নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

color of life, color of justice

১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৩:৪৩






color of life, color of justice
- thakurmahmud


sometimes blue, sometimes white
sometimes black, even red, even golden !
you know me very well, that's who am i ?
dear son, yes - its me - i am sky !

color your life, color your justice
color your heart, color your mind
i am praying from my heart
for your colorful beautiful life.



assigned to: my lifetime king of the heroes "my father and my son".





মন্তব্য ৬৪ টি রেটিং +২০/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৯ ভোর ৫:৫০

ইসিয়াক বলেছেন:
Good luck to all of you.
May all of you live happily ever
Good morning

১১ ই নভেম্বর, ২০১৯ ভোর ৫:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:





thank you, thank you very much for your wish
and good morning to you "morning bird"

২| ১১ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:৩২

ডঃ এম এ আলী বলেছেন:


Wou ! what a colorful poem.
Cause if only it was colorful enough,
Yet the sun paints the ....
What a magnificent sight !
The colorful journey of my life.
If I died right now,

১১ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:


ডঃ এম এ আলী ভাই,
আমি আমার অন্তর থেকে দোয়া করছি আপনি দীর্ঘদিন বেঁচে থাকবেন সুস্থতার মাঝে, আনন্দের মাঝে আর অনেক অনেক ভালোবাসার মাঝে। ডঃ এম এ আলী ভাই কেনো বিষন্ন হোন, ব্লগে সবাই আমরা একে অপরের জন্য দোয়া করছি। দোয়া করছে আমাদের প্রিয়জনরাও। আপনি হাসিখুশি প্রাণবন্ত থাকুন, আপনার প্রতিটি দিন যেনো হয় সুন্দর থেকে সুন্দরময়। দোয়া করি পরম করুণাময়ের শান্তির শীতল ছায়া যেনো আপনাকে ঘিরে রাখে আজীবন।



৩| ১১ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:৩৭

ডঃ এম এ আলী বলেছেন:
Peace Of Mind At Home
Colorproof My Amie
Pendant With Up To 100m Range.
Wear In The Shower
And In The Garden

১১ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:





every great dream begins with a dreamer. always remember, you have within you the strength, the patience, and the passion to reach for the stars to change the world. - (harriet tubman)

৪| ১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:৪২

কাজী ফররুখ আহমেদ বলেছেন: দুই বাবার জন্যই দোয়া ও ভালোবাসা।

১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন:





কাজী ফররুখ আহমেদ ভাই,
আপনার জন্যও অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।

৫| ১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪৭

মৃন্ময়ী শবনম বলেছেন: good morning, i wish your happiness forever.

১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:





আপনার জন্যও রইলো অনেক অনেক দোয়া ও শুভকামনা ।

৬| ১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫০

মৃন্ময়ী শবনম বলেছেন: its a very very beautiful wishful poem for king of the heroes.

১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:





উল্লেখ্য দুজনই আমার জীবনকালের দেখা আমার জীবনের সর্বকালের সর্বশ্রেষ্ট সম্রাট।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৭| ১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৯

ঢাবিয়ান বলেছেন: মাথার উপর দিয়ে গেছে B:-/

১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



ঢাবিয়ান ভাই,
সহজ প্রাঞ্জল ভাষা, মাথার উপর দিয়ে যাওয়ার তো কথা না সরসরি হৃদয়ে লাগার কথা। আরেকবার পড়ার জন্য অনুরোধ রইলো।

৮| ১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



সেলিম আনোয়ার ভাই, আপনি যখন সুন্দর বলেছেন তখন ভাবতে হবে সুন্দর লিখেছি আর এখানে কোনো সন্দেহ নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৯| ১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০২

নীল আকাশ বলেছেন: wonderful poem.
Is it your life really colourful?
if not, then share some colour from rainbow!

