নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
ভিড়, জনসমাগম, সমাগম, জনসমাবেশ, সমাবেশ, সভা, বৈঠক অর্থ এই নয় উক্ত বিষয়/স্থান/কাল/পাত্র পপুলার নামী দামী যশ বা প্রসিদ্ধ বা বিখ্যাত হতে হবে! জরুরী নয়। ছোট্ট একটি উদাহরণ:- মিষ্টির দোকানের সামনে সাধারণত কেমন ভিড় থাকে? কিন্তু ময়লার ঢিবি নষ্ট পঁচা গলা নালা নর্দমাতে ভিড় আছে! পোকা মাকড়ের ভিড়। নষ্ট পঁচা গলা নর্দমার কীটের ভিড়।
আশ্চর্য হলেও সত্য - এই নষ্ট পঁচা গলা নর্দমাতে মানুষেও ভিড় করে! - কেউ হয়তো বাঁচার তাগিদে এক বেলা ভাত খাবার জন্য নর্দমায় কিছু খোঁজ করছে! কেউ আবার নেশায় বুঁদ হতে নর্দমার পাশে ভিড় করছে। রাজধানী ঢাকা শহরের সকল ডাস্টবিনের নর্দমাগুলো ঢাকার কাছাকাছি আশুলিয়া-আমিন বাজার-যাত্রাবাড়ি ডাম্পিং হয়। কি দিন কি রাত্রি। সকাল বিকাল দুপুর! আর, রাত যতো বাড়ে এখানে নেশা করার লোকের আনাগোনা ততো বাড়ে। নষ্ট নর্দমার পাশে বসে এরা মজা পায়, অনাবিল আনন্দ পায়। নষ্ট নর্দমাতে এদের নেশা জমে ট্র্যাফিক জ্যাম হয়। নেশার ট্র্যাফিকে আনন্দে ভয়াবহ ধরনের মাতম হয়! - এই মাতম দেখার মতো!
নষ্ট পঁচা গলা নর্দমার নেশার মজা এদের পেয়ে বসেছে - এদের জীবনে আর কিছু চাওয়ার নেই পাওয়ারও নেই। সমাপ্ত।
ছবি সূত্র: enter at your own risk
কৃতজ্ঞতা স্বীকার: সামহোয়্যারইন ব্লগ।
০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ২:১২
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভিড় হলেই ভালো কিছু হতে হবে এমন কোনো কারণ নেই।
২| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১:১৯
কামাল৮০ বলেছেন: গরিবদেরতো বসার যায়গা নাই,তাই নর্দমার পাশে বসে নেশা করে।বড়লোকরা নেশা করে ফাইভষ্টার হোটেলে।দুই জনই নেশা করে।পার্থক্য শুধু গরিবের নেশা আর বড়লোকের নেশা।দুই দলই নর্দমার কিট।একটা ভালো নর্দমার অন্যটা খারাপ নর্দমার।
০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ২:১৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
বড় হতে হলে বড় হওয়ার বিষয়টি জেনেটিক্যালি থাকতে হয়। জুম্মা জুম্মা সাতদিনের কাঁচা পয়সাতে ছিলা মুরগি মার্কা ঢেউ টিনের মতো চকচক করলেও মরিচা পড়ে দ্রুত।
৩| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ২:৩১
ককচক বলেছেন: পঁচা গলা নর্দমার পাশে যাদের বসবাস তাদের জন্য স্বপ্ন দেখা বেশ কঠিন।
০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ২:৩৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
শখ করে কেউ কেউ নর্দমার পাশে থাকে। এখানেই জীবন মরণ।
৪| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ২:৩৮
মেহেদি_হাসান. বলেছেন: যে যেখানে নেশা করে আনন্দ পায়
রাত যতো বাড়ে এখানে নেশা করার লোকের আনাগোনা ততো বাড়ে ঠিক বলেছেন, নেশা করার জন্য কোথাও ডাস্টবিনের পাশে লোক বাড়ে আবার কোথাও দামি বার এ বাড়ে দুজায়গায়ই নেশাখোরদের ভিড়
০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ২:৪২
ঠাকুরমাহমুদ বলেছেন:
মানুষ বহুরূপী। মানুষ চেনার বহু পন্থাও আছে, তার মধ্য একটি - ভিড় থেকে মানুষ চেনা যায়।
৫| ০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ৮:৪২
শেরজা তপন বলেছেন: আমিন বাজার দিয়ে সাভারের পথে যাওয়া আসার সময়ে প্রায়শই দেখি।
লেখার গভীরতা অনেক।
০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১:৩৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
একজন ভালো পাঠক একজন ভালো লেখকও বটে। সমস্যা হচ্ছে সময় ও পরিবেশ পরিস্থিতি। সময়ের অভাবে ও পরিবেশ পরিস্থিতির জন্য হয়তো একজন ভালো লেখক লেখালেখি কম করেন। আপনি লেখার মূল মর্মার্থ বুঝতে পেরেছেন - এটি খুব ভালো লেগেছে। - ধন্যবাদ।
৬| ০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ৯:৫২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি মাঝে মধ্যেই ইপিজেড থেকে বাসায় ফিরি। দৃশ্যপট বাস্তব। এঁকেছেন সুন্দর ভাবে। অল্প কথায়
পোস্টে ভালো লাগা +
০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১:৩৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
