নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
ভালোবাসা একটি ভয়ংকর অসুখের নাম, এইচআইভি এইডসের চেয়েও মহামারি অসুখ ভালোবাসা - যা মানুষকে অসম্ভব দুর্বল করে দেয় !!! পৃথিবীর বড় বড় যোদ্ধা হত্যার পেছনে ভালোবাসা নামক পৃথিবীর সর্বকালের সর্ব ভয়ংকর মারণাস্ত্র ব্যাবহার করা হয়েছে - ইতিহাস তারই স্বাক্ষী দেয় !!!
উৎসর্গ: ব্লগার রক বেনন ভাই যার ভাষ্য “এই ভালোবাসাই মানুষকে মানুষ করে তোলে, আবার মানুষকে পশুর চেয়েও অধম করে তোলে!”
১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৭
ঠাকুরমাহমুদ বলেছেন: ভালোবাসার জালে আটকে মেরে ফেলুন - পোষ্টমর্টেম রিপোর্ট ০০,০০০ থাকবে ।
২| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৯
ফেনা বলেছেন: ১০০% সঠিক।
১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৯
ঠাকুরমাহমুদ বলেছেন: তুমি কি কুয়াশা ?
ধোঁয়া ধোঁয়া ধোঁয়া
ধোঁয়া ধোঁয়া ধোঁয়া
পারিনা সইতে,
না পারি কইতে
গানটি কি মনে আছে ?
৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৫
কথার ফুলঝুরি! বলেছেন: কথা সত্যি
কিন্তু মেয়েদের ক্ষেত্রে মনে হয় এই মরনাস্ত্র কাজ করে কম । মেয়েরা কি একটু বেশীই পাষাণ হয় ।
তবে কিছু ব্যতিক্রম আছে যেখানে মেয়েটাই হয় খুন, ভালোবাসা নামক মরনাস্ত্রের আঘাতে ।
হ্যাঁ, ভালোবাসা যেমন একজন মানুষকে অনেক দুর্বল করে দেয় তেমনি ভালোবাসাই দেয় শক্তি ।
১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২২
ঠাকুরমাহমুদ বলেছেন: পৃথিবী সমতল নয় ঠিক তেমনি হাতের পাঁচটি আঙ্গুল ও সমান নয়, ছেলেদের মধ্যে যেমন পিশাচ আছে, মেয়েদের মধ্যে ও আছে ডাকিনী পিশাচিনী !!!
৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৭
চাঁদগাজী বলেছেন:
মানব সমাজ আবর্তিত হচ্ছে ভালোবাসাকে ঘিরে, কিন্তু আপনার পোষ্টে সেই মহিমা কি বিচ্ছুরিত হচ্ছে, সেই বিশাল অনুভবতা কি কোনরুপে প্রকাশিত হচ্ছে?
হোমার উনার কাব্য ওডেসীতে ভালোবাসাকে প্রকাশ করতে গিয়ে ১২,১১০ লাইন লিখেছেন!
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৭
ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, প্রাচীন গ্রিক কাব্যকথা লিখেছেন হোমার ১২,১১০ লাইন - বর্তমান আধুনিত যুগে তাকে অসুস্থ বলা হবে, প্রবল মানষিক অসুস্থ !!! তা না হলে ১২,১১০ লাইন কবিতা/পুথি/কাব্য রচনা !!! - ***তিনি নির্ঘাত উম্মাদ ছিলেন ।
***প্রতিটি ধর্মগ্রন্থ পড়লে মনে হতে পারে পুথি/কাব্য এবং এও পরিশ্কার তা কোনো উম্মাদ দ্বারা রচিত ঠিক তেমনি হোমার হেরোডোটাস।
৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫১
রাজীব নুর বলেছেন: মন দিয়ে ব্লগিং করুন।
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৯
ঠাকুরমাহমুদ বলেছেন: মন দিয়ে কাজ করার চেষ্টা করছি, ব্লগে বেশী মন দেয়া ঠিক না ।
৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০
আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ ,
সন্দেহ নেই, ভালোবাসা হলো নিরব ঘাতক । ভয়ঙ্করতম সুন্দর আবার জঘণ্যতম একটি মারণাস্ত্র ।
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৯
ঠাকুরমাহমুদ বলেছেন: এক লক্ষ সশস্ত্র পদাতিক সৈনিকের স্যালুট গ্রহণ করুন - সা-ব-ধা-ন
৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৯
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালোবাসা সম্পর্কিত পোষ্ট চাই।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২২
ঠাকুরমাহমুদ বলেছেন: এই পোষ্টটি ভালোবাসার পোষ্ট মেনে নিলেই পারেন ।
৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২২
ল বলেছেন: গুরু তোমার সমীপে জগৎময় ভালোবাসা।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২০
ঠাকুরমাহমুদ বলেছেন: ল ভাই, আপনার প্রতি রইলো অনেক অনেক শুভকামনা ।
৯| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০১
রক বেনন বলেছেন: ঠাকুর ভাই, লজ্জায় লাল নীল হওয়া শুরু হয়েছে। আমার মত সামান্য একজন ব্লগার কে উৎসর্গ করে পোস্ট!!
