নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

জনপ্রিয়তার তুঙ্গে !!! সামহোয়ার ইন ব্লগ’কে ফেসবুক করার প্রবনতা !!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৩



জনপ্রিয়তার তুঙ্গে থাকার জন্য যারা সামহোয়ার ইন ব্লগ’কে ফেসবুক হিসেবে ব্যাবহার করতে চাইছে তারা হিরু আলুম টাইপের নোংরা জীবানু - তারা সমাজের সর্বোনিকৃষ্ট কীট, যাদের সাধারণ সমাজে বাস করার অধিকার নেই, উচিত না, তাদের জায়গা হওয়া উচিত মেনহোলে বা ডাষ্টবিনে, সামহোয়ার ইন ব্লগ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি যাদের কার্যকলাপ এইরুপ তাদের জন্য জরুরী ব্যাবস্থা নিন - নয়তো বাংলাদেশের বাংলা ভাষার বৃহত্তম ব্লগ - অচিরেই ফেসবুকে রুপান্তর হবে আর সেখানে থাকবে নোংরা অশালীন কথা, প্রেমগীত, ছলাকলা আর প্রেমকলা।।








মন্তব্য ৮৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৮৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১১

মানুষ বলেছেন: অত্যান্ত যুগপোযোগী পোস্ট। আপনি একেবারে সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন। আশা করি ভবিষ্যতে আরো করবেন। তবে ঠ্যাং সাবধান!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন: জনপ্রিয়তার জন্য সামহোয়ারইন ব্লগ কারো কারো আড্ডা খানায় রুপান্তার হয়েছে এখানে বিষয় ভিত্তিক আলোচনা বন্ধ হবে হয়তো অচিরেই !!!

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৯

লোকনাথ ধর বলেছেন: বুঝলাম না আসলে এই পোস্টের উদ্দেশ্য।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনি তো না বোঝার কথা না, আপনি লোকনাথ ধর, আর আমি লোকনাথকে ধরে আছি ১৯৯০ সন থেকে - লোকনাথ পঞ্জিকা আমি সংগ্রহ করি ১৯৯০ থেকে । ধন্যবাদ ভাই, সাথে থাকুন এই কামনা করবো ।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৩

বাকপ্রবাস বলেছেন: :D :D :D দুষ্টু

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন: আসলেই !!!

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৭

মাহমুদুর রহমান বলেছেন: কদিন পরে স্লোগান বের হবে।
হই হই রই রই
হিআ হেটার্সরা গেলি কই।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন: একটা শ্রেণী সামহোয়ার ইন ব্লগে ফেসবুকের কীর্তি চালিয়ে যাচ্ছে !!! আজব !!!

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন: ভাই শুধু হাসলেই হবে, কিছু পোষ্ট দিন অন্তত একটি প্রতিবাদ পোষ্ট ।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রবীন্দ্রনাথের পর আপনিই হলেন প্রথম বিজ্ঞানী যেনি এটি আবেষ্কার করেলেন
অভেনন্দেন

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন: যমের অরুচি ফেফসবুকার যখন ব্লগে আসে, তখন সে ব্লগকে তার ফেসবুকের আড্ডাখানা, অন্দরখানা বানিয়ে ছাড়ে ।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৫

চাঙ্কু বলেছেন: মানুষ বলেছেন: অত্যান্ত যুগপোযোগী পোস্ট। আপনি একেবারে সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন। আশা করি ভবিষ্যতে আরো করবেন। তবে ঠ্যাং সাবধান! =p~ =p~

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনিও কুঠারাঘাত করেন, শুধু আমি করবো তাতে কি আর কাজ হয়, দশে মিলে করি কাজ - - -

