নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ: - ব্লগার চাঁদগাজী

২৪ শে জুলাই, ২০১৯ রাত ১০:২৩



আপনি কি ব্লগে লেখার মতো বিষয় খোঁজে পাচ্ছেন না? আপনি কি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পত্রিকা সহ ইন্টারনেট হতে কপি পেষ্ট লেখা লিখে যাচ্ছেন? বড় বড় থিসিস লিখেও আপনার পোষ্টে তেমন কমেন্ট পাচ্ছেন না ? তাহলে আমার কাছে আছে সহজ ও পরিক্ষিত সমাধান - “ব্লগার চাঁদগাজী”। ব্লগার চাঁদগাজী নিয়ে ঝাড়া পোষ্ট লিখুন, বা তার পোস্টে গিয়ে কিছু আজে বাজে মন্তব্য করুন অথবা আপনার পোস্টে যদি ব্লগার চাঁদগাজী মন্তব্য করেন তাহলে তাকে ইচ্ছামতো উপহাস করুন! বুঝিয়ে দিন আপনি ব্লগে ডক্টরেট করা একজন - ব্যাস আপনি মোটামোটি বিখ্যাত। আপনার পাশে একদল ব্লগারও পাবেন যারা চাঁদগাজী বিষয়ক অভিযোগ করে যাবেন। সেদিনের মতো আপনার পোষ্ট হিট হবে, ব্লগে মন্তব্যর প্রতিমন্তব্য করার জন্য আপনার হয়তো আউটসোর্সিং করে লোকবল নিয়োগ করতে হতে পারে।

তবে সমস্যা হচ্ছে আপনার এই বিখ্যাত বনে যাওয়া হবে ক্ষণস্থায়ী, কারণ আপনি আবার লেখা লেখিতে ব্লকড হয়ে যাবেন “আপনার লেখার বিষয় তো আর বার বার চাঁদগাজী হতে পারেন না” !!!


সবাই ভালো থাকুন - সুস্থ্য থাকুন - ব্যাস্ত থাকুন।

ছবি: বিখ্যাত ট্যাফে ট্রাক্টর




মন্তব্য ৯৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১০:৩৮

মোগল সম্রাট বলেছেন: রাইটস ব্লকে কি ভুগতেছেন ভায়া?

২৪ শে জুলাই, ২০১৯ রাত ১১:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: রাইটস ব্লক, রাইটার্স ব্লক!!! - সঠিক শব্দ। ধন্যবাদ। যখন কারো হাতে কোনো প্রসঙ্গ থাকবেনা তাদের ব্লগে হিট হবার সহজ ফর্মুলা।

২| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১০:৪০

মা.হাসান বলেছেন: ঠাকুর মাহমুদ ভাই, ট্রাক্টর এর ছবি এবং উহার মালিকের নাম কপিরাইট এবং পেটেন্ট আইন দ্বারা প্রোটেকটেড। বেআইনী ব্যবহারকারির ব্যান-ব্লক-দ্বীপান্তর হইতে পারে।

২৪ শে জুলাই, ২০১৯ রাত ১১:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি দ্বীপান্তর হতে চাই। সমস্যা হচ্ছে সেখানেও বাঙ্গালী গিয়ে শুরু করে দিবে আওয়ামী লীগ-জামাত-বিএনপি !!!

৩| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১০:৪৬

অনেক কথা বলতে চাই বলেছেন: @ইনাম, আপনি ওনাকে নি:সংগ বলছেন কেন? ওনার একটা মন্তব্য আমার পছন্দ হয়েছিল। "নারীতেই শান্তি।" lol

২৫ শে জুলাই, ২০১৯ রাত ১২:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:





সাম্যের গান গাই-
আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বে যা কিছু এল পাপ তাপ বেদনা অশ্রুবারি,
অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী।
নারী -কাজী নজরুল ইসলাম

৪| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১০:৫০

স্বপ্নডানা১২৩ বলেছেন: অনেক কথা বলতে চাই বলেছেন: @ইনাম, আপনি ওনাকে নি:সংগ বলছেন কেন? ওনার একটা মন্তব্য আমার পছন্দ হয়েছিল। "নারীতেই শান্তি।"

:-B :-B

২৫ শে জুলাই, ২০১৯ রাত ১২:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:





সাম্যের গান গাই-
আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বে যা কিছু এল পাপ তাপ বেদনা অশ্রুবারি,
অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী।
নারী -কাজী নজরুল ইসলাম

৫| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১০:৫৮

বলেছেন: "নারীতেই শান্তি।

২৫ শে জুলাই, ২০১৯ রাত ১২:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:





সাম্যের গান গাই-
আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বে যা কিছু এল পাপ তাপ বেদনা অশ্রুবারি,
অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী।
নারী -কাজী নজরুল ইসলাম

৬| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১১:০১

আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,





"বিক্ষ্যাত" বানানটাকে কি "বিখ্যাত" করতে চাইলেন ????????????????? :P
নাকি অন্য কিছু আছে পেছনে!!!!!!!!! :(

২৪ শে জুলাই, ২০১৯ রাত ১১:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন: আহমেদ জী এস ভাই বানানে ভুল করেছি, ইদানিং আমি বাংলা বানানে ভুল করছি।

৭| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১১:১০

আপেক্ষিক মানুষ বলেছেন: কেউ কেউ ব্লগটাকে বস্ততি পরিণত করতে চাচ্ছে। এদের মুখের ভাষা দেখুন। এরা কিছু না করতে পেরে শেষে পরিবার নিয়ে টানাটানি করে।

আর চাঁদ গাজীকে দেখুন। তাকে কখনো রেগে যেতে বা মুখের ভাষা খারাপ করতে দেখিনি।

২৫ শে জুলাই, ২০১৯ রাত ১২:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন: আমার ব্লগ জীবনে আমি ব্লগার চাঁদগাজী ভাইকে নোংরা গালাগাল করতে দেখিনি, তবে ব্লগার চাঁদগাজী অনেকের জীবনের অংশ হয়ে দাড়িয়েছে - যেমন আজকে একজন ব্লগার তার ব্লগ জীবনের ইতিহাস রচনা করবেন। যদি পোষ্ট, মন্তব্য ও প্রতিউত্তর না মুছেন।

৮| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১১:৪৪

নীল আকাশ বলেছেন: মাহমুদ ভাই, উনি আমাকে আমার লাস্ট ২টা পোস্টে যথাক্রমে পর্ণ লেখক এবং শিবির লেখক বলে এসেছেন।
বিনোদন ইজ এভরিহয়ার!

