নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

মিডিয়াতে জনপ্রিয় হতে চান ? “পন্থা মাত্র দুইটি” !!! !!!

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৯



বিশেষ সমাচার: - সামাজিক যোগোযোগ মাধ্যম ও ব্লগ সহ যেকোনো মিডিয়াতে জনপ্রিয় হতে চান ? পন্থা মাত্র দুইটি - এখন আপনি নির্বাচন করবেন আপনি কোন পন্থা অবলম্বণ করবেন । ব্লগে যারা লিখে লিখে ক্লান্ত, তারপরও সেফ হতে পারেননি, অগ্রজ ব্লগারদের কাছে ধর্ণা দিচ্ছেন “কিভাবে সেফ হওয়া যায়, কিভাবে প্রথম পাতায় পোষ্ট দেওয়া যায় ? অথবা লেখা অফ করে নিজের কাজে মন দিয়েছেন তারা আবার ব্লগে আসতে পারেন - আসতে পারেন যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমেও । বাংলাদেশে ১৭ কোটি জনতার অর্ধেক মহিলা তারপরও দেশে “মহিলার অভাব, দুর্ভিক্ষ, আকাল, মঙ্গা, আইলা, সিডর, নার্গিস, ভূকম্প” !!! ব্লগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহিলা নামের আইডি খোলে লিখা শুরু করুন - “আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া” - ২০০ কমেন্ট ৪০০ লাইক ১০০ শেয়ার !!!

সাবধানতা: - সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্লগে - সাইবার ক্রসচেক করে কতৃপক্ষ খুব সহজে জেনে নিতে পারেন সেই সস্তা মোবাইল ফোন ব্যাবহার করে কোন পুরুষ/মহিলা অপারেট করছেন ব্লগ অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম !!! তাছাড়া এই কর্মকান্ডে আপনি কোনো বেতন/টাকা পয়শা পাবেন না ।।

প্রয়োজন: - আমার কাছে এক ছোটবোন আক্ষেপ করে গেছেন ঈদের ছুটিতে পোষ্ট দিয়েছি, নয়তো আরো বেশী কিছু কমেন্ট পেতাম !!! আমার উত্তর ছিলো কমেন্টের প্রত্যুত্তর কে দেবেন ? আমি ক্লান্ত, তারপরও উত্তর দিতে হয় কারণ এটি আমারই লেখা “ব্লগে কেউ যখন মন্তব্য করেন তিনি আশা করেন এর উত্তর পাওয়া যাবে - এটি সামাজিক ভদ্রতা ।

দুঃখগাথা: - দেশে সত্যি সত্যি মহিলারা - যারা প্রয়োজেনে, আত্মীয় পরিজনের সাথে নিয়মিত যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করেন - তারা অতিষ্ট বাংলার ৮ কোটি ৫০ লক্ষ পুরুষের এ্যাড ফ্রেন্ড রিকোয়েষ্ট আর নোংরা ইনব্ক্স চিঠির অত্যাচারে, তাদের আইডি নিরাপত্তার জন্য তারা এখন দাদা দাদীর ব্যাবহারের তালাচাবী ব্যাবহার শুরু করেছেন !!!


উৎসর্গ: - লেখাটি উৎসর্গ করছি ছোটবোন চঞ্চল হরিণী কে ।।



মন্তব্য ১০১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০১) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এগুলো কি মিয়ানমার থেকে আনা চাল?

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন: অং সান সু চি আমার বান্ধবী !!!

২| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

স্রাঞ্জি সে বলেছেন:

ধান্ধা ভাল শিখে দিলেন।

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন: স্রাঞ্জি সে ভাই, স্রাঞ্জি সে ভাই আপনি কোথায় ? - আপনি, আপনি একটা রিক্সা অথবা একটা টেম্পু অথবা একটা বাস নিয়ে এয়ারপোর্ট চলে আসুন !!!

৩| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সরি! মন্তব্যটা আসলে হাসু মামার পোস্টে করতে চেয়েছিলাম। দুটো মন্তব্যই মুছে দিলে খুশি হব।

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন: সম্রাট ভাই কোনো অসুবিধা নেই, হাসু মামার পক্ষে আমার বোর্ডে কিছু তো লিখে গেলেন !!!

৪| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নারীদের সময় ভালো :)

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন: নারী রা বিপাকে আছে !!! কাকের বাসায় কোকিলের ডিম !!!

৫| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হৃদির পোস্টে আপনার করা মন্তব্যটা পড়েছি। আপনার কথায় অযৌক্তিক কিছু পাইনি।

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন: সম্রাট ভাই জীবনের তিন ভাগের এক ভাগ সময় পার করেছি ক্রাইম দেখে, আপনার মন্তব্যে মনে হলো কেউ আছে যারা ক্রাইম বোঝে, সেখানে কাজী ফররুখ ভাইকে পেয়েছি তিনিও যৌক্তিক । ধন্যবাদ সম্রাট ভাই ।।

৬| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

স্রাঞ্জি সে বলেছেন:

হা হাহা হাহা, আমি চাটগাঁতে।

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন: ভাই ভাই চাটগাঁয়ে এয়ারপোর্ট আছে না ? আছে তো ? হাঃ হাঃ হাঃ আপনি যদি বলতেন চাাঁপাই নওয়াবগঞ্জে আছেন - তাহলে সৈয়দপুর এয়ারপোর্টে পাঠিয়ে দিতাম !!! আসেন তো না - ফ্লাইট মিস কেনো করেন বলেন তো ?

৭| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন: কাজী ফররুখ আহমেদ ভাইয়ের মতো বলতে হয় আজকে যদি “সনেট কবি ভাই” কোনো মহিলা নিক আইডি নিয়ে সনেট কবিতা লিখা শুরু করেন ব্লগ তো ভেঙ্গে যাবে !!! রেকর্ড ভঙ্গ হবে বড় ভাই !!!

৮| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

রাজীব নুর বলেছেন: আমি কোনোদিনও জনপ্রিয় হতে চাই না।
খুব সাধারন থাকতে চাই।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন: তাই কমেন্ট কম পেয়ে থাকেন !!! মহিলা নিকে মটর সাইকেল চালিয়ে দুইটা পোষ্ট দিয়ে দেখুন - ফেলু মামার রেকর্ড ভঙ্গ হয় কি না ? ২৪/৭ আপনাকে কম্পিউটারের সামনে থাকতে হবে রিপ্লাই দেওয়ার জন্য !!!






৯| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০১

চাঙ্কু বলেছেন: চিলিব্রিটিদের মেলা জ্বালা! জনপ্রিয় হতে চাই না।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন: চিরিব্রিটি হলে কমেন্ট পাবেন, আর ফুল ব্লগের সবাইকে নিয়ে ট্রল করতে পারবেন !!! খোঁজ নিলে জানা যাবে চিলিব্রিটি ব্লগার মেট্রিক থার্ড ডিভিশন-ইন্টার ফেইল ফেসবুকার ব্লগার !!!

১০| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০২

শাহারিয়ার ইমন বলেছেন: আপনি কি বিখ্যাত না কুখ্যাত হয়েছেন ? B-)

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন: এইবার পওয়া গেছে আসল পাবলিক, আপনাকে জাতি খোঁজে !!! উত্তর - আমি নিরামিষ !!!

১১| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এর দায় আমাদেরও আছে। আমরাও তো যাচাই না করে হুমড়ি খেয়ে পড়ি। এই ফান লেখার মাঝেও সামাজিক অবক্ষয়ের অবস্থা ফুটে উঠেছে...

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন: যথার্থ !!! টিভিতে তারকা দেখে কি আমরা কেউ টিভি ভেঙ্গে ভেতরে ঢুকে পরি - এও সম্ভব ??? তাহলে ব্লগ আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি মহিলা আইডি হয় তাহলে সেখানে কেনো হুমড়ি খেয়ে নিজের আলো অন্ধাকার করছে - ভাবনার বিষয় !!!