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৯

মোছাব্বিরুল হক বলেছেন: ব্লগে লগ ইন না করে পড়ার অভ্যাসটাই বেশি। প্রথম এই ব্লগের সন্ধান পাই আমার এলাকার এক বড় ভায়ের কাছ থেকে। একটা সময় তাকে অনলাইনে সামুতেই সবচেয়ে বেশি সময় ব্যয় করতে দেখেছি। কিছুদিন আগে তাকে জিজ্ঞাসা করেছিলাম ব্লগে আর আসেন না? তার উত্তর ছিল ব্লগ নাকি এখন ফেইসবুক হয়ে গেছে। এখন আপনিও তাই বললেন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন: আসলেই তা হচ্ছে এবং হবে । একসময় ফেসবুকার হিরু আলুমের সহোদর’রা থেকে যাবে, আমরা চলে যাবো ।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৫

স্রাঞ্জি সে বলেছেন:


ভালই দিচ্ছেন প্যারা, তাঁহাদেরকে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন: স্রাঞ্জি সে ভাই, ডাষ্টবিনের কীটকে কি প্যারা দিবেন ? ব্লগ পরিবেশ নষ্ট করে দিয়ে তারপর যাবে ।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৬

চাঁদগাজী বলেছেন:


মানুষ নিজকে অপরের কাছে নিজকে পরিচিত করতে চায়, অপরের মনে একটা স্হান করে নিতে চায়, এটা খুবই স্বাভাবিক!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন: সামহোয়ার ইন ব্লগে বিষয় ভিত্তিক যে আলোচনা বিতর্ক তা বন্ধ হয়ে এখানে আড্ডাখানা রুপান্তার হচ্ছে সময় বলে দেবে ব্লগার কতোজন থাকেন আর আড্ডাবাজ কতোজন, যাদের কাজ - প্রেমগীত বন্ধনা, ছলাকলা আর পৃথিবীর আদীম একটা বিষয় শুধু নারী আর পুরুষ !!! আলোচনা করার লক্ষ কোটি বিষয় থাকা সত্তেও হবে নারী পুরুষ বন্ধনা - ফেসবুকে যেমনটি হচ্ছে ।

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৩২

স্রাঞ্জি সে বলেছেন:

তাঁরা ১৮'র জনদরদি ব্যক্তিত্ব। পা তুলে সম্মান করুন। :-P

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন: একসাথে দুই পা তুলে দেওয়া হবে - আশা করি বুঝতে পারছেন !!!

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৩৯

স্রাঞ্জি সে বলেছেন:

হা হা হহা বুঝার বাকি রহে না।


তো আপনার কি খবর????

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন: টিপটপ ভালো আছি, আমি নিজে ব্লগার কি না জনিনা, মাঝে মাঝে লিখি - বাস্তবতা নিয়ে লিখি - এই যদি ব্লগ হয় তাহলে হয়তো আমি ব্লগার ।

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৪৫

স্রাঞ্জি সে বলেছেন:

ভাল আছি। কিন্তু মেজো ভাইয়ার অসুস্থে তেমন একটা ভাল নাই বলতে পারেন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন: অসুখটা নিয়ে যদি বিস্তারিত লিখেন - যদি সমস্যা না থাকে প্লিজ ।

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৫৩

স্রাঞ্জি সে বলেছেন:
ভাইয়ের লিভারের সমস্যা নাকি। সাথে আবার জন্ডিস ধরা পড়ছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন: HBsAg টেষ্ট কি রিপোর্ট ? রিপোর্ট পজেটিভ হলে এর কিছু চিকিৎসা ঢাকা পিজি, ঢাকা মেডিক্যাল, হলি ফ্যামিলি হাসপাতালে আছে তাছাড়া মর্ডান হার্বাল দাবী করে তাদের কাছেও কিছু চিকিৎসা আছে । প্লিজ চিন্তা করবেন না ।

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সিটি কর্পোরেশনেরে একটা খবর দেয়া দরকার মনে হচ্ছে :||

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন: সিটি কর্পোরেশনে খবর আসলেই দিতে হবে - কারণ ব্লগে হাই হ্যালো করে ব্লগ নষ্ট করা হচ্ছে তা লক্ষনিয় বিষয় ।

১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:০৩

স্রাঞ্জি সে বলেছেন:
বাবা বড় ভাই এরা আছে হয়ত তারা যা করে তা দেখে যায়।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১০