২৫ শে জুলাই, ২০১৯ রাত ১২:১১

ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগার চাঁদগাজীর লেখা ভালো না লাগলে তাঁর পোস্টে কমেন্ট করবেন না, তার মন্তব্যে প্রতিউত্তর দেওয়া থেকে বিরত থাকুন। সহজ সমাধান নীল আকাশ ভাই। ব্লগার চাঁদগাজী কাউকে আজে বাজে নোংরা অশালীন কথা বলেন না।

ব্লগে কিছু দিন পরপর ধর্মের নামে যেইসব নোংরামী শুরু হয় তা কারা করে ? - দেখা যাবে কোনো একজন ঈমানদার ব্লগার !!! এই যদি ঈমানদার ধার্মীক আর ধর্মের পরিচয় হয় তাহলে ধর্ম অর্থ নোংরা গালাগাল আর খুন খারাবী।

৯| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ১২:১৩

স্বপ্নডানা১২৩ বলেছেন: @ ইনাম, আপনাকে বলব, যাবেন কেন? উনাকে এডাম টিজিং করে দেখতে পারেন :P

২৫ শে জুলাই, ২০১৯ রাত ১২:২০

ঠাকুরমাহমুদ বলেছেন: এডাম টিজিং করা যায় ??? - গন্ধম ফল টা সম্ভবত বেশী করে খেতে হবে !!!

১০| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ১২:২৬

আনমোনা বলেছেন: লেখক বলেছেন: ব্লগার চাঁদগাজীর লেখা ভালো না লাগলে তাঁর পোস্টে কমেন্ট করবেন না, তার মন্তব্যে প্রতিউত্তর দেওয়া থেকে বিরত থাকুন। সহজ সমাধান নীল আকাশ ভাই। ব্লগার চাঁদগাজী কাউকে আজে বাজে নোংরা অশালীন কথা বলেন না

ব্লগে কিছু দিন পরপর ধর্মের নামে যেইসব নোংরামী শুরু হয় তা কারা করে ? - দেখা যাবে কোনো একজন ঈমানদার ব্লগার !!! এই যদি ঈমানদার ধার্মীক আর ধর্মের পরিচয় হয় তাহলে ধর্ম অর্থ নোংরা গালাগাল আর খুন খারাবী।


একমত। উনি খুব চাঁছাছোলা ভাষায় এক্কেবারে ঠিক কথা বলেন। খুব চাঁছাছোলা হলে ইগনোর কারা ভালো।

২৫ শে জুলাই, ২০১৯ রাত ১২:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন: যথার্থ। ব্লগে লেখার মতো অনেক বিষয় আছে - দেশে ধর্ষণ মহামারী রুপ নিয়েছে, ডেঙ্গু, রোহিঙ্গা, খুণ, কল্লা কাটা পার্টি, রাজনীতি, প্রবাস, দেশ আরো কতো কি? আর কয়েকজন আদীম যুগে পরে আছেন ব্লগার চাঁদগাজী নিয়ে।

চাঁদগাজী সাহেব সমসাময়িক বিষয় নিয়ে লিখেন, আপনার ইচ্ছে হলে পড়েন, না ইচ্ছে হলে চাঁদগাজী কারো পোষ্টে গিয়ে তেলের ড্রাম দিয়ে আসেন না যে তাঁর পোষ্টে লাইক কমেন্ট করতে হবে।

ব্লগে তেলের ড্রাম করাটা লেখলেখির প্রতি আগ্রহ হারিয়ে যায়।

১১| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ১২:৫৬

আনমোনা বলেছেন: ব্লগার চাঁদগাজী কোন রাখঢাখ ছাড়াই কমেন্ট করেন। পছন্দ না হলেও, সেটা নিয়ে ভাবলে নিজের লেখার উন্নতি করা যায়।

২৫ শে জুলাই, ২০১৯ রাত ১:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: এটি বোঝার জন্য সামান্য কিছু জ্ঞান থাকা জরুরী। তেলের ড্রাম না, ধর্মের কল না, জিপিএ ফাইভ ও না।

১২| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ১:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঠাকুর মাহমুদ ভাই, ট্রাক্টর এর ছবি এবং উহার মালিকের নাম কপিরাইট এবং পেটেন্ট আইন দ্বারা প্রোটেকটেড।
বেআইনী ব্যবহারকারির ব্যান-ব্লক-দ্বীপান্তর হইতে পারে।

....................................................................................
হা হা হা , ট্রাক্টর কি হিন্দুস্তান এর তৈরী , নাকি আমেরিকার ??
তারপরও বলব ব্লগারদের মাঝে সহর্মমিতা থাকা উচিৎ ।

২৫ শে জুলাই, ২০১৯ রাত ১:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশে ট্রাক্টর চিনিয়েছে ট্যাফে ট্রাক্টর, এখন সেই ট্রাক্টর যদি পাকিস্তান আফগানিস্তানেরও হয় তাহলেও জিন্দাবাদ।