১২| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:


ব্লগে, মেয়েদের নিকে কোন নতুন ব্লগার কিছু লিখলে, আমি পড়ে দেখি সব সময়!

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২০

ঠাকুরমাহমুদ বলেছেন: ফুল ব্লগে সবাইকে নিয়ে ট্রল হবে, ফান হবে, খুবই লজ্জাজনক ও ন্যাকারজনক ঘটনা, চাঁদগাজী ভাই !!!

১৩| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৬

অনল চৌধুরী বলেছেন: সবচেয়ে জঘণ্য ভাষায় ইসলাম ধর্মের বিরুদ্ধে লেখেন।
তাহলে এক লাফে বিশ্বসেরা ব্লগার হতে পারবেন।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১১

ঠাকুরমাহমুদ বলেছেন: অনল চৌধুরী ভাই, তা তো আপনি আমি পারি না, আর তাই আপনার স্বীকৃত পোষ্ট ট্রিম হয়ে গেছে, এটা আমার জন্যও কম দুঃখজনক নয় । সব মিলিয়ে আজকের এই পোষ্ট ।

১৪| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৫

অনল চৌধুরী বলেছেন: ব্যাপারটা কতোবড় অবিচার চিন্তা করে দেখেন!!!
অামরা লেখালেখি করি কি শুধু টাকা অার পরিচিতির জন্য?
দেশ,জাতির প্রতি কি অামাদের কোন দায়িত্ব নাই?
অামাদের কাজ কি শুধু ধর্ম-প্রচারকদের সবচেয়ে নীচস্তরের ভাষায় গালি দেয়া?
অামরা যদি নারীকে মিডিয়ায় এনে পরিকল্পিতভাবে পতিতা বানানোর মতো নিকৃষ্ট অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারি তাহলে অার লিখে লাভ কি?
অামার লেখাই যে শুধু সরিয়ে ফেলা হয়েছে তাই না,অামাকে প্রথম পাতায়ও ব্লক করা হয়েছে।এর উদ্দেশ্যটা কি????
এর পিছনে বিরাট ষড়যন্ত্রকারী চক্র অাছে।

ধর্মকে গালি দেয়াদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়না নেয়া হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারীর বিরুদ্ধে?
কোন মতামত নির্দিষ্ট অপরাধী চক্রের স্বার্থের বিরুদ্ধে গেলেই যদি লেখককে অাক্রমণ করা হয়,তাহলে তো বলতে হয় জঙ্গীদেরও কোন দোষ নাই।তারাও তাদের মত বিরোধীদের কন্ঠ একই ভাবে রোধ করে।
এথেকে এটাই প্রমাণ হলো যে জঙ্গী অার নারী শিক্ষিত-সংস্কৃতিবান নামধারী নারী ব্যবসায়ী চক্র,একই মুদ্রার দুই পিঠ।
সবচেয়ে দু:খের বিষয়,এতোবড় অন্যায়টা নিয়ে অঅপনারা দুইজন ছাড়া অার কেউ কোন প্রতিবাদ করেনি।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন: অনল চৌধুরী ভাই
আমি সবচেয়ে ঘৃণা করি সমাজের ভদ্দরনোকদের,
কারণ এই সব ভদ্দরনোক কোনোদিন প্রতিবাদ করে না ? তাদের সামনে তাদের মেয়ে স্ত্রী লুট হয়ে যাক তারা হেসে হেসে চা খাবে, বিস্কুট খাবে, চিন্তিত মুখে বলবে আজ কাল ডায়াবেটিসটা ভালো যাচ্ছে না ? সুগার লো !!! সুগার হাই!!!

তথাকথিত মেয়েদের সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলে বোঝা যায় তাদের এ্যাইম ইন লাইফ কি ??? তাদের নিয়ে লেকার প্রয়োজন নেই, - কথায় আছে জাতের মেয়ে কালা ভালো নদীর জল ঘোলা ভালো ।

১৫| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩১

অব্যক্ত কাব্য বলেছেন: এখন সবাই শিখে নিলো

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন: নির্বোধ কেউ আপনাকে বা সমাজ নিয়ে নিয়ে ট্রল করবে - কেমন লাগবে ?

১৬| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫২

কাজী ফররুখ আহমেদ বলেছেন:

ফেসবুকে মেয়ে আইডি দেখলে সমাজের তথাকথিত ফেসবুকার পুরুষগন হামলা করে পরেন, অরিজিনাল আইডিধারী মহিলাগণ তাদের ফেসবুক নিরাপত্তার খাতিরে সার্বিকভাবে লক করে রাখেন, একমাত্র সেলিব্রেটি আর উম্মাদনী ফেসবুকার নেট উথাল পাথাল করে ছাড়ে পরবর্তিতে আরো কতো কিছুই হচ্ছে - সমাজ অবক্ষয় এখান থেকেই শুরু ।

ব্লগে অনেকে আছেন বিচক্ষণ তাদের লেখা, প্রঞ্জল তাদের ভাষা, কবিতা, প্রবন্ধ, রাজনীতি প্রবল লেখার শক্তি আজকে মহিলা আইডি নিয়ে লেখা শুরু করুক - ব্লগ এক সাইড করে রেখে দেবেন ১০০% গ্যারান্টি !

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:

ছেলে মানুষি কাজ কারবার !!! গুরু, বাজারে হারপিক সাপ্লাই আছে তো, না কি সর্টেজ পড়েছে ? - আমরা এই সুযোগে কিছু আমদানী করছি না কেনো ???

১৭| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৪

নিউজপ্রিন্ট বলেছেন: চিরিব্রিতি হতে হলে কতো কিচু করতে হয়, তা আর কি বলবো মশাই - একন তো ইউটিউব ১৮+ হয়ে গেচে, বাসায় খোলা মানা, চিলিব্রিতি রা ইউটিউব পচিয়ে দিয়েচে যে বেশি কিচু না নাসির শোভা লিকে সার্চ দিন না - মান ইজ্জত পচে ডাসবিন হয়ে আচে গো মশাই

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন: ।। আল্লাহ মাফ করুন ।।

১৮| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১০

শায়মা বলেছেন: আমার সহিলা মানে ছেলেনিকও আছে ভাইয়া। :)

আর আমি জনপ্রিয় ...... তাইনা বলো?? :D

আর হৃদিমনির পোস্ট পড়ে এইখানে এলাম। মনে তো হয় না তুমি তাকে নিয়ে লিখেছো। বরং ২০০/ ৩০০ দেখে তো আমিই ........ :-/


যাইহোক পোস্ট পড়ে মজা পেলাম আর কমেন্টো পড়িয়াও.... :)

১৯| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ লেখাটা গোছানো হয় নি।

বিখ্যাত/জনপ্রিয় সমার্থক।

কুখ্যাত কিন্তু জনপ্রিয়'র কাতারে যায় না।

ধরুন শায়মা কোনো মেয়ে না। এই শায়মা যত ফ্যামাসই হোক, তা হবে ভার্চুয়াল। সে কোনোদিনই জনসমক্ষে আসতে পারবে না। তাহলে হাগার হাগার কমেন্ট লাইক দিয়া তার লাভ কী হইল? এই নেইম এন্ড ফেইম পানিতে ভেসে যাবে।

যাই হোক, হিট ব্লগার হওয়ার অনেক তরিকা আছে। এ নিয়ে আগে অনেক পোস্টও দেখতাম।

দুঃখগাথাটা একটা বাস্তবতা। এর প্রতিকারের কথা আমাদের শীঘ্র ভাবতে হবে।







৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই,
বিখ্যাত শুধুই জনপ্রিয় । উদাহরণ: - মিষ্টি।
আর কুখ্যাত সেই ক্ষেত্রে জনপ্রিয়, জননন্দিত, বেষ্ট সেলার, হট কেক, বাজার গরম, মার্কেট সর্টেজ। উদাহরণ: - তসলিমা নাসরিনের বই আর পেঁয়াজ !!!