১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২২

ঠাকুরমাহমুদ বলেছেন:





নীল আকাশ ভাই,
আমি সেই মানুষ যে জীবনের নানা ঘাত প্রতিঘাতে শিখেছি সুন্দর জীবনের জন্য প্রকৃতির থেকে রঙ নিতে হয় আর রংধনু তো প্রকৃতির এক মহা বিস্ময়। আমার পছন্দের একটি হচ্ছে রংধনু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১০| ১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩

কৃষ্ণগহ্বর বলেছেন: Nice

১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাই কৃষ্ণগহ্বর,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১১| ১১ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৭

করুণাধারা বলেছেন: সকলের বর্ণিল জীবনের জন্য শুভকামনা প্রকাশক কবিতাটি ভালো লাগলো। পাখির ছবিও চমৎকার।

১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




করুণাধারা আপা,
আপনার ও আপনার পরিবারের প্রতি রইলো শুভ কামনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১২| ১১ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: Love and love for....(father & son.) your poem is all bout that. nd you did express well.
good wish forever.

১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:





জুনায়েদ বি রাহমান ভাই,
আপনার ও আপনার পরিবারের প্রতি রইলো শুভ কামনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৩| ১১ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: ভীষণ ভীষণ মিষ্টি লাগলো আপনার কবিতাটি।
বড় বাবাকে সালাম ও শ্রদ্ধা আর ছোট বাবাকে অন্তরের ভালোবাসা রইলো।

শুভেচ্ছা প্রিয় ঠাকুর মাহমুদ ভাইকে।

১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন:




পদাতিক চৌধুরি ভাই,
আপনার প্রতিও রইলো অনেক অনেক শুভেচ্ছা। আপনার ও আপনার পরিবারের প্রতি রইলো শুভ কামনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৪| ১১ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩

শাহারিয়ার ইমন বলেছেন: Life was colourful when i was at my childhood. Now life is getting more hard and rough day by day

১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




শাহারিয়ার ইমন ভাই,
জীবন জীবনের মতো। - আমরাই একে সহজ করি আমরাই একে কঠিন করি।
জীবন সহজ করার পথগুলো আপনার জানা আছে তাই জানেন “জীবন কঠিন হচ্ছে দিনকে দিন”। জীবন সহজ করুন - এটি খুব কঠিন কাজ নয়। আপনার ও আপনার পরিবারের প্রতি রইলো শুভ কামনা।

১৫| ১১ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০১

হাবিব বলেছেন: জাস্ট অসাম.....

১১ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন:





হাবিব ভাই,
আমার যদি ভুল না হয়ে থাকে এটিই আমার পোষ্টে আপনার প্রথম মন্তব্য। আপনার প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ধন্যবাদ।

১৬| ১১ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

হাবিব বলেছেন: দাদা, আপনি এক্কেবারেই ঠিক বলেছেন। তবে কবিতার ভাষা এত সহজ ও ভাব এত গভীর যে মন্তব্য না করে থাকা গেল না।

১১ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




হাবিব ভাই,
আপনাকে আবারো ধন্যবাদ যে আপনি কবিতাটি পড়েছেন এবং ভাষা সহজ হিসেবে বোঝতেও পেরেছেন। একটি লেখা তখনি স্বার্থক যখন পাঠক সেই লেখার অর্থ বোঝেন। আমার লেখা সত্যি সত্যি স্বার্থক।

যারা মন্তব্য করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১৭| ১১ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

কিরমানী লিটন বলেছেন: Really great....
Go ahead & touch it’s up.....

১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




কিরমানী লিটন ভাই,
একটি লেখা তখনি স্বার্থক যখন পাঠক সেই লেখার অর্থ বোঝেন। আমার লেখা সত্যি সত্যি স্বার্থক। কিরমানী লিটন ভাই, অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১৮| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন:
ছেড়ে স্ব-দেশী ভাষা
কেন ভিনদেশীতে ভাসা
মধু বাবু বুঝেছিল সবশেষে
ফিরেছিলেন বাংলায় অবশেষে ;) (ফান)

দারুন সহজ সরল উপস্থাপনায় ভাললাগা :)

শুভকামনার রং ছড়িয়ে যাক
শাসকদের অন্তরে
লোভী, কুচক্রী বৃুর্জোয়াদের হৃদয়ে
সব শেষে সাদায় আবৃত হবার আগে।