১৩| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ১:৪৮

নিমো বলেছেন: ব্লগে তেলের ড্রাম করাটা লেখলেখির প্রতি আগ্রহ হারিয়ে যায়।

তেলও এক প্রকার স্নেহ কিনা। ;)

বিঃদ্র্যঃ এটার লিংক ঠিক থাকলে আগের মন্তব্য গুলো মুছে দিন। আর এটার লিংকও ঠিক না থাকলে সবগুলো মন্তব্যই মুছে দিন।

২৫ শে জুলাই, ২০১৯ রাত ১:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন: ধন্যবাদ, ক্লাস নাইন-টেন ও ইন্টারে চলে গেছি ক্ষনিকের জন্য তখন স্নেহ জাতীয় পদার্থ পড়ানো হতো।

১৪| ২৫ শে জুলাই, ২০১৯ ভোর ৪:৫১

বিষন্ন পথিক বলেছেন: @ ইনাম আহমেদ,
দয়া করে প্রোপিকটা পরিবর্তন করেন। বিতর্কিত সেলিব্রেটি (?) হতে চাইলে সেটা ভিন্ন কথা

২৫ শে জুলাই, ২০১৯ ভোর ৫:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন: ইনাম আহমেদ আই সি ইউ তে আছেন

১৫| ২৫ শে জুলাই, ২০১৯ সকাল ৭:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চাঁদ গাজী ই সেরা। তিনি অতুলনীয়।

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগার চাঁদগাজীর লেখা বোঝার জন্য যেই সামান্য জ্ঞানের প্রয়োজন তা শিবির জামাতের হবে না।

১৬| ২৫ শে জুলাই, ২০১৯ সকাল ৭:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো মন্দ মিলিয়েই মানুষ। হাতের পাঁচ আঙ্গুল সমান হয় না। চাঁদগাজী সাহেবকে তার বয়সের সম্মান দেওয়া উচিৎ।

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন: কিছু নাবালক ব্লগার আছে যারা ব্লগে অপমান উপহাস আর তৈলাক্ত কমেন্ট কে ব্লগিং মনে করছে।

১৭| ২৫ শে জুলাই, ২০১৯ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: সামু ব্লগের ইতিহাসে চাঁদগাজী একজন গ্রেট ব্লগার।
তাকে নিয়ে যারা ব্যঙ্গ করে তারা কুলাঙ্গার।

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:১০

ঠাকুরমাহমুদ বলেছেন: এটি বলার অপেক্ষা রাখেনা, হি ইজ এ ব্র্যাভ ম্যান ব্লগার চাঁদগাজী নিয়ে উক্ত ব্লগার যা লিখেছে তাতে কি পরিস্কার নয় উক্ত ব্লগার মানসিকভাবে অসুস্থ্য ? তার লেখায় যেই ভাষা সে প্রয়োগ করেছে তাতে তার পরিবার সমাজ তার পরিচয় উঠে আসছে।

১৮| ২৫ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজীব নুর বলেছেন: সামু ব্লগের ইতিহাসে চাঁদগাজী একজন গ্রেট ব্লগার।
তাকে নিয়ে যারা ব্যঙ্গ করে তারা কুলাঙ্গার।

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগার চাঁদগাজী নিয়ে উক্ত ব্লগার যা লিখেছে তাতে কি পরিস্কার নয় উক্ত ব্লগার মানসিকভাবে অসুস্থ্য ? তার লেখায় যেই ভাষা সে প্রয়োগ করেছে তাতে তার পরিবার সমাজ তার পরিচয় উঠে আসছে। ব্যাবহার বংশের পরিচয়।

১৯| ২৫ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৫২

রাকিব আর পি এম সি বলেছেন: ব্লগিং একটা ধৈর্য্যের বিষয়। এখানে সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলতে হয়। আমি এবং ব্লগার চাঁদগাজী প্রায় কাছাকাছি সময়ে সামুতে যুক্ত হয়েছিলাম। উনাকে আক্রমণ করে ব্লগে অতীতেও অনেক পোস্ট, মন্তব্য এসেছে। পোস্টগুলোতে রাতারাতি মন্তব্য আর ভিউ এর বন্যা বয়ে যায়। তারপর পোস্টটা হারিয়ে যায়, একসময় পোস্টকারী ব্লগারও হারিয়ে যায়, কিন্তু সেই বিখ্যাত "ট্যাফে ট্রাক্টর" ঠিকই সামুর মাঝে থেকে যায়।

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন: ফেসবুকে দুই চার লাইন লেখক ব্লগে হতাশায় ভোগে, তাদের প্রয়োজন লাইক শেয়ার কমেন্ট যা ব্লগে বিরল, তৈলাক্ত কমেন্ট ব্লগকে তেলের ড্রামে পরিনত করে। ব্লগে লিখার জন্য সমসাময়িক বিষয় জানা প্রয়োজন, ফেসবুকের মতো দুই লাইন লিখে সেলফি তুলে আলোড়ন করা আর ব্লগে লেখার তফাৎ অনেক। ব্লগার চাঁদগাজী নিয়ে উক্ত ব্লগার যা লিখেছে তাতে কি পরিস্কার নয় উক্ত ব্লগার মানসিকভাবে অসুস্থ্য ? তার লেখায় যেই ভাষা সে প্রয়োগ করেছে তাতে তার পরিবার সমাজ তার পরিচয় উঠে আসছে।

২০| ২৫ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪৫

জাহিদ হাসান বলেছেন: একেক জন একেক রকম।
সবাই চাদগাজীর মতো হয়ে গেলে সামু ব্লগের নাম পাল্টে চাদগাজীব্লগ রাখতে হবে

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনি আপনার মতো হোন, বাধা কোথায়? নাকি আপনি আপনার মতো হতে বাধা পাচ্ছেন?