বাজারে তসলিমা নাসরিনের বইয়ের মারাত্বক আকারে ঘাটতি, আর কাঁচা বাজারে পেঁয়াজের !!!

*** আপনাকে অনেক দেরিতে পাওয়া গেছে, দেরি হোক যায়নি সময় !!! সাথে আছেন - সাথে থাকবো ।।

২০| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৮

শায়মা বলেছেন: হা হা ভাইয়া

@ সোনাবীজভাইয়া!!!!!!!


কালই তোমার বাড়িতে আসবো!

তোমার সন্মুখে! :P

২১| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বাপ রে বাপ!
মন্তব্যে এত লাইক দিচ্ছে কারা??


ঠাকুরজ্বী, ভাবছি ব্লগে একটা প্রেম করবো। একটা আপু নিক নিয়ে খেল দেখান দেখি!!!:P

@ তারা(মেয়েরা) অতিষ্ট বাংলার ৮ কোটি ৫০ লক্ষ পুরুষের এ্যাড ফ্রেন্ড রিকোয়েষ্ট আর নোংরা ইনব্ক্স চিঠির অত্যাচারে,
.. তথ্যে ভুল আছে। সবাই ফেবু ইউজ করে না।;)

৩০ শে আগস্ট, ২০১৮ ভোর ৪:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন: শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম কেনো, ব্লগ, ফোন সাথে সাথে চলে আসবে হোয়াটআ্যপ, ইমো, ভাইবার, উইচ্যাট, লাইভ আরো কতো কি - আপনি বাস্তবে সত্যি সত্যি মহিলা হয়ে থাকলে হাই, হ্যালো, ইমোটিক আইকন, কথা বলতে চাই, সহ ইত্যকার ম্যাসেজ পেতে থাকবেন ডিলিট করে করে ক্লান্ত হয়ে যাবেন ইচ্ছে করবে ফোন ভেঙ্গে ফেলে দিতে !!! - ফোন নাম্বার !!! - ভুলেও যদি দোকান থেকে টাকা লোড করেন কার্ড না কিনে !!! - আপনার ফোন এখন বাজবে !!! ৮ কোটি ৫০ লক্ষ একবার বলেছি এখন আর কমানো যাবে না মন্ডল ভাই । আমি এক কথার মানুষ এখন তা প্রমান করতে হলে কোর্টে ১০১ টা প্রমাণ সাক্ষি হাজির করবো তবে সংখ্যা তো গুরু কমবে না । এই দেশের পুরুষ মানুষ মানেই যদি এক হাত লম্বা জীব বার করা প্রাণী হয় তাহলে আল্লাহ মাফ করুন দ্বীতিয়বার পূণর্জন্মে অবস্যই এ্যালিয়েন হয়ে জন্মাবো !!!

২২| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৩

শায়মা বলেছেন: ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৭ ০

লেখক বলেছেন: শায়মা আপা, তোমার কেমন খাবার পছন্দ বলোতো প্লিজ - ঝাল, মিষ্টি, টক, আমার দীর্ঘ জীবনে অসংখ্যবার রান্না করে খেতে হয়েছে লাষ্ট “গত ঈদেও বেইজীং ও সাংহাই রান্না করে ভাত খেতে হয়েছে” - তোমার ভাই একজন ভালো বাবুর্চি, এটা মনে আছে তো !!! তাছাড়া ঢাকায় তো রেষ্টুরেন্ট আছে নাকি “ষ্টার, ফখরুদ্দিন, ষ্টেক হাউজ” ।।

ওওওওওওওওওওওও তুমি আমাকে রান্না করে খাওয়াবা!!!!!!!! আর ঢাকা এলে সোজা টনি রোমাস ওকে!!!!!!! :) :) :)

আমি নির্বিরোধী মানুষ - হৃদিমনি কে ? অচেনা হৃদি নামের এজন ব্লগার আছেন - সে অবুঝ শিশু, আর আমি হারকিউলিস, তোমার কি মনে হয় তোমার ভাই হারকিউলিস কোনো শিশুর সাথে দন্দ করবে !!! তাকে দুইটা বিস্কুট দাও - ব্রিটল বিস্কুট খাইতে খাইতে তার বেলা চলে যাবে ।

নাহ সেই পোস্ট পরে তখন বুঝিনি বটে তবে পরে কুমারী পছন্দ পোস্ট পড়ে বুঝেছি তুমি আসলেই আসলেই শিশুর উপরেই রাগ করেছো। নো রাগ ভাইয়ামনি!

শায়মা আপা তোমার ভাই ১৯৯২ সনে বাংলাদেশ টেলিভিষন বিতর্কে জয়ী যৌক্তিক তার্কিক - তুমি তো ভুলে যাওয়ার কথা না !!!

(আমি!!!!! আমি তো কিছুই ভুলিনা তবে শিশুর সাথে রাগ করতে নেই ভাইয়া। পারলে বলে দাও তোমার মতে কেমনে করে কিভাবে লেখা উচিৎ ছিলো। :) )

বাসায় আসতেছি - সালাদ দিয়ে গরম গরম রুটি খাবো, বোন আমার - আগামী পোষ্ট অবস্যই তোমাকে নিয়ে হবে অবস্যই ।।

গুড গুড থ্যাংক ইউ!!!!!!!!! শুধু সালাদ দিয়ে রুটি!!!!!!!!! নেহি ভাইয়ু!!!!!!!! আমি মাংসাশী প্রানী! :(

২৩| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৭

চঞ্চল হরিণী বলেছেন: ভালো বিষয়ে লিখেছেন। আমার ধারণা ছিল ব্লগ মূলত লেখার জায়গা। বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণমূলক লেখা, মতামত, তথ্য আদান প্রদান, জ্ঞান সমৃদ্ধ করার জায়গা। ফেসবুকের চেয়ে এইজন্য ব্লগকে আমি আলাদাভাবে দেখি। এখানে আসার পর দেখলাম আমার ধারণায় একটু ভুল ছিল। ব্লগ ছবিরও হয় আবার বিভিন্ন জনের বাসায় কি রান্না করলো তার বিবরণেরও হয়। আসল কথা ব্লগারদের ইচ্ছে তারা ব্লগে কি লিখবে। এজন্যই সবাই যার যার ব্লগকে 'আমার ব্লগ বাড়ি' বলে। ফেসবুকে ফ্রেন্ডদের গ্রুপ করার অপশন আছে। কাস্টোমাইজ করে বিভিন্ন ধরণের পোস্ট দেয়া যায়। কিন্তু ব্লগে এমন ব্যাপার নেই, যা পোস্ট হয় সব পাবলিক। বিষয় হল ভালো ব্লগিং আর ভালো লেখা মোটেই এক বিষয় নয়। ভালো ব্লগিং হল ব্লগে প্রচুর সময় দেয়া, পড়ে হোক না পড়ে হোক দ্রুত গতিতে প্রচুর পোস্টে মন্তব্য করা, কাউন্টার করা। আর অল্পসময়ে জনপ্রিয় হতে হলে ভালো ব্লগিং এর সাথে যেগুলো থাকতে সেগুলো হল ব্লগারদের নিয়ে ভালো লেখা বা ট্রল করা, চটুল বিষয় নিয়ে লেখা, খুব প্রচলিত আবেগ নিয়ে লেখা, ধর্ম নিয়ে লেখা, রাজনীতি নিয়ে লেখা, খোঁচানো লেখা, সুড়সুড়িমূলক লেখা, নিজের বিলাসি জীবনযাত্রা নিয়ে লেখা ইত্যাদি। এছাড়া কারো যদি সত্যিকার কিছু ভালো লেখা আগে থেকে জমা থাকে আর হাতে প্রচুর সময় থাকে তাহলেও অল্প সময়ে জনপ্রিয় হওয়া যায়। মেয়েদের খিলখিল হাসি শুনতে সবাই পছন্দ করে, অর্থহীন কাজকর্মেও গদগদ হয়। কিন্তু মেয়েটা যদি খিলখিল না হাসে আর অর্থহীন বা চটুল কাজ না করে তাহলে মেয়ে নিক নিয়েও কোন লাভা নেই। রাতারাতি জনপ্রিয় হওয়ার কোন সম্ভাবনা নেই। আর এইসব বিষয় একজন ছেলে করলেও সে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠতে পারবে। মেয়েরা চটুল কিছু লিখলে ছেলেরা হুমড়ি খেয়ে পড়ে এটা পুরুষদের মনস্তাত্ত্বিক ব্যাপার। সমস্যা হল এতে সত্যিকার ভালো লেখাগুলোর সত্যিই অনেক ক্ষতি হয়ে যায়। কারণ অফুরন্ত সময় কারোরই নেই। যে সামান্য সময় পেয়ে কেউ ব্লগে ঢুকে অহেতুক একটা লেখা পড়ছে সেই সময়ে সে অন্য ভালো একটি লেখা পড়ে নিজের মনন সমৃদ্ধ করতে পারতো। বিনোদনের অবশ্যই প্রয়োজন আছে , কিন্তু সেটা যদি ক্রমাগত অন্য সবকিছুকে একপাশ করে দিতে থাকে সেক্ষেত্রে সেটা পরিত্যাগ করা খুব জরুরী। এখানে সেই ব্লগারের এবং পাঠকদের নিজের সচেতন হওয়া এবং দায়িত্ববোধ থাকাটা খুব বেশি দরকার।