১১ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:





বিদ্রোহী ভৃগু ভাই,
পৃথিবীতে যারা ভালো মানুষ ছিলেন আর যারা ভালো মানুষ আছেন আমি শুধু তাদের ভালো কামনা করি ও দোয়া করি। আসুন আমরা সবাই তাই করি। খারাপ যারা আছেন তারা যা উচ্ছা তা করুক তারা জাহান্নামের চৌরাস্তায় যাক - কি আসে যায়।

বিদ্রোহী ভৃগু ভাই, অনেক অনেক ধন্যবাদ।

১৯| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০৭

নূর আলম হিরণ বলেছেন: Beautiful Poem... Wish A Colorful Life To You, Your Father And Your Son...

১১ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:




thank you, i am telling you from my heart thank you. and i am also wish you a colorful life for you and your family too.

২০| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৫০

অন্তরন্তর বলেছেন: বাহ। আপনার পরিবার এবং পরিজনের কল্যাণ হউক। শুভ কামনা।

১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




অন্তরন্তর ভাই,
আমিও দোয়া করছি আপনার ও আপনার পরিবারের শান্তি হোক। ভালো থাকুন সব সময়।

২১| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৩৪

বলেছেন: I logged in to give my
Warm wishes to the wonderful people...



১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




ল ভাই,
আপনি কি জানেন আমি অপেক্ষা করছিলাম কখন ল ভাই মন্তব্য করবেন? আমিও দোয়া করছি আপনার ও আপনার পরিবারের শান্তি হোক। ভালো থাকুন সব সময়।

২২| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ২:৪৪

মুক্তা নীল বলেছেন:
ঠাকুরদা ,

আপনার পিতা, আপনি এবং আপনার সন্তান আপনারা তিন প্রজন্মই ভাগ্যবান। অন্তর থেকে দোয়া করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ।

১২ ই নভেম্বর, ২০১৯ রাত ২:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




মুক্তা নীল,
বোন রে, যে মানুষ আমার জন্য আমার বাবার জন্য আমার সন্তানের জন্য এভাবে দোয়া করেন তাঁর জন্য আমিও অন্তর থেকে দোয়া করছি “আপনি - আপনার পরিবার ও আপনার সন্তানকে যেনো পরম করুণাময়ের শান্তির শীতল ছায়ায় রাখেন আজীবন”।

২৩| ১২ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:৪২

আমি তিতুমীর বলছি বলেছেন:


ইংলিশ মাথার উপর দিয়ে যায় তাই কবিতার বিষয় নিয়ে মন্তব্য করলাম না। সাদা রংয়ের জীবন ভাল তয় কালা রংয়ের জীবন যাদের তারা বুঝে জীবন কি, কত প্রকার উদাহরণসহ।
একখানা প্রশ্ন ছিল?
জিয়া সিরিজ কি অফ? শেখ মুজিব সিরিজ কবে আসবে?

১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




তিতুমীর ভাই,
সিরিজ চলবে। আমি রাজনৈতিক পোষ্ট থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছি।

২৪| ১২ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫৯

বলেছেন: @ তিতুমীর..

সিরিজ চলতে হবে......জয়তু

১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




ল ভাই,
সিরিজ চলবে। রাধে কৃষ্ণ।

২৫| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:৪৩

সুপারডুপার বলেছেন: How can I see your colors without light!
How can I know you without light!

How can you see the color of my life without light!
How can you see the color of my justice without light!

Where is the light?
Bring the light!

That I can see your beautiful colors;
And you can see my growing colors.

