নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
শ্লোক
মানুষেই মানুষ জন্মে -
পশু তে জন্মে পশু !!
গুরুতে শিষ্য জন্মে -
ঈশ্বরে নয় কিছু !!!
শ্রদ্বেয় অগ্রজ ব্লগার লিখেছেন "ধর্মীয় জ্ঞানকে স্বয়ং সৃষ্টিকর্তা পরিপূর্ণতা দিয়েছেন সেখানে নতুন কিছু যোগ করা যাবে না; সেখানে থেকে কোন কিছু বিয়োগ ও করা যাবে না - কিন্তু মানুষের প্রাকৃতিক জ্ঞানের পরিধি সীমাহীন।" লেখাটি পড়ে অতীত জীবনে ফিরে যাই - অনেকদিন আগের কথা - বিশ্ববিদ্যালয় ছাত্র জীবনে সংস্কৃত একটি শ্লোক শুনতাম, আমাদের স্যার “স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্তান” তিনি একটি সংস্কৃত শ্লোক বলতেন যার যথাযথ সংস্কৃত শ্লোক আমার ঠিক মনে নেই, তবে বাংলা শ্লোকটি উল্ল্যেখ করেছি যার ব্যাখ্যা করতে গেলে ভয়ংকর হবে - মনে হয়!!!
শ্লোক - সম্ভবত “বৈদিক ধর্মগ্রন্থ” থেকে সংগ্রহিত ।
ছবি - গুগল ।
২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
ঠাকুরমাহমুদ বলেছেন: আসলেই নতুন করে কিছু বলার নেই,
টুন টুনা টুন টুন, টুন টুনা টুন টুন
- এর অর্থ কি ?
- টুন টুনা টুন টুন, টুন টুনা টুন টুন
বুঝলাম না !!!
- বিস্বাসে ভক্তি মেলে তর্কে বহুদুর - - - - - (বিস্বাস করতে হবে তর্ক নয়)
২| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা একটা শ্লোক, মানুষের লেখা। বিশ্বাসীরা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখেন। এই শ্লোক সেই বিশ্বাস টলাতে পারবে না।
সিটে বসলাম পণ্ডিতদের অংশগ্রহণ দেখার জন্য।
২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
ঠাকুরমাহমুদ বলেছেন: সম্মানিত যাত্রী মহোদয়, আপনার সিট নাম্বার ও টিকেট ক্রসচেক করে নিন, আপনার যাত্রা শুভ হউক, ধন্যবাদ ।
৩| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
শায়মা বলেছেন: ভাইয়া ঈদ মুবারাক!!!
২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
ঠাকুরমাহমুদ বলেছেন: আপু’রে ঈদ মোবারক ।।।
৪| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২০
আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ ,
যে অর্থে বা ইঙ্গিত দিয়ে আপনার "স্যার" শ্লোকটি বলেছেন , সহ ব্লগার চাঁদগাজী কিন্তু তার যথার্থই কাউন্টার করেছেন । আপনার ছোট্ট পোস্ট আর "চাঁদগাজী"র মন্তব্যটি চা'য়ের কাপে ঝড় তোলা "টেবল টক" এর মতো লাগলো ।
২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
ঠাকুরমাহমুদ বলেছেন: আহমেদ জী এস ভাই, সালাম নেবেন, প্রথমত শ্লোকটি আমার নিজের নয়, যার কাছে শুনেছি তিনিও বেঁচে নেই, আমার ধারনা আমাদের স্যার সংস্কৃত শ্লোক বলতেন বৈদিক ধর্ম বা বেদ থেকে, কারণ তিনি ইঞ্জিনিয়ারিংয়ের বাইরে “বেদ ও ভগবত গীতা” পড়তেন - স্যার মুসলিম ছিলেন এবং কট্টর মুসলিম !!! আপনার মন্তেব্য ভালো লেগেছে জেনে - এটি একটি জোড়ালো টেবিল টক হতে পারে !!! - ধন্যবাদ ভাই, ধন্যবাদ ।
৫| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শায়মা আপু বলেছেন ভাইয়া ঈদ মুবারাক!!! আমিও তাই বললাম
অন্যদিকে
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন সিটে বসলাম পণ্ডিতদের অংশগ্রহণ দেখার জন্য।
কিন্তু অনেকক্ষণ হয়েগেছে
সব পন্ডিতেরা মনে হয় ঘুমাইয়া পড়ছে
২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগার সবাই ছুটিতে আছেন - আপনাকেও ঈদ মোবারক ।।
৬| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
বাকপ্রবাস বলেছেন: সার্কাস দেখার অপেক্ষায়
২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
ঠাকুরমাহমুদ বলেছেন: বাকপ্রবাস, আপনি তো অংশগ্রহন করার কথা ? নাকি - তাহলে কিভাবে চলে, বলেন তো ?