৩০ শে আগস্ট, ২০১৮ ভোর ৪:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন: ছোটবোন চঞ্চল হরিণী, আপনার জন্য আজকে একটি গান: - ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জীবন হোক আনন্দময় ।

যারে যারে উড়ে যারে পাখি
ফুরালো প্রাণের মেলা
শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি।।

আকাশে আকাশে ফিরে
যা ফিরে আপন নীড়ে
শ্যামল মাটির বনছায়।

শুধু মনে মনে তোকে ডাকি
চাহিনা খেলিতে খেলা
শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি।।

আমারই স্বপ্ন হয়ে
কত কি যে গেছ কয়ে
হৃদয় পিঞ্জরে বসিয়া।
জানি সবই রয়ে গেল বাকী
এবারে ভাসাব ভেলা
শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি।।
---------------------------------------------------
শিল্পীঃ লতা মঙ্গেশকর
সুরকারঃ সলিল চৌধুরী

২৪| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৬

অন্তরন্তর বলেছেন: ধুর এই জনপ্রিয়তার দরকার কি?

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন: মিয়া ভাই, জনপ্রিয়তা দিয়ে কি হবে, যদি সততার সাথে আয় না হয় !!! কেমন আছেন ? বিদেশে থেকেও বুকে বাংলাদেশ নিয়ে আছেন - এই হচ্ছে ভালোবাসা । ভালোবাসা নেবেন ।

২৫| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১:৩০

বলেছেন: ফ্যাক্টটি হচ্ছে ---- সর্বোপরি সবাই জনপ্রিয় হতে চায়,
যা আমি চাই না---

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন: ল ভাই, আমি জানি ।
আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাাকুন ।।

২৬| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৩:২৭

অনল চৌধুরী বলেছেন: অনল চৌধুরী ভাই-কি বলবো অঅর কাবে বলবো!!!
রাজনৈতিক নেতা,শিক্ষক,চিকিৎসক,লেখক,সাংবাদিক,কবি.নাট্যকার,পরিচালক,অভিনেতা-সব পেশার প্রায় সবই তো ভন্ড।
মুখে মুখে নীতিকথা সবাই বলে,কিন্ত নিজের জীবনে প্রায় কেইউ মানো।
অার এদের সবার সবচেয়ে বড় ঘৃণার ব্যাক্তিরা হচ্ছে সৎ.নীতিবান লোকজন,যারা নিজেরা নীতি অাদর্শ মানে অার দেশ-জাতি-সমাজেও এসবের প্রচার করতে চায়।
৫০-৮০র দশক পর্যন্ত এদের দাম ছিলো।এখন তারা চলে যাচ্ছে ,বা পাঠানো হচ্ছে যাদুঘরে।যেভাবে আমাকে পাঠানো হলো।
উন্নত দেশ নীতিবান লোকদের মানুষ দেবতার মতো সন্মান করে।
অার বাংলাদেশ সর্বত্র তারা অপমাণিত,অবহেলিত।
চোর,দুর্নীবাজ,লম্পট,নারী ব্যবসায়ীরা এদেশে বিশেষভাবে সন্মানিত।

এই দেশের অধ:পতন ছাড়া অার কি হবে!!!
যে দেশে নীতিবান লোকদের দাম নাই,সেই দেশে নীতিবান লোকের জন্ম হয়না।

৩০ শে আগস্ট, ২০১৮ ভোর ৪:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশে মানবতার গীত গান বেশী আর এই বাংলাদেশেই মানবতা ধর্ষিত হয় !!! নজির ১ লক্ষ ১ টা কোনটা ছেড়ে কোনটা বলবেন ?

অনল চৌধুরী ভাই একটু ইতিহাসে ঢু মারি কি বলেন, “বাংলাদেশের পুরো এক সাইট সাগরে বেষ্টিত, বলা হয় আমাদের দেশটি বদ্বীপ !!! আর সেই দেশেই কিনা লবনের আকাল অভাব, দুর্ভিক্ষ !!! - যেই দেশে নারীর মান, নারীর সম্মান, নারীর সমঅধিকার, নারীর গীত, গান, ঢাক ঢোল, বাদ্য বাজবে তাহলে সেই দেশে নারীর কি হতে পারে বলেন ?

২৭| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৩:২৯

অনল চৌধুরী বলেছেন: ফেসবুকে মেয়ে আইডি দেখলে সমাজের তথাকথিত ফেসবুকার পুরুষগন হামলা করে পরেন, অরিজিনাল আইডিধারী মহিলাগণ তাদের ফেসবুক নিরাপত্তার খাতিরে সার্বিকভাবে লক করে রাখেন, একমাত্র সেলিব্রেটি আর উম্মাদনী ফেসবুকার নেট উথাল পাথাল করে ছাড়ে পরবর্তিতে আরো কতো কিছুই হচ্ছে - সমাজ অবক্ষয় এখান থেকেই শুরু ।

ব্লগে অনেকে আছেন বিচক্ষণ তাদের লেখা, প্রঞ্জল তাদের ভাষা, কবিতা, প্রবন্ধ, রাজনীতি প্রবল লেখার শক্তি আজকে মহিলা আইডি নিয়ে লেখা শুরু করুক - ব্লগ এক সাইড করে রেখে দেবেন ১০০% গ্যারান্টি
-লাম্পট্য দেশে ভয়াবহ রূপ ধারণ করেছে।
ওই লেখাটা কোন মেয়ে লিখলে নিষিদ্ধ করা হতো না বরং লক্ষকোটি প্রশংসা অাসতো।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন: অনল চৌধুরী ভাই,
ফেসবুক আসলেই ফেসবুক !!! একজনের ফেসবুক দেখে তার চরিত্র বলে দেওয়া সম্ভব - বিস্বাস হয় ? আরো আছে ফেসবুক দেখে তথাকথিত মেয়ে ও ছেলের এ্যাইম ইন লাইফ বলে দেওয়া সম্বব ? হয়তো সেই দিন বেশী দুরে নেই যেদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি লেখা থাকবে তাদের সেই ভয়ংকর প্রফেশন যাহা মরণব্যাধী এ্যাইডস ছড়ায় !!!