২১| ২৫ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৩৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: যারা সমালোচনা নিতে পারেন না, তারা কি অদৌ মুক্ত চিন্তক?!

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২২

ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগার চাঁদগাজী নিয়ে উক্ত ব্লগার যা লিখেছে তাতে কি পরিস্কার নয় উক্ত ব্লগার মানসিকভাবে অসুস্থ্য ? তার লেখায় যেই ভাষা সে প্রয়োগ করেছে তাতে তার পরিবার সমাজ তার পরিচয় উঠে আসছে।

২২| ২৫ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৫৩

নিমো বলেছেন: সবাই চাদগাজীর মতো হয়ে গেলে সামু ব্লগের নাম পাল্টে চাদগাজীব্লগ রাখতে হবে


এই লেখাটা মূলত ইনামের পোস্টে মন্তব্য হিসাবে দেয়ার জন্য লিখেছিলাম। কিন্তু উনি পোস্টে মন্তব্য নিচ্ছেন না।

দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি।
সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি?

ব্লগ বন্ধ কারণ ধূসর পদার্থহীন কোমল পানীয় মোজো উপরের কথার মর্ম বুঝতে অক্ষম। অনেকেই ফেসবুক আর ব্লগের পার্থ্যকটা বোঝার মত ধূসর পদার্থ ধারণ করে না। ফেসবুক হল আত্মগরিমা প্রকাশের জায়গা, সঠিক করে বললে আপনি কোন অন্তর্বাস পরেন কিংবা স্ট্রবেরি/চকলেটে রতিক্রিয়া করেন কিনা জানানোর উত্তম আস্তাকুড়। ব্লগ হল মননশীলতার জায়গা, যেখানে আপনার লেখা মানুষের চিন্তার জগতকে নাড়া দেবে, প্রচলিত মতের বিপরীতে নতুন করে দেখতে, ভাবতে, চিনতে শেখাবে; দিন শেষে যা সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মানে কাজে আসবে। এটাই আপনার ঠিকুজি কুষ্ঠি জানান দেবে। ব্লগার চাঁদগাজীর লেখাগুলো এসবেরই প্রতিফলন ঘটায়, যদিওবা তা কারও কারও জন্য অস্বস্তিকর। ফেসবুক আর ব্লগের সংস্কৃতি গুলিয়ে, পান্তাভাতে ঘি খেলে, তা বদহজম হওয়াই স্বাভাবিক। সাম্প্রতিক গবেষণা চাঁদগাজীর বিদ্রুপাত্মক মন্তব্যেরই পক্ষে সায় দেয়।

view this link

এক কাজ করুন, হুমায়ুন আজাদের সীমাবদ্ধতার সূত্র পড়ুন কাজে আসবে। চুষি কাঠি নিয়ে ভ্যা করে কেঁদে ভাসানো ছিচকাঁদুনে আর চুদুরবুদুরের মত ধূসর পদার্থহীনরা ব্লগে না থাকলে, তা ব্লগের জন্য স্বাস্থ্যকর।

২৫ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন: ভাই Nemo, ফেসবুকের পোষ্ট ব্লগে চলেনা, যারা ফেসবুক ব্যাবহারকারী তারা অতিদ্রুত হতাশায় আক্রান্ত হোন এবং তখন শুরু হয় ব্লগে গালাগালী।

বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে
ফেসবুকর রা ফেসবুকে সুন্দর আর ব্লগার রা ব্লগে
এর তারতম্য হলে ফলাফল প্রমাণিত - - - - - -

২৩| ২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: যত্তসব আজাইরা মানুষ .... চাঁদগাজীরে নিয়া ভাবে আর পোস্ট দেয়
কী লাভ

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন: অন্যের পোষ্টে চাঁদগাজী বিষয়ে অভিযোগ করে অনেকে আনন্দিত হয়, আপনি কি কখেনো অভিযোগ করেছেন?

২৪| ২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৪০

নীল আকাশ বলেছেন: মাহমুদ ভাই উনার পোস্ট পড়ার আমার কোন দিনও রূচি হয় নি। যার মান্সিক বৈক্ল্য আছে নাকি সেটা মন্তব্য পড়লেই বুঝা যায়, তার লেখা পড়ার কোন ইচ্ছেই নেই আমার। উনার ব্লগেই আমি ঢুকি না।
ধন্যবাদ।

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগার চাঁদগাজী নিয়ে উক্ত ব্লগার যা লিখেছে তাতে কি পরিস্কার নয় উক্ত ব্লগার মানসিকভাবে অসুস্থ্য ? তার লেখায় যেই ভাষা সে প্রয়োগ করেছে তাতে তার পরিবার সমাজ তার পরিচয় উঠে আসছে।

২৫| ২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ২:২৭

নিমো বলেছেন: যত্তসব আজাইরা মানুষ .... চাঁদগাজীরে নিয়া ভাবে আর পোস্ট দেয়
কী লাভ

কোন লাভ নেই। কারণ ব্লগটা শেয়ার বাজার নয়।

নীল আকাশ বলেছেন: মান্সিক বৈক্ল্য
আপনি কি ডাব্বাইয়ানের কাছে বাংলা শিখেছেন ? নচেৎ বানানের এমন বৈকল্য কেন ?



২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন: নীল আকাশ ভাই কিছু নাবালক ব্লগার দ্বারা বিভ্রান্ত হয়েছেন, ব্লগার নীল আকাশকে আমি পছন্দ করি। একটি সমস্যা কি ব্লগে এই রকম উৎপাত আগেও ছিলো ভবিষ্যতেও হবে, আজে বাজে মন্তব্য করা গালাগাল করা, উপহাস তুচ্ছ তাচ্ছিল্য করা - ডক্টরেট অফ ফেসবুক করা ব্লগার ব্লগে বেশী দিন স্থায়ী হয়না তারা গালাগালাী করে নিজের পরিচয় দিয়ে পালায়।

২৬| ২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৩২

তারেক ফাহিম বলেছেন: দেশে এত এত কিছু থাকতে চাঁদ গাজীরে নিয়ে এত মাতামাতি কেন!