৭| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
ঠ্যঠা মফিজ বলেছেন: ঈশ্বরের কোনো রূপ নেই । যাই হোক মিয়া তানসেন এ বিষয় কি বলেন ?
ইশ্বরের পিতামাতা নেই, স্ত্রী পরিবার নেই; ইশ্বর সবকিছু বলে দিয়েছেন, নতুন করে কিছু বলার নেই
যাক কিছুটা রেফারেন্স পাওয়া গেল
২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৬
ঠাকুরমাহমুদ বলেছেন: আপনিও রেফারেন্স দিতে পারেন ? আপনার জন্য গালীবের শায়েরী
গালীব কে মসজিদে বসেই পান করতে দাও
নয়তো ঐ ঠিকানা বলো- যেখানে খোদা নেই।
৮| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৫
বাকপ্রবাস বলেছেন: সৃষ্ট যেহেতু হইয়াছে সৃষ্টি কর্তাকে মানিয়া লইতে কারো আপত্তি থাকার কথা নহে, তবে সৃষ্টি কর্তার পরের ধাপে আসিয়া যত গন্ডগোল। সেখানে ধর্ম আসিয়া উপস্থিত। সৃষ্টিকর্তাকে কেহ বলিল আল্লাহ, কেহ বলিল ভগবান কেহ বলিল গড। প্রত্যেকে বাধ্য করিতে থাকিল উপাসনা করিতে হইবে, প্রত্যেকের আলাদা মসজিদ, মন্দির, গির্জা। এক একজনের এক এক রীতি। তোমারটা ঠিক নহে আমারটা ঠিক। এই বলিয়া ভাগ হইতে লাগিল সাথে যোগ হইল যুদ্ধ বিগ্রহ।
২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩২
ঠাকুরমাহমুদ বলেছেন: আপনি বেঠিক - আমি ঠিক, আমি একটু বেশী - আপনি একটু কম, শুরু হয়েছে দন্দ হাজারো- লাখো বছরের খুন খারাবির ব্যাবসা !!! চলছে চলবে ।
হিন্দু-মুসলিম যুদ্ধ
কবি: - কাজী নজরুল ইসলাম
মাভৈঃ মাভৈঃ এতদিনে বুঝি জাগিল ভারতে প্রাণ,
সজীব হইয়া উঠিয়াছে আজ শ্মশান গোরস্থান!
ছিল যারা চির-মরণ আহত,
উঠিয়াছে জাগি' ব্যথা-জাগ্রত,
খালেদ আবার ধরিয়াছে অসি, অর্জুন ছোঁড়ে বাণ!
জেগেছে ভারত, ধরিয়াছে লাঠি হিন্দু-মুসলমান!
৯| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৮
বিজন রয় বলেছেন: আপনার পোস্টের ঈঙ্গিত ধরতে পারলাম না। তবে অনেকেই ধরছেন দেখলাম।
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩১
ঠাকুরমাহমুদ বলেছেন: আপনি ও ধরার কথা। কিন্তু ছেড়ে যাচ্ছেন, এটি কি যথার্থ হচ্ছে ? বিশ্লেষেন না করলে ব্লগে কিভাবে থাকি - ব্লগে লেখার মান, বিশ্লেষন পাঠকগণ করবেন, লেখক তো না !!!