ফেসবুকে সেলিব্রেটি মডেল ফ্যাশন আইকন দেখে মনে হতে পারে তাদের জীবনের বিলাসিতা হয়তো বিপুল - বিস্বাস করেন অনল চৌধুরী ভাই, সেইসব ফেসবুকার তরুন তরুনী দিন শেষে লোকাল বাসে ধাক্কা ধাক্কি করে বাসের হেল্পারের সঙ্গে নোংরা আচরন করে পরিস্থিতি খারাপ করে দিন কে দিন !!! তাদের জীবনের বিলাসিতা ফুটপাতে ১৫০ টাকার সেন্ডেল আর ৩০০ টাকার পার্স - ফেসবুকে হয়ে যায় ওয়ার্ল্ড ব্রান্ড গোচ্চি !!!



২৮| ৩০ শে আগস্ট, ২০১৮ ভোর ৪:৩৯

অনল চৌধুরী বলেছেন: পুরো দেশ-জাতি-সমাজ পাল্টে দিতে পারতাম উন্নত চিন্তাভাবনা অার দর্শন দিয়ে।কিন্ত চোরারা না শোনে ধর্ম কাহিনী।
অারবরা না জেনে পাপ করতো।অার বাংলাদেশের মানুষরা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে নিজেদের নষ্টজীবে পরিণত করছে।
এদের ভালো করতে অাসলে বুদ্ধ-যিশুও বাপ বাপ করে পালাতো!!!!

৩০ শে আগস্ট, ২০১৮ ভোর ৪:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন: অনল চৌধুরী ভাই, আমি একটা কথা প্রায়ই বলে থাকি ধর্ম মানুষে বিকৃত করেছে বস্তুত সকল ধর্ম ঈশ্বর প্রদত্ত । বাংলাদেশে এখন যেই অবস্থা এখানে বুদ্ধ-যিশু না, প্রয়োজন মা কালী !!! কোপ দিয়ে ধর আলাদা করে দেবে কি পুরুষ কি নারী !!! বাংলার বুক থেকে কলংক মুছে দেওয়ার জন্য প্রয়োজন “শিব, বিষ্ণু, মা কালী” !!!

২৯| ৩০ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ব্লগার চঞ্চলা হরিনী কি এখোন সেফ/নিরাপদ হয়নি?

সবাই নিরাপদ হোক।
নিরাপদ সড়ক চাই।
নিরাপদ দেশ চাই।
নিরাপদ ব্লগ চাই।

৩০ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই, মালয়েমিয়ার কয়েকটি খাবার আমার খুবই পছন্দ - নাসি গোরেং কাম্পুং, তসে, সয়াবিন লিকুইড । আর রেষ্টুরেন্ট একটাই এন জেড মামা - তামিল রেষ্টুরেন্ট !!! অহঃ ভোর সকালে রোটি চানা - - - - -

ব্লগার চঞ্চল হরিণী তিনি সেফ তো হওয়ার কথা, আমি ঠিক জানি না ।

৩০| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ভাই, আপনার দাওয়াত রইল। আ‌সেন। রে‌স্টো‌রে‌ন্টের তো আকাল নাই। আপ‌নি টুইন টাওয়া‌রের উল্টা দি‌কের এন জেড এ খে‌য়ে‌ছি‌লেন। খারাপ না। আবার আ‌সেন।

ভাই, আপনার দাওয়াত রইল। আ‌সেন। রে‌স্টো‌রে‌ন্টের তো আকাল নাই। আপ‌নি টুইন টাওয়া‌রের উল্টা দি‌কের এন জেড এ খে‌য়ে‌ছি‌লেন। খারাপ না। আবার আ‌সেন।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই, বিদেশে খাওয়ার কষ্ট মানে বিরাট কষ্ট, আমি কোরিয়া ও চা্য়না খাবারের যেই কষ্ট করি তার শতভাগের একভাগ ও মালয়েশিয়াতে না - মালয়েশিয়াতে রেষ্টুরেন্টের খাবার অর্থ নিজের ঘরের চেয়ে ভালো রান্না ।।

৩১| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৫২

ঢাবিয়ান বলেছেন: @ অনল চৌধুরী , যে ভাবে আপনি সেলিব্রিটিদের মুখোশ খুলে দিচ্ছিলেন তাতে আপনাকে যে ব্যান করা হয়নি এই বেশী। গতকাল দপ্তরবীহিন মন্ত্রী জনকন্ঠের একটি রিপোর্টের প্রফেশনালিজমের সমালোচনা করে একটি পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টও দেখছি উধাও।সেই ব্লগারও ব্যান হয়েছে কিনা কে জানে! আসলে সামু ব্লগের দোষ দিয়ে লাভ নাই। নিয়ন্ত্রিত গনমাধ্যমের এই সময়ে সামু ব্লগের পক্ষে কতটা নিরপেক্ষতা ধরে রাখা সম্ভব?

সামনে যে দিন আসছে তাতে খুব সম্ভবত কেবল ফুল লতা পাতা , খাবার দাবার , ভ্রমন , মহিলা নিকে ফান পোস্টই কেবল প্রথম পাতায় ঠাই পাবার যোগ্যতা অর্জন করবে।

৩১ শে আগস্ট, ২০১৮ ভোর ৪:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন: যথাযথ কমেন্টে আমিও সহমত পোষন করছি ।, বস্ ধন্যবাদ,
ভাই দুঃখিত আজ বৃহস্পতি প্রবল ব্যাস্ত ছিলাম তাছাড়া আগামী রবিবার সরকারী বন্ধ তাই কাজের চাপ ছিলো বেশী তাই ব্লগে আসতে পারি নি - আর আপনাদের কমেন্টের প্রত্যুত্তর ও দিতে পারিনি ।

৩২| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:২১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মাহমুদভাই,

আপনার দৃষ্টিটি ভালো। তবে কী আর করা যাবে। সবাই যে একভাবে চলবে না। মত ও পথ আলাদা হওয়াটা স্বাভাবিক। আমি শ্রদ্ধেয়া হরিনীআপুর কমেন্টে লাইক দিয়েছি। বয়স বাড়ছে। অন্যের চলাচলকে মাথায় বেশি ঢোকাব না। এতে আমার নিজের চিন্তাশক্তি নষ্ট হতে পারে।

বড়ভায়ের কাছে আবদার করবো, ওসব বিষয়কে পাত্তা না দিতে। আমার কমেন্টে সামান্যতম ব্যাথা পেলে ক্ষমা প্রার্থী ।

শুভকামনা রইল। পাশাপাশি আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো। আমি অপেক্ষায় থাকবো।


৩১ শে আগস্ট, ২০১৮ ভোর ৪:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন: বস্ ধন্যবাদ,
ভাই দুঃখিত আজ বৃহস্পতিবার প্রবল ব্যাস্ত ছিলাম তাছাড়া আগামী রবিবার সরকারী বন্ধ তাই কাজের চাপ ছিলো বেশী তাই ব্লগে আসতে পারি নি - আর আপনাদের কমেন্টের প্রত্যুত্তর ও দিতে পারিনি ।

৩৩| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তাই কমেন্ট কম পেয়ে থাকেন !!! মহিলা নিকে মটর সাইকেল চালিয়ে দুইটা পোষ্ট দিয়ে দেখুন - ফেলু মামার রেকর্ড ভঙ্গ হয় কি না ? ২৪/৭ আপনাকে কম্পিউটারের সামনে থাকতে হবে রিপ্লাই দেওয়ার জন্য !!!

হা হা হা ---
মন্দ বলেন নি।

৩১ শে আগস্ট, ২০১৮ ভোর ৪:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:

তারা আজকাল ব্লগেও বাস করে । - ব্লগে এখন ঘটক পাখি ভাইয়ের জরূরী প্রয়োজন, বলে জোর দাবী করছি ।।।

৩৪| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: পেতে হলে দিতে হবে। ব্লগও প্রায় এই নীতি'তে চলছে। তবে মেয়ে নিকগুলা তুলনামূলক একটু বেশি পায়।এই আর কি!