থাকনা, অনকে দিন পর সামুর ক্লান্তিকাল দূর হল, এবার মিলেমিশে ব্লগিং করা যায় না?
পোষ্টে ক্যাচাল হলে গালি ছাড়া কিছুই শিখতে পারি না!

সামুতে নতুন নতুন ইউজার ও পাঠক ক্রমে বাড়তে শুরু করলো। উক্তবস্থায় পোষ্টে এমন অপ্রিতিকর মন্তব্য সামুর মত মহা বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হচ্ছে।

গাজী ভাই ব্লগের প্রায় সিনিয়র ব্লগার, বয়সের কথা ভেবেও সম্মানটা পাওয়া উচিত। ভার্চুয়ালে আমরা ব্লগারদের যেভাবে আক্রমান্তক মন্তব্য করি, আমার মনে হয় সাক্ষাতে তা কোনদিন-ই সম্ভব হবে না। আমি মনে করি প্রত্যেক ব্লগারই এক একজন বিদ্যান। আত্মসম্মান হানীকর কোন ঘটনাতেই ব্লগারগণ প্রত্যক্ষ ভুমিকা রাখতে পারে না। তবুও মনেরভাবটুকু মুখ দিয়ে না বলে মন্তব্যকারে তুলে ধরি যদিও তা কি-প্যাড কিংবা কি-বোর্ডের মাধ্যমে।

যেসব ব্লগ ভালো না লাগে তা ইগনোর করলেই সমস্য হয় না।

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন: দেশে ব্লগে আলোচনা করার বিষয়ের যখন অভাব হয় তখন নমুনা হিসেবে ব্লগার চাঁদগাজী নিয়ে উক্ত ব্লগার যা লিখেছে তাতে কি পরিস্কার নয় উক্ত ব্লগার মানসিকভাবে অসুস্থ্য ? তার লেখায় যেই ভাষা সে প্রয়োগ করেছে তাতে তার পরিবার সমাজ তার পরিচয় উঠে আসছে।

২৭| ২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৭

নিমো বলেছেন: লেখক বলেছেন: জাহিদ হাসান আর Nemo কি একই ব্যাক্তি - এখন আমি নিজে বিভ্রান্ত !!!

আমি জানি না আপনার এমন বিভ্রান্তি কেন হল ? ব্লগে কারো মন্তব্য উক্তি করা যায় না অথবা গেলেও আমি এখনো জানি না। বোল্ড করা লেখাটা জাহিদ হাসানেরই। আমি কেবল সেটাকে প্রেক্ষিত রেখে মন্তব্য করেছি।

লেখক বলেছেন: নীল আকাশ ভাই কিছু নাবালক ব্লগার দ্বারা বিভ্রান্ত হয়েছেন, ব্লগার নীল আকাশকে আমি পছন্দ করি।

দেখুন উনাকে আমিও পছন্দ করি। যদিও উনি, মা.হাসান,ঢবিয়ান অনেকের ভাবাদর্শ ও মতাদর্শ ঠিক আমার সাথে যায় না, তারপওর উনাদের ব্যক্তি হিসাবে অপছন্দ করার কোন কারণ নেই। এই ব্লগটা সেই অর্থে niche নয়। বরং বলা যায় বারোয়ারি। তাই এখানে নানা মত, পথের ব্লগার থাকবেন সেটাই স্বাভাবিক।

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি ভুল বোঝে বিভ্রান্ত হয়েছি, আমি ধরেই নিয়েছিলাম একই কথা জাহিদ হাসান আর Nemo কিভাবে বলে - আর বলার পর বিভ্রান্ত তৈরির সুত্রপাত আশা করি আপনারও এখন ভালো লাগছে, আমি বিভ্রান্ত হওয়াটা এখানে ভুল বা পড়ার ভুল হয়েছে। ব্লগে নানা বিষয়ে রিকা হবে আমি প্রয়াই একটি কথা বলি তর্ক যুদ্ধে আপনি নানা ধরনের অস্ত্র বাবহার করতে পারেন তবে নোংরা অশালীন গালী নয় এটি দুঃখজনক, ব্লগে এটি হয়ে আসছে দীর্ঘদিন। বিশেষ করে ব্লগে ঈমানদার ব্যাক্তিরাই এই কাজটি করছেন বেশী।

আপনার বারোয়ারী শব্দটি আমার পছন্দ হয়েছে - এটি অনেক পুরোনো শব্দ, আমি পুরোনো মানুষ পুরোনো শব্দ পুরোনো বাক্য আমাকে অনেক টানে ।

২৮| ২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:১৮

নজসু বলেছেন:



আমি ব্লগের অনিয়মিত পাঠক।
তাই কিছু বুঝতে পারলাম না। :(

অঃটঃ আপনি তাহলে এখন দেশে আছেন।
আশা করি সবাইকে নিয়ে ভালো আছেন।

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনাকে বেশ কিছুদিন পাইনা, জ্বী এখন দেশে আছি এবং সবাইকে নিয়ে ভালো আছি। ব্লগে আলোচনার অনেক বিষয় থাকে কিন্তু মাঝে মাঝে দেখা যায় কয়েকজন ব্লগার চাঁদগাজীর বিপক্ষে আজেবাজে মন্তব্য পোষ্ট করে জনপ্রিয়তায় আসতে চান - এটি তাদের জন্য পোষ্ট ছিলো।