হিন্দু-মুসলিম যুদ্ধ
কাজী নজরুল ইসলাম
মাভৈঃ মাভৈঃ এতদিনে বুঝি জাগিল ভারতে প্রাণ,
সজীব হইয়া উঠিয়াছে আজ শ্মশান গোরস্থান!
ছিল যারা চির-মরণ আহত,
উঠিয়াছে জাগি' ব্যথা-জাগ্রত,
খালেদ আবার ধরিয়াছে অসি, অর্জুন ছোঁড়ে বাণ!
জেগেছে ভারত, ধরিয়াছে লাঠি হিন্দু-মুসলমান!
মরিছে হিন্দু, মরে মুসলিম এ উহার ঘায়ে আজ,
বেঁচে আছে যারা মরিতেছে তারা, এ-মরণে নাহি লাজ!
জেগেছে শক্তি তাই হানাহানি,
অস্ত্রে অস্ত্রে নব জানাজানি!
আজি পরীক্ষা -- কাহার দস্ত্ হয়েছে, কত দরাজ!
কে মরিবে কাল সম্মুখ-রণে, মরিতে কা'রা নারাজ!
মূর্চ্ছাতুরের কণ্ঠে শুনে যা জীবনের কোলাহল,
উঠিবে অমৃত দেরী নাই আর, উঠিয়াছে হলাহল!
থামিস নে তোরা, চালা মন্থন!
উঠেছে কাফের, উঠেছে যবন;
উঠিবে এবার সত্য হিন্দু-মুসলিম মহাবল।
জেগেছিস তোরা, জেগেছে বিধাতা, ন'ড়েছে খোদার কল!
আজি ওস্তাদে শাগরেদে যেন শক্তির পরিচয়!
মেরে মেরে কাল করিতেছে ভীরু-ভারতেরে নির্ভয়!
হেরিতেছে কাল, -- কবজি কি মুঠি
ঈষৎ আঘাতে পড়ে কি-না টুটি'
মারিতে মারিতে কে হ'ল যোগ্য, কে করিবে রণ-জয়!
এ 'মক্ ফাইটে' কোনো সেনানীর বুদ্ধি হয় নি লয়!
ক'ফোঁটা রক্ত দেখিয়া কে বীর টানিতেছে লেপ-কাঁথা!
ফেলে রেখে অসি মাখিয়াছে মসী বকিছে প্রলাপ যা-তা!
হায়, এই সব দুর্বল-চেতা,
হবে অনাগত বিপ্লব নেতা!
ঝড় সাইক্লোনে কি করিবে এরা! ঘূর্ণিতে ঘোরে মাথা?
রক্ত-সিন্ধু সাঁতারিবে কা'রা -- করে পরীক্ষা ধাতা!
তোদেরই আঘাতে টুটেছে তোদের মন্দির মসজিদ,
পরাধীনদের কলুষিত ক'রে উঠেছিল যার ভিত!
খোদা খোদ যেন করিতেছে লয়
পরাধীনদের উপাসনালয়!
স্বাধীন হাতের পূত মাটি দিয়া রচিবে বেদী শহীদ!
টুটিয়াছে চূড়া? ওরে ঐ সাথে টুটেছে তোদের নিদ!
কে কাহারে মারে, ঘোচেনি ধন্দ, টুটেনি অন্ধকার,
জানে না আঁধারে শত্রু ভাবিয়া আত্মীয়ে হানে মার!
উদিবে অরুণ, ঘুচিবে ধন্দ,
ফুটিবে দৃষ্টি, টুটিবে বন্ধ,
হেরিবে মেরেছে আপনার ভায়ে বন্ধ করিয়া দ্বার!
ভারত-ভাগ্য ক'রেছে আহত ত্রিশূল ও তরবার!
যে লাঠিতে আজ টুটে গম্বুজ, পড়ে মন্দির চূড়া,
সেই লাঠি কালি প্রভাতে করিবে শত্রু-দুর্গ গুঁড়া!