ঠাকুরমাহমুদ বলেছেন: প্লিজ কোনো চিন্তা করবেন না, আল্লাহ ভরসা ।

১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৪৬

নিউজপ্রিন্ট বলেছেন: এই যমের অরুচি বাংলাদেশে জনপ্রিয়

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন: বিচিত্র কারণে বাংলাদেশে যমের অরুচি বেশীর ভাগ জনপ্রিয়তা পেয়ে থাকে ।।

১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২০

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল প্রিয় মাহমুদভাই,

সামুতে এই প্রবনতা বন্ধ হওয়া দরকার। মাননীয় কতৃপক্ষ বিষয়টি দেখবেন আশাকরি ।


শুভকামনা রইল।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

ঠাকুরমাহমুদ বলেছেন: সামহোয়ারইনব্লগে ফেসবুক হতে বিতারিত কিছু আবর্জনার আবির্ভাব হয়েছে যারা তাদের সেই আদি কাজ করছে নিয়মিত, সামহোয়ারইন ব্লগ তা জানেন - সময়ে ব্যাবস্থা নেবেন ।

১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৪

সনেট কবি বলেছেন: ব্লগ ফেসবুক হলেতো অসুবিধে!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগ ফেসবুক হলে কিছু সুবিধাও আছে আমি আপনি ব্লগ ছেড়ে চলে যাবো এখানে কোনো সন্দেহ নেই ।

২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৮

অক্পটে বলেছেন: বিষয়টা কি? আপনি কি কারো পিছনে লেগেছেন? সামু তো সবার, কেউ থাকবে কেউ ঝড়ে যাবে এটাইত স্বাভাবিক। অস্বাভাবিক কিছু দেখলে কর্তৃপক্ষতো আছেনই।

আপনার সু স্বাস্থ্য কামনা করছি।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন: কেউ থাকবে কেউ ঝড়ে যাবে এটাইতো স্বাভাবিক। অস্বাভাবিক কিছু দেখলে কর্তৃপক্ষতো আছেনই। - আপনারও সু স্বাস্থ্য কামনা করছি।

২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৬

মিখু হোসাইন তিতু বলেছেন: আপনার পোস্টের সাথে আমি একমত..মাননীয় কতৃপক্ষ বিষয় টি ঘাটিয়ে দেখবেন,.....
তবে সামুর সদস্যদের একটা কাজ করতে হবে..যেটা ফালতু পোস্ট সেটা দেখে একটা রিপট পাঠাতে পারেন..লাল রংয়ের পতাকা B:-)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন: ধন্যবাদ - যমের অরুচি ব্লগার ও ফেসবুকারের মাঝে বসবাস করা কঠিন ।

২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Thank you very much for your posting

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগে শুধু মাত্র লাইক আর কমেন্ট পাওয়ার জন্য যেভাবে পোষ্ট আসছে তা দোষনীয় অবস্যই, ব্লগে আলোচনা করার বিষয় খু্ব কমই লক্ষ্য করা যাচ্ছে । ধন্যবাদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই ।

২৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৮

সৈয়দ ইসলাম বলেছেন: ফেসবোক এবং ব্লগ লেখক তৈরিতে সহায়তা করে এমন কথা জ্ঞানীগুণী অনেক ফেচবোক ইউজারদের মুখে শুনা যায়। কিন্তু আপনি যদি এই কথার প্যাচে পরে লেখক হওয়ার স্বপ্ন দেখে থাকেন, তবে নির্ঘাত মারা গেছেন। (এটাই সত্য আর তাই এ থেকে সামু থাক মুক্ত।)

আমাদের উচিত ফেচবোকিয় লেখা বয়কট করে চলা। সচেতন ব্লগাররা কখনো ক্ষেত মার্কা লেখার সাথে থাকে না!

২৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: আপনার সাথে সহমত হতে পারলাম না।
ব্লগ আর ফেসবুক এক না।
'পুষ্প আপনার জন্য ফুটে না'
প্রস্ফুটিত তোমাকেই বলছি শুনো -
অসুর আমি, সুর হতে চাই তোমার ছোঁয়ায়

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন: রাজীব নুর বলেছেন: দয়া করে অনুরোধ সামু ব্লগটা পরিস্কার পরিচ্ছন্ন রাখুন।
এইখানে কেউ কোনো বদমাইশি করবেন না।
যারা রুচিশীল বগিং করতে পারেন না তারা ব্লগ ছেড়ে চলে যান।
ব্লগের সৌন্দর্য রক্ষা করুন। আল্লাহর দোহাই লাগে।

রাজীব নুর ভাই, আপনি আমার সাথে একমত না - এটাই হচ্ছে ব্লগ । এখন কেনো একমত না তার আলোচনা হবে বিতর্ক হবে । সব কিছুতেই ঝোল বাটারিং তাহলে তো ব্লগ রইলো না ।

২৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২০

সাইন বোর্ড বলেছেন: সমস্যা হলো অাপনি বা অাপনার গং ভিন্ন মতের ব্লগাদের সহ্য করতে পারছে না, একটু ধৈর্য শক্তি বাড়ান, দেখবেন সব ঠিক হয়ে গেছে । কারো কাছে কোন কান্নাকাটির প্রয়োজনই পড়বে না ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন: সাইন বোর্ড, আপনার ব্লগিং ০৮ মাস ০৪ দিন আপনি কতোটা ব্লগার হতে পেরেছেন জানাবেন ? আপনার ধর্য্য কোন পর্যায়ে আছে - কেনো কান্নাকাটি করছেন - এখানে তো মহরমের খিচুড়ী পাবেন না, কান্নাকাটি বন্ধ করে ব্লগিং করুন ।

২৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬

সৈয়দ ইসলাম বলেছেন: ও হ্যা মাহমুদ ভাই, কিছু মমনে কইরেন না! আপনারটাও কিন্তু শটকাট ফেচবোকীয় মার্কা লেখা। আরেকটু বিশ্লেষণাত্মক লিখতে পারতেন।
যাক, তবে পুরোপুরি খারাপ না।

২৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭

নীল আকাশ বলেছেন: ফেসবুক আর ব্লগের মধ্যে পার্থক হলো ফেসবুকে যা ইচ্ছে লিখে আপনি উধাও হয়ে যান, কোনো আ্যাকান্টিবিলিটি নাই। ইচ্ছে হলো আজগুবি একটা লেখা দিলেন যার কোনো বা্স্তবতা নেই। বেশীর ভাগ ভুয়া খবর ফেসবুকে ই পাওয়া যায়। ব্লগের কিন্তু অবস্থা ডিফারেন্ট। আপনার আ্যাকান্টিবিলিটি আছে যদি আপনি নিয়মিত হন ব্লগে। আপনি কি লিখলেন সেটা ব্যাখা করতে হবে মন্তব্যের উত্তর দিতে হবে। কিন্তু অনেককেই দেখা যায় মন্তব্যের প্রতি মন্তব্য দেন না। এভাবে চললে সামু ধীরে ধীরে ফেসবুকেই পরিনত হবে।
আমি কিংবা আপনি কেউ এটা ঠেকাতে পারবো না................।
http://www.somewhereinblog.net/blog/nilakas39/30232317#c12334010

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন: নীলআকা৩৯ বস্ , আপনি কি বাংলা সিনেমার পুলিশে আছেন - আপনাকে কেনো অনেক পরে পাই বলেন তো ?

সামহোয়ারব্লগ কিন্তু তাই হচ্ছে !!!

২৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: ইয়া মাবুদ। :) :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন: ইয়া পাক পরোয়ার দিগার ।

২৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

কথার ফুলঝুরি! বলেছেন: ব্লগে কেমন ফেসবুক ফেসবুক আমেজ পাচ্ছি ইহা সত্য ;) তবে হিরো আলম হোক কিংবা শাহরুখ খান হোক, তাদেরকে নাম দিয়েছে তাদের দর্শক, দর্শক যদি তাদেরকে নিয়ে মাতামাতি না করতো তাহলে তারা যা ছিল তাই ই থাকতো ।
তেমনি ব্লগ কিংবা ফেসবুক যে কোন লেখা পাঠক যদি পজিটিভলি নেয় সেখানে লেখকের কোন দোষ নেই। সবাই নাম চায়, আমার একটি মানহীন লেখায়ও যদি সবাই ঝাঁপিয়ে পরে আমি নিশ্চয় উৎসাহিত হব পরবর্তীতে সেই ধারা বহাল রাখতে। এখানে বেশীরভাগ মানুষ সুশীল আর সভ্য। সবাইই এক একজন লেখক, যার লেখার মান যেমনই হোক, এবং তারাই পাঠক। তাই আমি বলবো পাঠকরা যেন এক্ষেত্রে সচেতন হয় । আমি আড্ডাবাজীর পোস্ট দিবো, তারা আসবে কেন আড্ডা দিতে ?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন: যথার্থ কথা, আমার কথা আপনি প্রকাশ করেছেন, ধন্যবাদ এই হচ্ছে ব্লগিং ।

৩০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পোস্টে মাইনাচ। সিরিয়াসলি মাইনাচ।-----

শিরোনাম, পোস্ট কন্টান্ট পরিবর্তন করেন কেন?
মন্তব্যের প্রতিউত্তরগুলো মুছে ফেলেছেন কেন??


কমিউনিটি ব্লগে সব ধরণের মানুষ থাকবে। যাকে ভালো লাগবেনা এড়িয়ে চলবেন।




আপনার কাছে এমন পোস্ট আশাকরি না। শরীর ঠিক আছে তো??

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন: পোষ্টে মাইনাচের জন্য ধন্যবাদ । সমস্যা হচ্ছে আপনি দুইবার মাইনাচে দিয়েছেন - আমি কোনো এক কালে বিজ্ঞানের ছাত্র ছিলাম । আর এখন অপবিজ্ঞানের ।

শরীর ভালো - জিম করি । আপনি আমার সাথে সর্ব ক্ষেত্রে একমত হবেন না এটাই ব্লগ, বিতর্ক হবে, আলোচনা হবে তাই তো নাকি বলেন ?

৩১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৩

হাসান মাহবুব বলেছেন: কারা করতেছে এ কাজ? আপনি কী করতেছেন?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি প্রতিবাদ করছি, আর আপনি প্রশ্ন করছেন সহজ হিসাব ।

৩২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

সামিয়া আক্তার শেহা বলেছেন: বুঝতে পারলাম না।
জ্ঞানের কথা

৩৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২২

শাহরিয়ার কবীর বলেছেন:
যাই বলুন না কেন," হিরু আলম" আমার প্রিয় একজন অভিনেতা। :P
আর সামুর হিরো আলম কে বা কারা তার তথ্য সহকারে প্রকাশ করুন, দেখি তারাও আমার প্রিয় অভিনেতা হয় কিনা।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলা সিনেমা পরিচালকগণকে জিগ্যাসা করা হয়েছিলো আপনাদের ছবি বর্তমানে নিম্নমানের বা এই ধরনের কেনো হচ্ছে, উত্তর ছিলো আপনার কাছে ছবি নিম্নমানের হতে পারে কিন্তু যাদের জন্য ছবি তৈরি হচ্ছে তাদের জন্য উচ্চমানের তারা হলে চিৎকার করে শিস বাজায়, সিনেমা তো ঠিকই আছে (ঠিক থাকুক বেঠিক থাকুক) আপনি হিরু আলুমের ভক্ত হিরু আলুমের মতো হিরু তৈরি হবে - হতেই হবে । অতএব আপনার চাহিদা আছে - তাই চাহিদা অনুযায়ী পণ্য তৈরি হবে ।।

৩৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

অপ্‌সরা বলেছেন: ব্লগ জীবনেও ফেসবুক হবে না!

ফেসবুক থেকে ব্লগের মান অনেকখানি উপরেই!!!

