাকা দামের চা” - চাইলেই পাওয়া যায় !!!

ছত্রাক ও ছত্রকী স্কুল কলেজ হতে বহিস্কার করা হোক, এটি এখন সময়ের দাবী রাখে ।।

১১| ১৩ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৩৩

কাওসার চৌধুরী বলেছেন:

"ছত্রাক ও ছত্রকী স্কুল কলেজ হতে বহিস্কার করা হোক, এটি এখন সময়ের দাবী রাখে".... গুরু এতো খ্যাপছো ক্য....... আসুন দুই গুরু মিলে সকালের চা একসাথে বসে পান করি........



১৩ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:

১২| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

বলেছেন: সুধাংশু যাবে না
শামসুর রাহমান

লুণ্ঠিত মন্দির, আর অগ্নিদগ্ধ বাস্তুভিটা থেকে
একটি বিবাগী স্বর সুধাংশুকে ছুঁলো
‘আখেরে কি তুলি চলে যাবে?’ বেলা শেষে
সুধাংশু ভস্মের মাঝে খুঁজে
বেড়ায় দলিল, ভাঙা চুড়ি, সিঁদুরের স্তব্ধ কৌটা,
স্মৃতির বিক্ষিপ্ত পুঁতিমালা।

স্বর বলে, ‘লুটেরা তোমাকে জব্দ ক’রে
ফেলে আশে পাশে
তোমার জীবনে নিত্যদিন লেপ্টে থাকে
পশুর চেহারা সহ ঘাতকের ছায়া,
আতঙ্কের বাদুড় পাখার নিচে কাটাচ্ছ প্রহর,
তবু তুমি যেও না সুধাংশু।’

আকাশের নীলিমা এখনো
হয়নি ফেরারি, শুদ্ধাচারী গাছপালা
আজও সবুজের
পতাকা ওড়ায়, ভরা নদী
কোমর বাঁকায় তন্বী বেদিনীর মতো।
এ পবিত্র মাটি ছেড়ে কখনো কোথাও
পরাজিত সৈনিকের মতো
সুধাংশু যাবে না।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন: যে জন দিবসে মনের হরষে
জ্বালায় মোমের বাতি,
আশু গৃহে তার দখিবে না আর
নিশীথে প্রদীপ ভাতি।

- কবি কৃষ্ণচন্দ্র মজুমদার

১৩| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: না না না। আপনাকেই লিখতে হবে।
আমার বিয়ের অগ্রীম দাওয়াত দিয়ে রাখলুম। তাও লিখেন....:P

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১২

ঠাকুরমাহমুদ বলেছেন: বিয়ের কার্ডে লিখুন উপহার নয় দোয়া চাই !!!

১৪| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: একটা তারছেঁড়া মন্তব্য করলুম..;)

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:

এখানে আপনার জীবনের ছিরা তার জোড়া তালি দেওয়া হয়
- বন্ধন

একটি আদর্শ ম্যারেজ মিডিয়া
মোটা চিকনা কালা ভুত পেত্নি গছাইয়া দেওয়া হয়, নিঃসন্দেহে যোগাযোগ করুন
মেম্বারশীপে ২৫% ডিসকাউন্ট
আগে আসলে আগে পাবেন

১৫| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: :P


আমি বিয়া করমু না....:P

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনে বিয়া করবেন, আলবত করতে হবে - আপনাকে ম্যারেজ মিডিয়ার কাছে ধরাইয়া দেওয়া হবে । পালাবেন কোথায় ???

১৬| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: না মানে বাঁইচা বিয়া করমু,
তয় আরো কয়েক বছর পর।;)


বাই বাই....



১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনি জরুরী ভিত্তিতে যোগাযোগ করুন নিম্ন লিখিত ব্যাক্তিদ্বয়ের সাথে, আপনার শনি হতে মঙ্গল যাই সমস্যা থাকুক সব সমস্যা মুশকিলে আসান দরবারে : - কবিরাজ
১। শর্পরাজ - শর্পের মতো তার চলন বলন শর্পের সাথে বাস
২। দেওয়ানবাগ - দেওয়ানা করার ঔষধে পারদর্শী
৩। কুতুববাগ - কুতুবী জ্ঞানপ্রাপ্ত
৪। শার্শিনা - শার্শি / আয়না নিয়ে তার খেলা
৫। হেকিমবাগ - হেকিম আমার মোক্তার হেকিম আমার বেরিষ্টার
৬। মান্ডা - তৈল
৭। আটরশি - চিকনা রশি মোটা রশি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.