প্রভাতে হবে না ভায়ে ভায়ে রণ,
চিনিবে শত্রু, চিনিবে স্বজন!
করুক কলহ -- জেগেছে তো তবু বিজয়-কেতন উড়া!
ল্যাজে তোর যদি লেগেছে আগুন, স্বর্ণলঙ্কা পুড়া!
১০| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: এগুলি একেবারে বুঝিনা। কেউ বললে কেবল শুনি। তবে আমার কোনও মন্তব্য নাই।
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১২
ঠাকুরমাহমুদ বলেছেন: পদাতিক ভাই, এখানেও একটি শ্লোক অথবা প্রবাদ বাক্য বলছি “বোবার শত্রু নাই”
১১| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৩
অন্তরন্তর বলেছেন: ঠাকুর ভাই আমিও বসলাম পণ্ডিত ব্লগারদের মতবিনিময় দেখতে। চায়না ভ্রমন আশা করি ভাল হয়েছে।
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন: ভাই অন্তরন্তর সবাই বসে যদি থাকেন, তাহলে কথা বলবে কে ? চায়না ভ্রমণ বলা যায় না, বলা যায় পেটেরে দায়ে চায়না গমন - সর্ব্বোপরি ভালো । আপনার বিশ্লেষন সহ মন্তব্য আশা করছি ।
১২| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৮
সিগন্যাস বলেছেন: গাজীসাবের আর দেখা নাই কেন?
২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৯
ঠাকুরমাহমুদ বলেছেন: সিগন্যাস ভাই, আপনার কি দেখা আছে ? আপনাকেও তো পাচ্ছি না ? আমি একটি মজার কথা না বলে পারছি না “আজকে এই শ্লোকটি যদি কোনো মহিলা আইডি থেকে পোষ্ট হতো কয়েক শত কমেন্ট পরে যেতো” - বিস্বাস হয় ? আমি পুরুষ মানুষ এবং একজন যোদ্ধা তাই কখনো ভিন্ন আইডি ব্যাবহার করে পোষ্ট দেওয়ার চিন্তা করি না, কমেন্ট পড়ুক আর না পড়ুক - কি আসে যায় ! আমার লেখা আপনারা যেই কয়েকজন পড়েছেন তাতে লেখা স্বার্থক । প্রবাদ বাক্য আছে “গরু ছাগল ভেড়া মহিষের বিশালাকার পাল দাবড়ানি দিতে পারে একটি মাত্র বাঘ” !!! আমার ব্লগে যারা আসেন তারা সবাই বাঘ - এটাই আমার সম্মান, এটাই আমার ভালোলাগা, এটাই আমার প্রাপ্তি ।।
১৩| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০১
সেলিম আনোয়ার বলেছেন: ঈশ্বর থেকে জন্মলাভ হয় না। তিনি সৃষ্টি করেন। স্রষ্টা। স্রষ্টা এবং সৃষ্টি এ দু নিয়ে বিশ্ব। আল্লাহ নিরাকার লা শরিক।
ইদ মুবারক।
২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৭
ঠাকুরমাহমুদ বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই, ঈশ্বর জন্ম লাভ করেন নি, ঈশ্বর জন্ম দেন ও না, ঈশ্বর সয়ম্ভু - তিনি ঈশ্বর, তিনি সৃষ্টিকর্তা, তিনি ভগবান, তিনি আল্লাহ, তিনি নিরাকার - লা শরিক আল্লাহ ।
১৪| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ২:৫৫
ভ্রমরের ডানা বলেছেন:
বিশ্বাস আর যুক্তি দুটো পৃথক পথ, অনেকটাই সমান্তরাল রেললাইনের মত। সমান্তরাল দুলাইনে করে বিশাল রেলগাড়ি চলে যায়, মানুষও যাবে। একলাইনে গেলে সংঘাত অনিবার্য। ব্যালেন্সটাই আসল!