ফেসবুকিও লোকজন এসে ফেসবুক বানাবার চেষ্টা করতে পারে বাট নো লাভ!!!!!

কাজেই চিন্তার কিছু নেই ......

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন: আপা, আমার কেনো জানি মনে হচ্ছে যমের অরুচি হিরু আলুমের প্রেতাত্মা এখন ব্লগ দাপিয়ে বেড়াচ্ছে । আফটার অল দেশে হিরু আলুমের মতো হিরু ও আছে - ভাবতেই অবাক লাগে । (সে হিরো না সে হিরু)

৩৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

অপ্‌সরা বলেছেন: হায় হায় কি বলো! সে মরে গেলো কবে!!!

প্রেতাত্মাই বা হলো কবে!!!


প্রেতাত্মা হয়ে কাদের ভেতরে ঢুকেছে!!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন: কারো কারো মৃত্যুতে মানুষের মাঝে আনন্দ আসে !!! আমি বাস্তবে প্রমান দেখে বলছি আপা ।

৩৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব নুর বলেছেন: দয়া করে অনুরোধ সামু ব্লগটা পরিস্কার পরিচ্ছন্ন রাখুন।
এইখানে কেউ কোনো বদমাইশি করবেন না।
যারা রুচিশীল বগিং করতে পারেন না তারা ব্লগ ছেড়ে চলে যান।
ব্লগের সৌন্দর্য রক্ষা করুন। আল্লাহর দোহাই লাগে।

রাজীব নুর ভাই, আপনি আমার সাথে একমত না - এটাই হচ্ছে ব্লগ । এখন কেনো একমত না তার আলোচনা হবে বিতর্ক হবে । সব কিছুতেই ঝোল বাটারিং তাহলে তো ব্লগ রইলো না ।

খুব একটা ভুল বলেন নি।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন: আমার ভাগ্নি কেমন আছে ? ভাগ্নি পিচ্চি হলেও সে যে বাসায় সবার অভিভাবক তা পরিস্কার বোঝা যাচ্ছে ।

ভুল যদে হয় তবে হোক না, - তবে ব্লগে ভুল হলে ধরে দেওয়ার ব্লগার আছেন যেমন চাঁদগাজী ভাই, নুর মোহাম্মাদ নুরু, কাল্পনিক ভালোবাসা, পদাতিক চৌধুরি, কাউসার চৌধুরী, রাজিব নুর, ঢাবিয়ান, অকপটে, স্রান্জি সে, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, সম্রাট ইজ বেষ্ট, নিজাম উদ্দিন মন্ডল, সেলিম আনোয়ার, প্রামানিক ভাই, সহ আরো অনেকে - আমি একা কোথায় - সাথে আছে বিশাল এক বহর !!!

৩৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২

নূর আলম হিরণ বলেছেন: বলেন কি, আমি আরো ফেইসবুক আইডি ডিএক্টিভেট করে দিয়েছি , ব্লগে সময় বেশি ব্যয় করবো বলে!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন: নূর আলম হিরণ ভাই, সময় ও পরিস্থিতি বলে দেবে কার কি করনিয় !!! দেখুন, পড়ুন, বুঝুন !!!

৩৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভাই, ভালো আলোচনা, পোস্ট- বিষয়ভিত্তিক মন্তব্য এখন চোখে পড়ে না এটা সত্য। মাঝেমধ্যে ভালো পোস্ট আসলেও মন্তব্য প্রতিমন্তব্য পাওয়া যায়না। ভালো লেখক বা আলোচকদের ভাব থাকবে- এটা স্বাভাবিক। তবে তার লিমিট থাকা দরকার। কারো মন্তব্য ভালো মন্দ, ফালতো, আজাইরা.... হতেই পারে। বিজ্ঞদের উচিত প্রতিমন্তব্য দেওয়ার চেষ্টা করা।
ভালো পোস্ট বা আলোচনার সংখ্যা কমে গেলে মানহীন লেখার সংখ্যা বাড়ে। আমিও একটাসময় পোস্ট করতাম না। মন্তব্য করতাম না। স্রেফ পড়তাম। কারণ, তখনকার পোস্টের মান ভালো ছিলো।