একজন ভালো পাঠক একজন ভালো লেখকও বটে। সমস্যা হচ্ছে সময় ও পরিবেশ পরিস্থিতি। সময়ের অভাবে ও পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো একজন ভালো লেখক লেখালেখি কম করেন, অথবা লেখা লেখি হতে বিরতি নেন ইস্তফা নেন।
আপনি লেখার মূল মর্মার্থ বুঝতে পেরেছেন - এটি খুব ভালো লেগেছে। - ধন্যবাদ।
৭| ০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ১১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশে এই ভীড়ের পরিমাণ বাড়াবাড়ি পর্যায়ে।
০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ২:০৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
বিজ্ঞ ব্লগার, ফুটপাথের হকার ঘিড়ে একদল লোকের সব সময় ভিড় থাকে, থাকে আনাগোনা। কেউ পকেটমার আর কেউ হকারের কথা পছন্দ করে, এই হকার এদের জানেমান প্রাণের প্রাণ।
মন্তব্যে বাস্তব কথা বলেছেন - আপনাকে অশেষ ধন্যবাদ।
৮| ০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ১১:৩৫
মোগল সম্রাট বলেছেন:
পল্টন ময়দানে বিএপির ভিড় দেইখ্যা কি বুজমু কইঞ্চেন দেহি ঠাকুর ভাই.....!
০৫ ই আগস্ট, ২০২২ রাত ১২:৪৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমাদের দেশের রাজনীতি অবৈধ পথে উপর্জনের বৈধ সনদপত্র দেয়। এই সনদপত্রের জন্য বিএনপি আওয়ামী লীগ জামাত সবারই হাহাকার আছে। আর এই হাহাকার থেকে ভিড়।
৯| ০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ১১:৪১
জুল ভার্ন বলেছেন: ছোট্ট এই পোস্টে আমাদের সমাজের কঠিন বাস্তবতা তুলে ধরেছেন।
০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ২:৫০
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমাদের দেশে খুব সম্ভব অতিবেকার (বেকার স্কয়ার, বেকার কিউব) বেড়ে গিয়েছে। কোথাও হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4 বললে এক দল লোক দাড়িয়ে যায়। সেই মাইকে নোংরা অশালীন কথা ভোজপুরি গান চলে নাচ চলে মানুসের ভিড় বাড়ে। ভিড়ে ভিড়ে মানুষে মানুষে মানুষে সয়লাব।
১০| ০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১২:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
আমরা কৌতুহুলী জাতী।
মাঝে মাঝে অসুস্থ কৌতুহল তৈরি হয়।
০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ২:৫৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
অতিরিক্ত কৌতুহল। কোথাও ঝগড়া বিবাদ হলে একদল লোক তামাশা দেখার জন্য ভিড় করবে, এক সময় তারাও দলাদলি করে মারপিটে অংশগ্রহণ করবে - হতাহত হবে। এই অতিরিক্ত কৌতুহলের কারণে কতো লোক মারা যাচ্ছে। বেওয়ারিশ লাশের সংখ্যাও বাড়ছে।
১১| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৯:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: কেউ ক্ষুধার জ্বালায় আর কেউ নেশার জ্বালায় ভাগারগুলোতে আসে। জীবন কতই না বিচিত্র।
০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৯:২০
ঠাকুরমাহমুদ বলেছেন:
কারো কারো কাছে পঁচা গলা নোংরা নর্দমা ভালো লাগে। কারো কারো জন্য ভিটামিন আছে। কেউ কেউ এমনি এমনি নর্দমায় পড়ে থাকে।
১২| ০৫ ই আগস্ট, ২০২২ সকাল ৭:০৪
কামাল৮০ বলেছেন: ধপাশ তত্ত্ব অনুসারে আমাদের সবার পূর্ব পুরুষ আদম।আমর সবাই আপন ভাই বোনের সংঙ্গমের ফসল।একই রক্ত সবার শরীরে।
০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
ধপাশ তত্ত্ব সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আপনার কি ধারণা ইহা সত্য?
১৩| ০৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৯
মোহাম্মদ গোফরান বলেছেন: দারুণ।
১৩ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪২
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
১৪| ০৮ ই আগস্ট, ২০২২ ভোর ৪:৩০
জুনায়েদ বি রাহমান বলেছেন: নেশাগ্রস্ত মানুষের মগজ নর্দমা হয়ে যায়।
ক্যামন আছেন? মাহমুদ ভাই
১৩ ই আগস্ট, ২০২২ রাত ২:৪৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
মানুষ নানা ধরনের নেশা করে। লোভ লালসা হচ্ছে সবচেয়ে বড় নেশা। নেশার রাজা।
আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি কি দেশের বাইরে থাকেন?
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পচা কাঁঠালে যেমন ভীর করে মাছির পাল!!