আপনি কেমন আছেন ? কাজ কম থাকলে ব্লগেে আসি কিছু লেখি মন্তব্য করি, ভালো লাগে। আশা করি সামহোয়্যাইন ব্লগ আবার আগের প্রাণবন্ততা ফিরে পাবে আর এই আশায় লেগে থাকা।

২৯| ২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: চাঁদগাজীর লেখা ও তাঁর কমেন্টের প্রকৃত অর্থ বোঝার মত মননশীলতা থাকা প্রয়োজন ।
সেটার ঘাটতি হলেই বিপত্তি ঘটে অনেক ক্ষেত্রে ।

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন: ডঃ এম এ আলী ভাই ধন্যবাদ, আমার কেনো জানি মাঝে মাঝে মনে হয় বয়ষের একটি ব্যাপার আছে যা খুবই গুরুেত্বপূর্ণ, আমাদের কথা বর্তমানের যুবসমাজ না বোঝার তা হয়তো অন্যতম কারণ !!! তাছাড়া আছে মগজধোলাই রাজনৈতিক-ধর্মীয়-ড্রাগ-ইন্টারনেট ব্যাবস্থা - এতো কিছুর পর বর্তমান প্রজন্মের সাথে আমাদের হচ্ছে দুরত্ব। তারা জানেনা তাদের বয়ষ আমরাও পার করে এসেছি আমাদের সময়ও খারাপ ছিলো - এখনো খারাপ আছে - ফেরাউনের সময়েও খারাপ ছিলো - এটি থাকবে, এর অর্থ এই নয় নোংরা অশালীণ নিজের গলার মালা হয়ে দাড়াবে।

৩০| ২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৫১

নজসু বলেছেন:





জ্বী, ভালো আছি।
সময় কম এবং ব্লগে ভিপিএন ছাড়া আসা যায়না বলে কম আসতে পারছি।

চাঁদগাজীকে আমি সবসময় শ্রদ্ধার আসনে রেখেছি।
কারণ উনার স্পষ্টবাদীতা।

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন: কর্ম জীবনে স্পষ্টবাদীতা আমার হয়রানির শিকারের কারণ হয়ে দাড়িয়েছিলো কিন্তু ব্যাবসা জীবনে স্পষ্টবাদীতা আমার সততার পরিচয়। ব্লগে স্পষ্টবাদীতা হারিয়ে যাবে এটি সম্ভব না, কেউ না কেউ এটি করে যাবেন আর হয়রানির শিকার ও হবেন।

৩১| ২৫ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

রাজীব নুর বলেছেন: এই পোষ্ট টির জন্য আপনাকে ধন্যবাদ।

২৫ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১২

ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগে আমরা তর্ক করি বিতর্কে পোষ্ট অনেক লম্বা হয় তবে প্রয়োজনে আমরা একজন আরেকজনের পাশে দাড়াবো এটি তার প্রমাণ, এখানে হয়তো অনেকে ভাবছেন চাঁদগাজীর ভক্ত, আমি চাঁদগাজীর ভক্ত কিনা জানিনা তাঁর লেখা আমার ভালো লাগে, ব্লগে এটি আপনার সাথে হলেও আমি একটি পোষ্ট দিতাম অথবা আপনার পোষ্টে পর পর মন্তব্য করতাম। ব্লগে গালাগালী একটা লজ্জাকর হয়ে দাড়িয়েছে - আর এই কাজটি করছে তথাকথিত ঈমানদার ব্লগার রা।

৩২| ২৫ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

ঢাবিয়ান বলেছেন: ব্লগার চাঁদ্গাজীর এই অবস্থানের জন্য তিনি নিজেই দায়ী। উনি যেভাবে ব্যক্তিগত আক্রমন করে কমেন্ট করেন, তাতে উনার বীপরিতে সেই একই ধরনের আক্রমন হতেই পারে। উনি যদি গঠনমুলক সমালচনা করতেন তবে এই ধরনের পরিস্থিতি কোনভাবেই তৈরী হত না। সবার সহনশীলতা সমান নয়। এড়িয়ে যেতে সবাই পারে না। সুতরাং সমান ও বীপরিত্মুখী প্রতিক্রিয়া হতেই পারে।

২৫ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগে আমি যা তা লিখে যাবো - আপনি তো ভুল ধরে মন্তব্য করবেনই, এটাই কি বাস্তব নাহ !!!

৩৩| ২৫ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

ঢাবিয়ান বলেছেন: তবে আপনি টেনশন নিয়েন না। ব্লগার চাঁদ্গাজী অত্যন্ত সহনশীল ব্লগার। এইসবে উনি কিছু মনে করেন না। =p~

২৫ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন: টেনশন একটি রোগ, এই রোগ হতে মুক্ত থাকুন।

৩৪| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩৬

নূর আলম হিরণ বলেছেন: চাঁদগাজী তিতা সত্য বলেন, সমস্যা এইখানে। সবাই হজম করতে পারেন না।

২৫ শে জুলাই, ২০১৯ রাত ৯:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন: নূর আলম হিরণ ভাই, তিতা সত্য বড়দের জন্য, ছোটরা তাই দুরে থাকা উচিত।

৩৫| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ৯:১১

তারেক ফাহিম বলেছেন: পোষ্টটি গাজী ভাই ইচ্ছে করেই এড়িয়ে গেলেন মনে হচ্ছে, ভালোই হল।

উনি অন্য সবার পোষ্টে কম বেশি মন্তব্য করেন।
উনাকে নিয়ে লিখা ব্লগে উনার মন্তব্য পড়লো কিনা দেখতে আসলাম।

২৫ শে জুলাই, ২০১৯ রাত ১০:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন: এটাই ব্লগার চাঁদগাজীর বৈশিষ্ট।