ব্লগে গল্প, কবিতা পোস্ট করা নিয়ে কি আপনার কোনপ্রকার এলার্জি আছে? আরো ব্যাখ্যা-বিশ্লেষণ করে লিখলে বুঝতে সুবিধে হতো। যাইহোক, ভালো থাকুন। ব্লগের পরিবেশ ব্লগের মতো হোক। এটাই চাওয়া।
শুভ ব্লগিং।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: জুনায়েদ বি রাহমান ভাই, “আপনার কি এলার্জি আছে” ? এটি বাংলা ভাষার অভিধানে খোঁচামুলক নতুন শব্দে যোগ হয়েছে ।

- না আমার না - আমার কোনো কিছুতেই এলার্জি নেই, “এলার্জি থাকা উচিত সামহোয়ার ইন ব্লগের, কারণ সামহোয়ার ইন ব্লগের মান নিয়ে প্রশ্ন” !!! শুভ ব্লগিং ।

৩৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন।

এই ব্লগ দিনে দিনে ফেসবুক আর কপি কারকদের আড্ডা খানা
হয়ে যাচ্ছে। কিছু ফালতু নিউজ পোর্টাল আছে। যারা অনলাইন জগতটাকে শেষ করলো। সেই সব নিউজ ও অনেকে
কপি করে।


ছি ছি।


কি আর বলবো

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন: সামহোয়ার ইন ব্লগ এখন হিরু আলুমের মতো পঁচা ডাষ্টবিনের কীটের আগমণ হচ্ছে, এটি ভয়ংকর !!!

৪০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৫

অনল চৌধুরী বলেছেন: কালকের বাংলাদেশ প্রতিদিনর প্রথম পাতায় জেনারেল (অব:) শফিউল্লাহ ভয়ংকর অভিযোগ করেছেন।
এব্যাপারে প্রতিবাদ জানিয়ে কিছু লিখছেন না কেনা?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন: অনল চৌধুরী ভাই, আমি চাঁদগাজী ভাইকে জানাচ্ছি তিনি লিখুক আমরা কমেন্টে থাকবো, তিনি এই ব্যাপারে আমার চেয়ে বালো জানেন তাই চাচ্ছি চাঁদগাজী ভাই যদি লেখেন ।

৪১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৬

অনল চৌধুরী বলেছেন: কালকের বাংলাদেশ প্রতিদিনর প্রথম পাতায় জেনারেল (অব:) শফিউল্লাহ ভয়ংকর অভিযোগ করেছেন।
এব্যাপারে প্রতিবাদ জানিয়ে কিছু লিখছেন না কেনো?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন: অনল চৌধুরী ভাই, আমি চাঁদগাজী ভাইকে জানাচ্ছি তিনি লিখুক আমরা কমেন্টে থাকবো, তিনি এই ব্যাপারে আমার চেয়ে বালো জানেন তাই চাচ্ছি চাঁদগাজী ভাই যদি লেখেন ।

৪২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
আমিন, আমিন কবে থেকে চালু হবে?
১৭K আমিন ২৭K লাইক?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন: আমিন না বলে যাবেন না !!!

৪৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: গল্প-কবিতাও সামহোয়্যার ইন ব্লগের ব্লগিং করার বিষয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত। কারো এলার্জি থাকলেও কর্তৃপক্ষের কিছু করার নেই। গল্প-কবিতার ভালোমন্দ বা মান নিয়ে আলোচনা করা যেতে পারে। ব্লগার চাঁদগাজী বা যারা করেন, তাদের মতো। ভালো না লাগলে এড়িয়ে যাওয়াই উত্তম।

যারা মানহীন পোষ্ট করছেন তারা পোস্ট না করলেই ব্লগের মান বাড়বে না। মান বাড়বে ভালো-মন্দ নিয়ে গঠনমূলক সমালোচনা করলে। কেউ যদি গঠনমূলক সমালোচনা মানেই, কাউকে ব্যক্তিগত আক্রমণ (আমি যেভাবে আপনাকে করলাম) করা বুঝে তাহলে সামু. কর্তৃপক্ষের কি করার আছে?