১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




light is soul
soul is light
you have your own soul
you have your own light

on your light
on your soul
color your site
color your life

আমার নতুন পোষ্ট ব্লগে প্রথম পাতায় লেখক হুমায়ূন আহমেদ নিয়ে একটি কাউন্টার পোষ্ট আশা করি পড়ে জানাবেন।

২৬| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
So colorful poem

আপনি আমেরিকান দের মত কালার বানান color লিখেছেন। বাংলাদেশ ভারত ও ব্রিটিশরা লেখে colour

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




হাসান কালবৈশাখী ভাই,
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যর জন্য, আমি কিছু কাজে কিছুদিন ঢাকার বাইরে ছিলাম তাই যথা সময়ে উত্তর দিতে পারিনি। আমি American Accent এ অভ্যস্ত। তাই লেখায় color চলে এসেছে।

২৭| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১২

সুপারডুপার বলেছেন: মাহমুদ ভাই , আপনি অতি দ্রুত কিভাবে যেন, আমি যা জানতে চাচ্ছিলাম তা উত্তর দিয়ে দিলেন। আপনি সত্যিই একজন চিন্তাশীল অনন্য মানুষ।

দোয়া করি , আপনি ও আপনার পরিবারের সবাই শান্তিতে থাকুন :)

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




সুপারডুপার ভাই,
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যর জন্য, আমি কিছু কাজে কিছুদিন ঢাকার বাইরে ছিলাম তাই যথা সময়ে উত্তর দিতে পারিনি। আমিও দোয়া করছি আপনি ও আপনার পরিবারের সবাই শান্তিতে থাকুন। ধন্যবাদ।

২৮| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৬

সোনালী ডানার চিল বলেছেন:
আসলে কবিতার কোন ভাষা নেই; কবিতা আন্তর্জাতিক!
ভালোলেগেছে, শুভকামনা রইল-

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:




সোনালী ডানার চিল ভাই,
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যর জন্য, আমি কিছু কাজে কিছুদিন ঢাকার বাইরে ছিলাম তাই যথা সময়ে উত্তর দিতে পারিনি। যথার্থ বলেছেন “কবিতার কোন ভাষা নেই; কবিতা আন্তর্জাতিক” আপনার প্রতিও শুভকামনা রইলো।

২৯| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৮

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
ইচ্ছা করছে আমি আমার মতো করে অনুবাদ করি।

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




রাজীব নুর ভাই,
কবিতা সবার জন্য, অবস্যই আপনি আপনার মতো করে অনুবাদ করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ মন্তব্যর জন্য, আমি কিছু কাজে কিছুদিন ঢাকার বাইরে ছিলাম তাই যথা সময়ে উত্তর দিতে পারিনি। দুঃখিত।।

৩০| ২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯

মিরোরডডল বলেছেন: What a wonderful writing!!! Loved it.

মানুষের জীবনতো আসলে আকাশের মতন । আমার প্রিয় আকাশ ।
কখনো রোদ্দুর , কখনো মেঘ , কখনো বৃষ্টি আবার কখনো পূর্ণিমা ।
আর রংধনু ??? সেতো অসাধারণ !!!! Reflection of life.

Rainbow নিয়ে এ লেখাটি পড়বেন
When your time permits

https://www.somewhereinblog.net/blog/MirroredDoll/30228636

২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




MirroredDoll
মানুষের জীবন আকাশের মতো নানা রঙে সাজায় জীবন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। color of life, color of justice এই কবিতাটি আমার বাবা ও আমার ছেলের জন্য লেখা - এই দুজনই আমার জীবনের শ্রেষ্ট নায়ক।

৩১| ২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২০

মিরোরডডল বলেছেন: Blessings for three of you.

২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন: i am also blessing you too from my heart.

৩২| ২৯ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫২

খায়রুল আহসান বলেছেন: আপনাদের তিন প্রজন্মের তিন বাবার জন্য শুভকামনা রইলো।
আকাশের মত বিশাল হোক আপনাদের জীবনের অর্জন। আকাশের মত রঙিন হোক আপনাদের জীবন।

২৯ শে জুলাই, ২০২১ রাত ৮:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার দোয়া আমার মন ছুঁয়ে গিয়েছে ভাই। আমাদের জন্য যেই দোয়া করেছেন পরম করুণাময় আল্লাহপাকের কাছে আপনার জন্য একই দোয়া করছি। আকাশের মত বিশাল হোক আপনাদের জীবনের অর্জন। আকাশের মত রঙিন হোক আপনাদের জীবন। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.