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৭
ঠাকুরমাহমুদ বলেছেন: রক বেনন ভাই, আমি নিজেও একজন অতি সামান্য মানুষ, তাই আরেকজন সামান্য মানুষকে জীবনের বাস্তবতা নিয়ে লেখা উৎসর্গ করেছি ।
১০| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৩
রক বেনন বলেছেন: শুভকামনা রইল ঠাকুর ভাই, আপনার প্রতিটি মুহূর্ত ভরে থাকুক ভালোবাসায়। একগাদা মেকি ভালোবাসায় নয়, বরং বিন্দু বিন্দু খাঁটি ভালোবাসায়। ভালো থাকবেন।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন: রক বেনন ভাই আপনার জন্য রইলো অনেক অনেক শুভ কামনা, সুস্থ্য থাকুন, ব্যাস্ত থাকুন ।
এক লক্ষ সশস্ত্র পদাতিক সৈনিকের স্যালুট গ্রহণ করুন সা-ব-ধা-ন
১১| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১০
মুক্তা নীল বলেছেন: *যাকে মন থেকে ভালবাসা যায়, তার কোন ক্ষতি করা যায়না* এই কথাই তো জানতাম। কিন্তু আপনি যে কথা বললেন তা আসলেই ঠিক। আপনার এই লেখা আমরা ভালো লেগেগেলো , ভাই। আমি আপনাদের মতো কোন ব্লগার নই, আমি পাঠক। অনেকের লেখা পরি, আর মাঝে মাঝে কমেন্ট করি। ভালো থাকবেন। হয়তো একদিন আমিও লেখবো।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন: মুক্তা নীল ভাই, আপনার লেখার অপেক্ষায় থাকলাম,আমার লেখা সমর্থন ও ভালোলাগা জেনে আনন্দিত হয়েছি । ধন্যবাদ ।
১২| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৮
কাজী ফররুখ আহমেদ বলেছেন: গুরু, লিখে রাখুন
ভালোবাসার অর্থ অভিযোগ অন্তহীন
ভালোবাসার অর্থ কুটিল মনোভাব
ভালোবাসার অর্থ লাম্পট্য
ভালোবাসার অর্থ চরিত্রহীনতা !
ভালোবাসার অর্থ রুমডেট আবুলের ফ্লাট
ভালোবাসার অর্থ সকল গোপনীয়তা হবে প্রকাশ
ভালোবাসার অর্থ কুৎসা রটনা
ভালোবাসার অর্থ গোপন রাজনীতি !
ভালোবাসার অর্থ আপন হবে পর
ভালোবাসার অর্থ পর হবে আপন
ভালোবাসার অর্থ নোংরা আস্ত একটা ডাষ্টবিন
ভালোবসার অর্থ নোংরা ডাষ্টবিনে কাকের ছড়াছড়ি !!
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন: ভালোবাসার অর্থ নোংরা ডাষ্টবিনে কাকের ছড়াছড়ি !! - যথার্থ বলেছেন ।
এক লক্ষ সশস্ত্র পদাতিক সৈনিকের স্যালুট গ্রহণ করুন সা-ব-ধা-ন
১৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:০০
অনল চৌধুরী বলেছেন: অর্থ,ক্ষমতা,মাদক,প্রেম-সব নেশাই একইরকম ভয়ংকর।
২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৯
ঠাকুরমাহমুদ বলেছেন: মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না
ও বন্ধু….
মানুষ মানুষকে পণ্য করে
মানুষ মানুষকে জীবিকা করে
পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না?
ও বন্ধু………..
বল কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে দূর্বল মানুষ যদি
মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয় না মানুষ
যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না?
ও বন্ধু……….
১৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৪
নীল আকাশ বলেছেন: ভালোবাসা হলো নিরব ঘাতক। ভয়ঙ্করতম সুন্দর আবার জঘণ্যতম একটি মারণাস্ত্র। যে কোন সুস্থ মানুষ কে বিনা কারনে অসুস্থ করার জন্য এর কোন তুলনা হয় না। তিলে তিলে ধংস করে দিবে কিন্তু কোন চিকিৎসা নেই।
চমৎকার একটা লেখার জন্য ধন্যবাদ।
২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৮
ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার জন্য একটি গান: -
ভালবাসা মোরে ভিখারী করেছে তোমারে করেছে রাণী
তোমারই দুয়ারে কুড়াতে এসেছি ফেলে দেওয়া মালাখানি
নয়নের জলে যে কথা জানাই, সে ব্যথা আমার কেহ বোঝে নাই
মেঘের মরমে যে মিনতি কাঁদে চাঁদ বুঝিবে না জানি
ভালবাসা মোরে ভিখারী করেছে তোমারে করেছে রাণী
মাধবীলতা গো আজ তুমি আছ ফুলের স্বপন সুখে
একদিন যবে ফুল ঝরে যাবে লুটাবে ধূলির বুকে
খেয়ালী প্রেমের খেলা বোঝা দায়, কখনো হাসায় কখনো কাঁদায়
মুক হয়ে যায় কারও মুখরতা, কারও মুখে জাগে বাণী
ভালবাসা মোরে ভিখারী করেছে তোমারে করেছে রাণী
১৫| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৯
নীল আকাশ বলেছেন: অসাধারন একটা গান, কার গাওয়া? গীতিকার কে?