সিনিয়র'রা (আপনার মতো যারা আছেন) ভালোমন্দ সুন্দরভাবে আলোচনা করলে আমার মতো যারা অনিয়মিত বা নতুন তাদের বুঝতে সুবিধা হবে। নিজেকে শুধরানোর কাজ'টা সহজ হবে।

ধন্যবাদ ঠাণ্ডামাথায় প্রতিউত্তরের জন্য। ভালো থাকবেন।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন: ভাই, জুনায়েদ বি রাহমান, বিচিত্র কারণে আপনার দুইটি কমেন্টে দুইটি বাক্য এসেছে যা নিয়ে আপনি ভালো ভাবে আপনার নিজেকে নিয়ে চিন্তা করতে পারেন ।

১। ব্লগে গল্প, কবিতা পোস্ট করা নিয়ে কি আপনার কোন প্রকার এলার্জি আছে?
২। ধন্যবাদ ঠাণ্ডামাথায় প্রতিউত্তরের জন্য।

*** আমার মনে হচ্ছে আপনার সাথে অনেকেই উগ্র ব্যাবহার করে থাকেন যার কারণে সবার কাছে ঠান্ডা মাথা আশা করেন কিন্তু পান না, আমি বলছি আপনি আমার যেকোনো পোষ্টে মন্তব্য করুন পরিস্কার ব্যাক্ষা পাবেন - হোক সেটা আপনার সাধারণ কমেন্ট বা আপনার খোঁচামুলক কমেন্ট - কি আসে যায় ।।

আর প্রথমটি আমার কোনো এ্যালার্জি নেই - ব্লগে গল্প, কবিতা, ইতিহাস, প্রবন্ধ পোষ্ট হতেই পারে, আমি ব্লগে আর দশ জনের মতোই একজন সাধাররণ ব্লাগার/লেখক, ব্লগের কারো সাথে সামনা সামনি দেখা হওয়ার সম্ভবনা একদম নেই বলা চলে, অতএব লেখা লেখিতে তর্ক বিতর্ক হতেই পারে এবং যেহেতু সম্মুখ তর্ক বিতর্ক নেই - কি আসে যায় !!! ??? *** উদহারণ আপনি যদি ভাড়াটিয়া হয়ে থাকেন বাড়ীওয়ালাকে তো বাসায় নিজ রুমে বসে কতোকিছুই বলেন - সামনা সামনি বলা সম্ভব কি ?

আপনার এই বাক্য গুলো অনেক পুরোনো খোঁচামুলক, নতুন কিছু বলুন, যা পড়ে মনে হতে পারে আপনার মাঝে কোনো ক্রিয়েটিভিটি আছে ???

৪৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা... ভাইজান, আপনি আগের প্রতিউত্তরে বললেন - এই উক্তিটা বাংলা অভিধানে নতুন খুঁচামূলক শব্দ হিসেবে যোগ করা হয়েছে। এখন বলছেন নতুন কিছু বলতে। ফর ইউর কাইন্ড ইনফোরমেশন, 'আমার ভিতর কোনোপ্রকার ক্রিয়েটিভিটি নেই।' থাকলে ইতিমধ্যে আপনাদের চোখে পড়তো। আমি ব্লগের খুব খুব সাধারণ একজন পাঠক।
আপনাদের থেকে শিখতে চাই। কিন্তু, ইদানীং আপনারা পুলা-মাইয়া, হিরো আলম সহ যাবতীয় আজাইরা প্যাঁচাল নিয়ে পড়ে আছেন। যেটা দেখে আমি হতাশ।

যাইহোক, অযাচিত অনেক কথাই বলা হয়ে গেছে। কোনোকথা পছন্দ না হলে ক্ষমা করবেন। ভালো থাকবেন। শুভ ব্লগিং।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন: শুভ ব্লগিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.