৩১ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:০২

ঠাকুরমাহমুদ বলেছেন: একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, গাড়ী চালানো অবস্থায় ব্লগে বিশেষ করে ছদ্ধ নাম ব্লগার/ফেসবুকার পরিহার করুন !!! নিজে বাঁচুন দেশকে বাঁচতে দিন !!!

৩৫| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৩

কথার ফুলঝুরি! বলেছেন: কিছু বলার আগে চঞ্চল হরিণী আপুকে অনেক ভালোবাসা জানাচ্ছি। আপু, আপনি আমার কষ্ট অনেক কমিয়ে দিয়েছেন। আপনি যে কথাগুলো বলেছেন আমি ঠিক সেগুলোই বলতে চেয়েছিলাম, শুধু রাতের বেলা আবার পি সি অন করে মন্তব্য করতে ইচ্ছে করছিলনা বিধায় সকাল হওয়ার অপেক্ষায় ছিলাম ।

যাই হোক, আমি শুধু আর একটা কথা অ্যাড করছি, ঠাকুরমাহমুদ ভাইয়া আপনি যা বলেছেন ঠিক বলেছেন । কিন্তু ভাইয়া আমার নিকটাও যে একটা মহিলা নিক, এবং ব্লগে আরও মহিলা নিক আছে সে ক্ষেত্রে মহিলা নিকের বিষয়টি একটু কেমন কেমন লাগছে ।
যদিও আমি ব্লগে জনপ্রিয় নই আর না হওয়ার কোন ইচ্ছা আছে ।আমার একটাই ইচ্ছে আমার সহব্লগারদের মনে জায়গা করে নেওয়া, তাদের কাছে থেকে একজন সহব্লগার হিসেবে ভালোবাসা পাওয়া এবং তা আমার লেখা, মন্তব্য ও প্রতিমন্তব্য এর মাধ্যমে, অবশ্যই মহিলা নিক দিয়ে নয়।
আমি মোটেও নিজেকে লেখক, কবি, ব্লগার কোনটাই ভাবিনা, ভালোলাগে তাই লিখি, এটা আমার আত্মতৃপ্তি। এখানে অনেক গুণী মানুষ আছেন এবং আমি তাদের সান্নিদ্ধে আছি এটাও অনেক কিছু আমার কাছে। এই ৪ মাসে অনেক বেশী ভালোবাসা পেয়েছি আপনাদের কাছে থেকে এবং আমি তা নিয়ে অনেক আনন্দিত। কিন্তু গত রাত থেকে মনে হচ্ছে ওসব কি শুধুমাত্র আমার মহিলা নিকের কারনে ? এখন তো আমার নিক চেঞ্জ করতে ইচ্ছে হচ্ছে এবং কোন লেখা পোস্ট করতেই ইতস্তত লাগছে কারন যদি অনেকে লেখাটা পছন্দ করে বসে তাহলে আবার কেউ কেউ না বলে বসে যে মহিলা নিক তাই। আমি ঢাবিয়ান ভাইয়াকেও একই কথা বলছি ।

৩১ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন: কথার ফুলঝুরি! আপু ধন্যবাদ ।

৩৬| ৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৭

ঢাবিয়ান বলেছেন: কথার ফুলঝুরি, ইস্যূটা আসলে মহিলা ব্লগারদের বিরুদ্ধে নয়। অচেনা হ্রদি নিকের পেছনে একজন ছেলেই আছে, কোন মেয়ে অবস্যই নয়। তাই সে খুব ভাল করেই জানে কেমন লেখা লিখলে সংখ্যাগরিষ্ঠ পুরুষ ব্লগাররা হামলে পড়বে। সেটাই সে এই ব্লগে করছে। এই ইসূতে এই লেখকের পোস্ট অত্যন্ত গুরুত্বপুর্ন। নির্বাচিত পোস্ট হওয়া উচিৎ মানসম্মত কোন পোস্ট। এলেবেল, আজেবাজে কোন পোস্ট নয়।

৩১ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:

৩৭| ৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৭

টারজান০০০০৭ বলেছেন: ভাই, ফুল ফুটিলে ভ্রমরকুল আসিবেই ! আগুন জ্বলিলে পতঙ্গ ঝাপাইয়া পরিবেই ! ইহাতো স্বতঃসিদ্ধ ! মানিয়া লইতে হইবে।

মানুষের বুদ্ধি বেশি তাই ফেসবুকে কৃত্তিম উপায়ে ফুল ফোটাইতো, আগুন জ্বালাইতো ! তাই ছাইয়া নিকের আবির্ভাব ! ব্লগেও ছিল বোধহয় এককালে !

ভার্চুয়াল জগতে নারীজাতি সমানাধিকার পার হইয়া অগ্রাধিকার পাইতেছে ! দুনিয়া আওগাইয়া যাইতেছে !

@ অনল চৌধুরী ! আপনার পোস্ট আমার খুব পছন্দ হইয়াছিল। তবে এই পোস্টের এমন পরিণতিই হইবে অনুমান করিয়াছিলাম। বিশেষ করিয়া কিছু বিপদজনক মন্তব্য আসার পরে ইহাতে ব্লগও আইনগত সমস্যায় পড়ার সম্ভাবনা ছিল। তবে আপনাকে প্রথম পাতায় ব্যান করার নিন্দা জানাইতেছি !

যে বরাহশাবক কয়েকদিন ধরিয়া ধর্ম ও ধর্মীয় ব্যাক্তিত্বের অবমাননা করিতেছে তাহার বিরুদ্ধে কোন ব্যবস্থা লইতে দেখিলাম না ! আমি প্রায়ই বলি, মডুর দুর্বলতায় সামু সুপারমল হইতে মুদির দোকান হইয়াছে ! এমন চলিতে থাকিলে পান-বিড়ির দোকান হইতে সময় লাগিবে না ! X((

৩১ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: যে বরাহশাবক কয়েকদিন ধরিয়া ধর্ম ও ধর্মীয় ব্যাক্তিত্বের অবমাননা করিতেছে তাহার বিরুদ্ধে কোন ব্যবস্থা লইতে দেখিলাম না ! আমি প্রায়ই বলি, মডুর দুর্বলতায় সামু সুপারমল হইতে মুদির দোকান হইয়াছে ! এমন চলিতে থাকিলে পান-বিড়ির দোকান হইতে সময় লাগিবে না !

৩৮| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: কোথায় আপনি?

৩১ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন: ভাই দুঃখিত আজ বৃহস্পতি প্রবল ব্যাস্ত ছিলাম তাছাড়া আগামী রবিবার সরকারী বন্ধ তাই কাজের চাপ ছিলো বেশী তাই ব্লগে আসতে পারি নি - আর আপনাদের কমেন্টের প্রত্যুত্তর ও দিতে পারিনি ।

৩৯| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৫

সাহাদাত উদরাজী বলেছেন: খাইছে! কমেন্ট করেই গেলাম!

৩১ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন: খাইতে থাকুন, খাইতে থাকুন !!

৪০| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৫

অপর্ণা মম্ময় বলেছেন: অদ্ভুত সব নিক আর কমেন্টের চক্করে কোনটা মেয়ে নিক আর কোনটা ছেলে নিক বুঝা মুশকিল! তারচেয়েও মজার ব্যাপার এক ফেক নিক আরেক ফেক নিকের আড়ালে কে লুকিয়ে আছে সে খুব ভালো বোঝে। এত এত ফেক নিক নিয়ে কী বেনেফিট! আমার তো গত দুই তিন দিন ধরে এত লম্বা সময় পর এসেও মনে হয় এই ব্লগে কিছু ছদ্মবেশী ভূত বিভিন্ন বেশে ঘুরে বেড়াচ্ছে, মানুষ ঘুরেফিরে গুটিকয়েক!