৩৬| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ৯:৫১

মানতাশা বলেছেন: *************************************************************************************************************************
ব্লগার ইনামের পোস্টটি ব্লগিং নয় ।
লেখক বলেছেন: ব্লগার চাঁদগাজী নিয়ে উক্ত ব্লগার যা লিখেছে তাতে কি পরিস্কার নয় উক্ত ব্লগার মানসিকভাবে অসুস্থ্য ? তার লেখায় যেই ভাষা সে প্রয়োগ করেছে তাতে তার পরিবার সমাজ তার পরিচয় উঠে আসছে।
এহেন দশার জন্যই পোস্ট করিয়াছিলাম । কস্মিনকালেও পোস্ট লিখিব বলে ভাবি নাই।৩৫ নম্বরে উত্তম প্রতি উত্তর করিয়াছেন।
*************************************************************************************************************************

২৫ শে জুলাই, ২০১৯ রাত ১০:১১

ঠাকুরমাহমুদ বলেছেন: ব্যাবহার বংশের পরিচয়

৩৭| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ১০:৩০

জাহিদ হাসান বলেছেন: আমি জাহিদ হাসান শিশির। আমার কোন শাখা-প্রশাখা নাই।
আমি ব্লগার চাদঁগাজীর বিরোধী নই। আমি শুধু তার লাগামছাড়া কথার বিরোধীতা করি।
অবশ্য আমি নিজেই প্রচুর লাগামছাড়া কথা বলি। তবে যেহেতু চাদগাজী সাহেব সিনিয়র মানুষ সেহেতু উনার কাছ থেকে আমাদের শেখার আছে। উনার উচিত একটু নিয়ন্ত্রিত মন্তব্য করা । আমি চাইনা কেউ ব্লগ ছেড়ে চলে যাক।

২৫ শে জুলাই, ২০১৯ রাত ১০:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন: কে ব্লগে থাকবেন কে থাকবেন না এটি তার ব্যাক্তিগত পছন্দ, ব্লগে ফেসবুকের মতো লাইক তৈলাক্ত কমেন্ট পাওয়া যায়না। আমি প্রায় চার-পাঁচ মাস ব্লগে অনুপস্থিত ছিলাম আমার জন্য ব্লগ থেমে থাকেনি।

৩৮| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ১০:৪২

জাহিদ হাসান বলেছেন: সামু ব্লগ কারো জন্যই থেমে থাকে না। এই কথাটা সত্য বলেছেন। সাড়ে ৭ বছর ধরে এই ব্লগে আছি। কত দেখলাম।
এমনকি আমি নিজেও অভিমান করে দুই বার সব পোস্ট মুছে দিয়ে চলে গেছিলাম। কিন্ত মানুষের উৎসাহে সব অভিমান ভুলে আবার ফিরে এসেছি।

২৫ শে জুলাই, ২০১৯ রাত ১১:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগে লেখার অনেক বিষয় আছে, প্রতিবাদ করার ও আছে শত সহস্র বিষয়, দুঃখজনক বিষয় হচ্ছে ব্লগ মাঝে মাঝে থমকে দাড়ায় ধর্মীয় নোংরামিতে আর ব্যাক্তিগত আক্রমণে।

ধর্মীয় ঈমানদারদের লেখার ভাষা ধর্মকে প্রশ্নবিদ্ধ করে !!!

৩৯| ২৬ শে জুলাই, ২০১৯ রাত ১২:০২

রাজীব নুর বলেছেন: আবার এলাম আপনার পোষ্টে মন্তব্য গুলো পড়তে। পড়লাম।

২৬ শে জুলাই, ২০১৯ রাত ২:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন: ধন্যবাদ, মন্তব্যে অনেকটা সঠিকভাবে জানা যায় কার কি অভিমত।

৪০| ২৬ শে জুলাই, ২০১৯ রাত ১২:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন:
চাদগাজী আমাকেও বহুবার যা তা বলেছেন। ব্লগে এসব কোন ব্যাপার না

কিন্তু অন্ধ ভাবেই একদল ছাগু ইনিয়ে বিনিয়ে মুক্তিযুদ্ধের আদর্শের বিরোধিতা করে যাচ্ছে। উলংগ গালাগালি করে যাচ্ছে।
সবচেয়ে দুঃখজনক এই গালিবাজদের সমর্থন দিয়ে যাচ্ছে কিছু তথাকথিত নাবালক, তরুন কবি-সাহিত্যিক নামধারি শিবির চক্র।
এর আগেও এক 'মা বাপ তোলা এক গালিবাজ ছাগু' রক্ষায় নেমে ছিল এই তথাকথিত '' শিবির চক্র।

২৬ শে জুলাই, ২০১৯ রাত ১২:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন: হাসান কালবৈশাখী ভাই আমি আপনি সহ আরো বেশ কয়েকজন তার প্রতিবাদ করি, হাসান কালবৈশাখী ভাই ধর্ম কি ? ব্লগে ফেসবুৃকে ধার্মীক ও ধর্মীয় পোস্টকারীর নোংরা গালাগালাীতে মনে হচ্ছে ধর্ম অর্থ গালাগালী !!!

৪১| ২৬ শে জুলাই, ২০১৯ ভোর ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


আমার পক্ষ কথা বলার জন্য ধন্যবাদ।

২৬ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, আমি ন্যায়ের পক্ষে কথা বলেছি। আপনাকেও ধন্যবাদ।

৪২| ২৬ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৫৫

বানভাসি বলেছেন: টেস্টু

২৬ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন: আমার পক্ষ থেকে টোষ্ট আর এক মগ চা

৪৩| ২৬ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৫৭

বানভাসি বলেছেন: ব্লগে ফেসবুৃকে ধার্মীক ও ধর্মীয় পোস্টকারীর নোংরা গালাগালাীতে মনে হচ্ছে ধর্ম অর্থ গালাগালী !!