২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৩:০০
ঠাকুরমাহমুদ বলেছেন: ঈশ্বর জন্ম লাভ করেন নি, ঈশ্বর জন্ম দেন ও না, ঈশ্বর সয়ম্ভু - তিনি ঈশ্বর, তিনি সৃষ্টিকর্তা, তিনি ভগবান, তিনি আল্লাহ, তিনি নিরাকার - লা শরিক আল্লাহ ।
১৫| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪১
রাজীব নুর বলেছেন: ট্যালেন্ট মানুষগুলো কেন যেন বিভ্রান্তিতে জীবন কাটায় ।
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫১
ঠাকুরমাহমুদ বলেছেন: রাজীব নুর ভাই, বিভ্রান্তি নয়, আমরা কঠিন কঠিন কথা সহজে বোঝে যাই কিন্তু সহজের চেয়ে সহজ বুঝি না - ঈশ্বর জন্ম লাভ করেন নি, ঈশ্বর জন্ম দেন ও না, ঈশ্বর সয়ম্ভু - তিনি ঈশ্বর, তিনি সৃষ্টিকর্তা, তিনি ভগবান, তিনি আল্লাহ, তিনি নিরাকার - লা শরিক আল্লাহ ।
১৬| ২৯ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:১৭
চঞ্চল হরিণী বলেছেন: আপনার স্যার তো খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিলেন। তিনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর ওস্তাদ ছিলেন, মানে বিজ্ঞান নখদর্পণে ছিল, আবার তিনি বেদ ও ভবগত গীতা পড়তেন, অথচ ছিলেন কট্টর মুসলিম !! কি আশ্চর্য! কি আশ্চর্য! অদ্ভুত !
আপনি তাঁর উপযুক্ত শীর্ষ এতদিনে বুঝলাম। আপনার স্যার অসাধারণ। কিন্তু তাঁকে আমার সত্যিকার ভালো লাগতো যদি তাঁর মুসলিম হওয়ার সাথে কট্টর না থাকতো। বাই দ্য ওয়ে, গালিবের শায়েরিটা খুবই ভালো লেগেছে। ঈদের ছুটির অসময়ে আপনার পোস্টটা হয়ে গেছে। নাহলে হয়তো আরেকটু বেশি মন্তব্য পেতেন। শুভেচ্ছা, ঠাকুরমাহমুদ ভাই।
২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৮
ঠাকুরমাহমুদ বলেছেন: ছোটবোন চঞ্চল হরিণী,
ব্লগে আমি কাউকে চিনি না, আমাকে কেউ চেনে না, আমি ইচ্ছে করলেই আমার মনের একটা কথা এখানে লিখে যেতে পারি, কেউ কেউ পড়েন, আর অনেকই পড়েন না - কি আসে যায় ? কমেন্টের আশায় লিখার ইচ্ছে থাকলে “চঞ্চল টিয়ে” মহিলা নিক নিয়ে লিখতাম শতশত কমেন্ট পরে যেতো - ব্লগে সবার কমেন্টর উত্তর দিতে দিতে প্রাণ ঊষ্ঠগত হতো ! কয়েকটি কমেন্টের উত্তর দিতে কষ্ট হয় তারপর ও উত্তর দিতে হয় এটি সামাজিক দায়িত্ব । আমি প্রবল ব্যাস্ত মানুষ তার মধ্য বয়ষও হয়েছে যথেষ্ট - ছেলেমানুষী করার সময় কোথায় ! ব্লগে কেনো লিখি - উত্তরটা অনেক ভারী, অন্য কোনো দিন হয়তো বলবো ।
১৭| ২৩ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১০
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের সুন্দর উত্তর দিয়েছেন। বিশেষ ধন্যবাদ।
২৩ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন: ধন্যবাদ পুরাতন পোষ্ট পড়ার জন্য।
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
চাঁদগাজী বলেছেন:
ইশ্বরের পিতামাতা নেই, স্ত্রী পরিবার নেই; ইশ্বর সবকিছু বলে দিয়েছেন, নতুন করে কিছু বলার নেই