৩১ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগে কিছু ছদ্মবেশী ভূত বিভিন্ন বেশে ঘুরে বেড়াচ্ছে, মানুষ ঘুরেফিরে গুটিকয়েক!

৪১| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪০

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশে এখন যেই অবস্থা এখানে বুদ্ধ-যিশু না, প্রয়োজন মা কালী !!! কোপ দিয়ে ধর আলাদা করে দেবে কি পুরুষ কি নারী !!! বাংলার বুক থেকে কলংক মুছে দেওয়ার জন্য প্রয়োজন “শিব, বিষ্ণু, মা কালী” !!!-একদম ঠিক বলেছেন।বাংলাদেশের অপরাধীদের আচরণ কুকুরের বাকা লেজের মতো।তোক্ষণ সোজা করে রাখা যায়,ততক্ষণই সোজা থাকে।ছেঢ়ে দিলেই আবার বাকা হয়ে যায়।চোর দুর্নীতিবাজ,শেয়ারবাজার-ব্যাংক-লুটকারী,খাবারে ভেজাল প্রদানকারী-সবাইরই এক চরিত্র।
১৭ কোটি মানুষকে রক্ষা করতে গিয়ে যদি ৭ কোটি হত্যা করতে হয়,তাও জাতি রক্ষা পাবে।
পৃথিবীর খুব কম দেশের লোকসংখ্যা ৭ কোটি।

৩১ শে আগস্ট, ২০১৮ ভোর ৪:২০

ঠাকুরমাহমুদ বলেছেন: সত্যি অনল চৌধুরী ভাই,
বাংলাদেশে এখন যেই অবস্থা এখানে বুদ্ধ-যিশু না, প্রয়োজন মা কালী !!! কোপ দিয়ে ধর আলাদা করে দেবে - কি পুরুষ কি নারী !!! বাংলার বুক থেকে কলংক মুছে দেওয়ার জন্য প্রয়োজন “শিব, বিষ্ণু, মা কালী” !!!

তাছাড়া বাংরাদেশে প্রাকৃতিক বিপর্যয়ে ভুকম্প, আইলা সিডরে ২,৪, ৫ কোটি মানুষ যদি মারা যায় - অবাক হবার মতো কোনো কারণ নেই - এটাই আশা করা উচিত !!! কারণ বাংলাদেশর মানুষের এখন পাওনা একটি বড় প্রকৃতিক বিপর্যয় !!! ইউটিউব আর ফেসবুক দেখলে মনে হতে পারে বাংলাদেশের মানুষ নির্ঘাত পর্ণটিভি থেকে আবির্ভাব হয়েছে ।

৪২| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৫

অনল চৌধুরী বলেছেন: ঢাবিয়ান বলেছেন: @ অনল চৌধুরী , যে ভাবে আপনি সেলিব্রিটিদের মুখোশ খুলে দিচ্ছিলেন তাতে আপনাকে যে ব্যান করা হয়নি এই বেশী। গতকাল দপ্তরবীহিন মন্ত্রী জনকন্ঠের একটি রিপোর্টের প্রফেশনালিজমের সমালোচনা করে একটি পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টও দেখছি উধাও।সেই ব্লগারও ব্যান হয়েছে কিনা কে জানে! আসলে সামু ব্লগের দোষ দিয়ে লাভ নাই। নিয়ন্ত্রিত গনমাধ্যমের এই সময়ে সামু ব্লগের পক্ষে কতটা নিরপেক্ষতা ধরে রাখা সম্ভব? -তাহলে কি অামরা সবাই আবার পাথর যুগে ফিরে যাবো?
নিষিদ্ধ হওয়া অামার জন্য নতুন কিছু না।এই নারী ব্যবসায়ী চক্র বহু আগে বইমেলাতেও আমাকে নিষিদ্ধ করেছে।
আমি নতুন কোন লেখক না।বাংলাদেশে ইন্টারনেট অার ব্লগ চলু হওয়া অনেক অাগে থেকেই আমি লিখছি।
অামি তো সরকারবিরোধী কিছু লিখিনি।
লিখেছি সেইসব লম্পট অার দালালদের বিরুদ্ধে যারা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি,বাঙ্গালী জাতীয়তাবাদী,প্রগতিশীল,রুচিবান-সাহিত্যবোদ্ধা-উন্নতশ্রেনীর লোক-,অালোর পথযাত্রী-অালোকিত জীব-রবীন্দ্র,লালন ভক্ত-এইসব চাপাবাজি করে সব সরকারের অামলেই এইসব অপরাধ করে যাচ্ছে।
অামি ব্লগকে বিপদে ফেলতে চাইনি।ব্লগ আমাকে বললেই আমি অন্যভাবে নিজের এইসব লম্পটদের বিরুদ্ধে লিখতাম।কিন্ত অামাকে তো চরম অপমাণ করা হয়েছে।
তাহলে কি অামরা নীরবে আমাদের দেশের মেয়েদের দেশী-বিদেশী চক্রের কাছে শরীর অার সন্মান বিক্রি করতে দেখবো?

@ অনল চৌধুরী ! আপনার পোস্ট আমার খুব পছন্দ হইয়াছিল। তবে এই পোস্টের এমন পরিণতিই হইবে অনুমান করিয়াছিলাম। বিশেষ করিয়া কিছু বিপদজনক মন্তব্য আসার পরে ইহাতে ব্লগও আইনগত সমস্যায় পড়ার সম্ভাবনা ছিল। তবে আপনাকে প্রথম পাতায় ব্যান করার নিন্দা জানাইতেছি !-ধন্যবাদ।আমি সাংবাদিকতার নীতিমালা জানি।তাই কারো নামই লিখিনি.যদিও সারা দেশর মানুষ জানে এরা কারা।তারপরও কার এতা জ্বালা!!!

৩১ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন: যদিও সারা দেশের মানুষ জানে এরা কারা। তারপরও কার এতা জ্বালা!!!
যদিও সারা দেশের মানুষ জানে এরা কারা। তারপরও কার এতা জ্বালা!!!
যদিও সারা দেশের মানুষ জানে এরা কারা। তারপরও কার এতা জ্বালা!!!
যদিও সারা দেশের মানুষ জানে এরা কারা। তারপরও কার এতা জ্বালা!!!

৪৩| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৫

কথার ফুলঝুরি! বলেছেন: @ঢাবিয়ান বলেছেন: কথার ফুলঝুরি, ইস্যূটা আসলে মহিলা ব্লগারদের বিরুদ্ধে নয়। অচেনা হ্রদি নিকের পেছনে একজন ছেলেই আছে, কোন মেয়ে অবস্যই নয়। তাই সে খুব ভাল করেই জানে কেমন লেখা লিখলে সংখ্যাগরিষ্ঠ পুরুষ ব্লগাররা হামলে পড়বে। সেটাই সে এই ব্লগে করছে। এই ইসূতে এই লেখকের পোস্ট অত্যন্ত গুরুত্বপুর্ন। নির্বাচিত পোস্ট হওয়া উচিৎ মানসম্মত কোন পোস্ট। এলেবেল, আজেবাজে কোন পোস্ট নয়।-- ঢাবিয়ান ভাইয়া, আমি এই বিষয়ে কোন মন্তব্য করিতে চাচ্ছিনে :P কিছু কিছু সময় আমি নীরবতা পালন করতে পছন্দ করি ;) কিন্তু আমি সব দেখি :P

তবে, আমাকে প্রতিউত্তর করে আমার মনের খচখচানি দূর করে দেওয়ার জন্য অনেক বেশী ধন্যবাদ ভাইয়া । শুভরাত্রি 8-|

৩১ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন: বোবার শত্রু নাই ।

৪৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:১৮

অনল চৌধুরী বলেছেন:
সত্যি অনল চৌধুরী ভাই,
বাংলাদেশে এখন যেই অবস্থা এখানে বুদ্ধ-যিশু না, প্রয়োজন মা কালী !!! কোপ দিয়ে ধর আলাদা করে দেবে - কি পুরুষ কি নারী !!! বাংলার বুক থেকে কলংক মুছে দেওয়ার জন্য প্রয়োজন “শিব, বিষ্ণু, মা কালী” !!!