২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
গান - ভালবাসা মোরে ভিখারী করেছে
বিভাগ - আধুনিক (পুরোনো দিনের গান)
গীতিকার - কমল দাশগুপ্ত
সুর - কমল দাশগুপ্ত
কণ্ঠ - জগন্ময় মিত্র
১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭
খায়রুল আহসান বলেছেন: ভালবাসা ও হিংসা- একই মুদ্রার এপিঠ ওপিঠ। আমরা ভালবাসার দখল রাখতে হিংসার আশ্রয় নেই। মাঝে মাঝে সে হিংসা পশুর হিংস্রতাকেও হার মানায়।
নারীর অবলা নামটি একটি মিসনোমার। প্রাকৃতিকভাবে স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গের চেয়ে শক্তিশালী। যেমন বাঘিনী বাঘের চেয়ে, সিংহী সিংহের চেয়ে বেশী শক্তিশালী। যোনী জরায়ুর প্রবেশমুখ, জরায়ু জীবনকে ধারণ করে রাখে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। অপরদিকে শিশ্ন বীর্যধারণকারী। এর কাজ ক্ষণিক, জীবন প্রতীক শুক্তাণুকে জরায়ুতে প্রক্ষেপন করা পর্যন্ত। তাই পৃথিবীর বুকে জীবন বিস্তারের জন্য নারী পুরুষের চেয়ে বহুগুণ বেশী শক্তি ক্ষয় করে। তারা শক্তির প্রতীক, মোটেই অবলা নয়।
ভালবাসা একটি মারাত্মক মারণাস্ত্র হলেও, জীবন লালনের জন্য ভালবাসা প্রয়োজন। মায়ের, বোনে্র, দয়িতার, স্ত্রীর ভালবাসার শক্তির কাছে বাবার, ভাই এর, প্রেমিকের, স্বামীর ভালবাসা কিছুই নয়।
৩ নং প্রতিমন্তব্যটা ভাল লেগেছে, চাঁদগাজী এর মন্তব্যটাও।
০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২০
ঠাকুরমাহমুদ বলেছেন: পৃথিবী সমতল নয় ঠিক তেমনি হাতের পাঁচটি আঙ্গুল ও সমান নয়, ছেলেদের মধ্যে যেমন পিশাচ আছে, মেয়েদের মধ্যে ও আছে ডাকিনী পিশাচিনী !!!
প্রিয় খায়রুল আহসান ভাই, আপনার মন্তব্যে আমার লেখা স্বার্থক হয়েছে, ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ । মানুষ ভালোবাসার ক্ঙাল আর তাকে যদি ভালোবাসা দিয়ে মারা হয় তাহলে বলতে হবে ডায়াবেটিকসের রোগীকে মিষ্টি দিয়ে ! আপনার মন্তব্যে আমি একটি নতুন লেখার প্লট পেয়েছি - আপনাকে আবার ধন্যবাদ না দিয়ে আপনার সুস্বাস্থ্য কামনা করছি মন থেকে - ভালো থাকুন ব্যাস্ত থাকুন ।
১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭
আর্কিওপটেরিক্স বলেছেন: বাহ !
০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪
ঠাকুরমাহমুদ বলেছেন: আর্কিওপটেরিক্স ভাই, শুধুই বাহ! চলেন পিজ্জাহাটে যাই - ১৪” একটা মরক্কান চিকেন স্পাইসি পিজ্জা সাথে ধোয়া উঠা গরম স্যুপ ।
১৮| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২
আর্কিওপটেরিক্স বলেছেন: যাওয়া লাগবো না
০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭
ঠাকুরমাহমুদ বলেছেন: আর্কিওপটেরিক্স ভাই তাহলে আজ থেকে ব্লগে একসাথে পথ চলা শুরু - কি বলেন ?
১৯| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯
আর্কিওপটেরিক্স বলেছেন: অবশ্যই
০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬
ঠাকুরমাহমুদ বলেছেন: ভালো থাকুন, সুস্থ্য থাকুন, ব্যাস্ত থাকুন
একই পথের পথিক, চলবো পথে
দেখা হবে পথেই ।
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৮
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার বলেছেন!