ঃঃ মন্দ বলেন নি

২৬ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১১

ঠাকুরমাহমুদ বলেছেন: ধার্মীকদের আচড়ন বলে দেয় ধর্ম কি শিক্ষা দেয় দিচ্ছে - বোঝ জ্ঞান হওয়ার পর থেকে দেখছি ধর্মের নামে চাঁদা তোলা হচ্ছে আজো চলছে, এটি বন্ধ হবার নয়। ঠিক তেমনি ধর্মের নামে সন্ত্রাস বন্ধ হবার নয়।




গুন্ডারাজনীতি আর ধর্মনীতি এই দুইটি চলে ভয়ে!
ভয় নেই গুন্ডামী শেষ!! ধর্মও শেষ!!!

৪৪| ২৬ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২২

মিথী_মারজান বলেছেন: চাঁদগাজি সাহেবের টিকে থাকার ক্ষমতা অসাধারণ!
উনার সহনশীলতা এবং কিছুক্ষেত্রে প্রতিপক্ষের নোংরা আক্রমনের বিপরীতে উদাসীন থাকার গুণটা আমাকে সবসময় মুগ্ধ করে।
ব্যক্তিগত অভিরুচি, রাজনৈতিক মতবাদ একেকজনের ভিন্ন হতেই পারে।
এটা নিয়ে হাউকাউ করে পরিবেশ নষ্ট করাটা বিরক্তিকর!

২৬ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:




ব্লগে ধর্মবীদরা এই সমস্যাটি করছে, ধার্মীক ও ধর্মীয় পোষ্টদানকারীদের লেখার ভাষা প্রমাণ করে তারা ধর্ম থেকে কি শিখেছে। দেশে আলোচনা করার মতো বিষয় কম আছে বলে মনে হয়না, কিন্তু ব্লগে ব্লগারদের পেছনে লাগার জন্য ধর্মীয় ইস্যুর প্রয়োজন - সবাইকে ধার্মীক করার কন্ট্রাক্ট নিয়েছেন কয়েকজন নব্য নাবালক ব্লগার।

৪৫| ২৬ শে জুলাই, ২০১৯ রাত ৮:০৪

নিমো বলেছেন: মিথী_মারজান বলেছেন:
ব্যক্তিগত অভিরুচি, রাজনৈতিক মতবাদ একেকজনের ভিন্ন হতেই পারে।
এটা নিয়ে হাউকাউ করে পরিবেশ নষ্ট করাটা বিরক্তিকর!

চিন্তাধারা চমৎকারা, কিন্তু বাস্তবানুগ নয়। আপনি নিশ্চয়ই কেবল মাত্র ভিন্ন বলে ক্যান্সার কোষকে শরীরে ঠাঁই দেবেন না, দেবেন কি ? আপনার কাছে যেটা হাউকাউ করে পরিবেশ নষ্ট করা মনে হচ্ছে সেটা আদতে আগাছা উৎপাটন। এটা বাংলাদেশের শুরু থেকে করা হলে আজ মাথা লাগা, গনপিটুনী, ধর্ষণ, ডেঙ্গির মহামারির প্রাদুর্ভাব হয়তো অনেক নিয়ন্ত্রনে থাকত।

২৬ শে জুলাই, ২০১৯ রাত ৮:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন: নিমো ভাই, মিথী মারজান আপা ব্লগে খুব সুন্দর মন্তব্য রাখেন তাঁর মন্তব্যে কৃতজ্ঞ।

৪৬| ২৬ শে জুলাই, ২০১৯ রাত ৮:১৬

নিমো বলেছেন: ইনাম আপনি ঠিক কী ধরণের ব্লগার ? ব্লগে কোথাও কি সিজন্যাল ব্লগার হওয়ার ব্যাপারে বাধা আছে ?

২৬ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন: না বাধা নাই, ইনাম আহমদ আজকে সম্ভবত সারা দিন কিছু খাননি, বেচারাকে খাওয়া দাওয়া করতে বলুন। ভারতের পাঞ্জাবে একটি কথা প্রচলিত আছে “ব্যাটা পানি পিয়ো গোস্সা পিয়ো”।

ইনাম আহমদ আপনি পানি পান করুন সাথে রাগও পানির সাথে পান করা হয়ে যাবে।

৪৭| ২৭ শে জুলাই, ২০১৯ রাত ১:১০

মানতাশা বলেছেন: **************************************************************************************
ঠাকুরমাহমুদ এদের সাথে তর্ক ছাড়াবেন নাহ।চুপ থাকুন।আমার পোস্টের খিলেই পরিষ্কার হয়ে যাবে ওদের নোংরামি।
চেংকু প্যাঁক বলেছেন: বুড়া ভাম পাঁদগাজির মাথাটা হইল একটা ইবলিছ শয়তানের বাসা। এই ধরণের মাথা কোপ দিয়া উড়ায় দেওয়া উচিত। এই মন্তব্যে একজন লাইক প্রদান করিয়াছে । বুঝুন ! এই চক্রটি ভয়ানক।
***************************************************************************************

৪৮| ২৭ শে জুলাই, ২০১৯ সকাল ৭:১৬

বানভাসি বলেছেন: @ ব্লগার মুসাফির, কীভাবে সিওর হলেন বাকের ভাই, ঠাকুর সাহেবের আইডি। জানার কৌতূহল হচ্ছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: বানভাসি, আমার একটাই আইডি, ভিন্ন ভিন্ন আইডি দিয়ে আমার পোষ্ট দেওয়ার প্রয়োজন নেই, আমার পোষ্ট লেখা ভাষা পরিস্কার এগুলো লেখার জন্য ভিন্ন ভিন্ন আইডি প্রয়োজন নেই সেটি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.