তাছাড়া বাংলাদেশে প্রাকৃতিক বিপর্যয়ে ভুকম্প, আইলা সিডরে ২,৪, ৫ কোটি মানুষ যদি মারা যায় - অবাক হবার মতো কোনো কারণ নেই - এটাই আশা করা উচিত !!! কারণ বাংলাদেশর মানুষের এখন পাওনা একটি বড় প্রকৃতিক বিপর্যয় !!! ইউটিউব আর ফেসবুক দেখলে মনে হতে পারে বাংলাদেশের মানুষ নির্ঘাত পর্ণটিভি থেকে আবির্ভাব হয়েছে । বাংলাদেশের ভালো চাইলে চেঙ্গিস,তৈমুর অার হালাগুর মতো গণহত্যাকারী ছাড়া গতি নাই।
-
যদিও সারা দেশের মানুষ জানে এরা কারা। তারপরও কার এতো জ্বালা!!!
-একদিন না একদিন এইসব নাটের গুরুদের ধরা পড়তেই হবে।
শুধু সময়ের অপেক্ষা।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন: পাকিস্তানি পঁচা রক্ত বহমান বাংলার হাজারো লক্ষ মানুষের গায়ে তাই এদের খোজে খোজে আইনের আওতায় এনে বাংলাদেশের দন্ডবিধি যতোগুলো এক্ট আছে সব প্রয়োগ করা উচিত, আর দেওয়া উচিত মরিচ বাটা ট্রিটমেন্ট - এই কাজে কোলকাতা লালবাজার থানা থেকে মরিচ ট্রিটমেন্টের জন্য মরিচ বাটার খ্যাত কান্তি বাই আর ইন্সপেক্টর রাধা বাবুর স্বরনাপন্ন হওয়া যেতে পারে । বাংলার অতি বদমাশদের একটা ভালো চিকিৎসা হতে পারে মরিচ চিকিৎসা ।

৪৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪২

অনল চৌধুরী বলেছেন: মরিচ বাটার খ্যাত কান্তি বাই আর ইন্সপেক্টর রাধা বাবুর স্বরনাপন্ন হওয়া যেতে পারে ।[/sbএই জল্লাদের নামগুলি পেলেন কই?

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন: ভারতীয় পুলিশ বাংলাদেশে ট্রেইনং ও ট্রেইনার দুই কাজেই আসেন । আপনরার ব্লগের কি অবস্থা ? জেনারেল / ব্লক / সেফ ?

৪৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৫৬

অনল চৌধুরী বলেছেন: কর্তৃপক্ষ নিজে থেকে অবরোধ তুলে না নিলে অামি অার এই ব্লগে কিছু লিখবো না।
শুধু মন্তব্য করবো।
এভাবেই মুক্তচিন্তার পথগুলি রুদ্ধ করা হয়।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:

কতৃপক্ষ - অন্ধজনে দেহ আলো, তারা কার ড্রাইভ করছে !!!

৪৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪০

অনল চৌধুরী বলেছেন: সারা দেশটাই তো স্বেচ্ছা অন্ধদের দখলে।
এরাই চুরি-ঘুষ-দুর্নীতি,শেয়ারবাজার,ব্যাংক লুট,বিদেশে টাকা পাচার,মদ-মাদক,পরকিয়া,অপসংস্কৃতি,লাম্পট্য,নারী ব্যবসা,বেপরোয়া গাড়ি চালানোর মতো জঘণ্য অপরাধগুলির মাথে জড়িত।
অার যারা এইসব অন্ধদের খপ্পর থেকে দেশ-জাতি-সমাজকে মুক্ত করতে চায়,তাদেরই যেকোন উপায়ে জব্দ করা হয়।
একারণেই তো বাংলাদেশের এই শোচনীয় অবস্থা।
চীন,জাপান কোরিয়া দূরে থাক,জিয়ার অামলে পৃথিবীর সবচেয়ে গরীব বলে মিথ্যাচার চালানো দেশ ভূটান অাজ পৃথিবীর সবচেয়ে সুখী দেশ।
কিন্ত কোথায় আছে অার যাচ্ছে বাংলাদেশ????

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশে তার বড় ভাইয়ের দিকে অতি দ্রুত গতিতে ধাবমান হচ্ছে ।।

৪৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৩

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশ,ভারত,পাকিস্তান-তিন নির্বোধ অার সংশোধনের অযোগ্য বিকৃত মানসিক রোগীদের দেশ এভাবেই ধ্বংস হয়ে যাবে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন: অনল চৌধুরী ভাই, আপনাকে নিয়ে একটি পোষ্ট দিয়েছি, সবার মতামত পড়তে পারেন - । আশা করি বুঝতে পারবেন আমরা কাদের সাথে ব্লগিং করি !!!

৪৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:২৪

অনল চৌধুরী বলেছেন: আপনাকে ধন্যবাদ জানিয়ে এবিষয়ে বিস্তারিত লিখেছি অাপনার লেখার মন্তব্যে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন: গুরু আমি পড়েছি, চলুক জীবন জীবনের মতো, চলুক পথ পথের মতো, চলার পথে পায়ে কাদা লাগতে পারে এর অর্থ এই নয় পথ চলা থেমে যাবে বা পথ ছেড়ে দেবো ।

৫০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

নীল আকাশ বলেছেন: আপনার কথার আর মন্তব্যের সাথে চমৎকার একটা মিলে খুজে পেলাম। কষ্ট করে একটু ঘুরে আসুন।
http://www.somewhereinblog.net/blog/opiakther/28967722#nogo
হাইরে, মাইয়া হইয়া সামু তে আসলাম না কেন?
অচেনা হ্রদি আর কি দোষ করছে?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন: ১,৪০৭ টি মন্তব্য আর ৬২০ টি উত্তর !!! নীলআকা৩৯ ভাই, আর উত্তর তিনি দিতে পারেন নি, আউটসোর্সিং/ ফ্রি ল্যান্সার নিয়োগ দিতে হবে এতো মন্তব্যর উত্তর দিতে হলে । স্যালুট আপনাকে সমস্যার মুল চিনেছেন । ধন্যবাদ ভাই ।।

৫১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

নীল আকাশ বলেছেন: ভাই, এই সাবজেক্টের উপর একটা লেখা দিতে সত্যি টেম্পেড হচ্ছি। মডুরা ব্যান করেলে তো আরও মজা! খেলা চলবে..........

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন: আমিও ভয়ংকর ভাবে উৎসাহ পাচ্ছি - সামহোয়ারইনব্লগ কি এবারের মতো আরেকটি ছাড় দেবেন ? তাহলে কিবোর্ড নিয়ে ঝাপিয়ে পরি কি বলেন ?

৫২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

নীল আকাশ বলেছেন: প্লট টা মাথার মধ্য ঘুরছে। আগে দাড়া করিয়ে নেই। আমার মাথায় কিছু ঢুকলে সহজে কিছু বের হয় না। একটু সময় লাগবে তবে হাল ছাড়বো না।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার জন্য আশা জাগানিয়া একটি কবিতা: -

ছিপখান তিন-দাঁড় -
তিনজন মাল্লা
চৌপর দিন-ভোর
দ্যায় দূর-পাল্লা!
পাড়ময় ঝোপঝাড়
জঙ্গল-জঞ্জাল,
জলময় শৈবাল
পান্নার টাঁকশাল |

লিখুন, পাশে আছি, পাশে থাকবো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.