নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ছুটি - চাইনিজ নিউ ইয়ারের শুভেচ্ছা

২৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:৪১



দক্ষ জনবল কিভাবে তৈরি করতে হয়, সমগ্র বিশ্বে তাঁর জ্বলন্ত প্রমাণ হচ্ছে - চীন। মাঝে মাঝে আমার মনে হয়, চাইনিজ মানুষের শুধু কাজকর্ম দেখতে নয়! - চাইনিজদের সামনা সামনি দেখলেও মানুষের কাজকর্মে অনুপ্রেরণা তৈরি হওয়ার কথা! চাইনিজ নিউ ইয়ারে সমগ্র বিশ্ব হতে ট্যুরিস্ট চীনে বেড়াতে আসেন। নিউ ইয়ার অনুষ্ঠান কতোটা সুন্দর হতে পারে তা চীনে চাইনিজ নিউ ইয়ার অনুষ্ঠান না দেখলে বোঝানো কঠিন! নিউ ইয়ার ছুটিতে আমিও যাচ্ছি, তবে ঠিক বেড়াতে নয় - কিছু কাজ আছে, কাজ শেষে আবার কাজের জন্য যেতে হবে ভিন্ন ভিন্ন জনপদে। আশা করছি মার্চের শেষের দিকে দেশে থাকবো।



আমি ট্যাব বা ল্যাপটপে বাংলা লিখতে পারি না। বাংলা লিখতে বাংলা ফন্টের কীবোর্ড প্রয়োজন হয় আর ডেস্কটপ। ডেস্কটপ ছাড়া লেখালেখি করাও বিশাল ঝামেলার কাজ। একবার প্রবাসে যেতে অফিসের একাউন্টস হতে আমার হাতে বাংলা কীবোর্ড দিয়ে দিলেন! প্রবাসে যখন ল্যাপটপে আলাদা কীবোর্ড জয়েন্ট করেছি! কীবোর্ড, মাউস, পাওয়ার কানেকশান সব মিলে মনে হয়েছে এটি আমার কোনো কম্পিউটার নয়! - এটি রাজধানী ঢাকা শহরের ডিশ আর ইন্টারনেট ক্যাবলের জগাখিচুড়ি কানেকশান। ব্লগে যারা লেখালেখি করেন তারা নিঃসন্দেহে অনেক কষ্ট করে লেখালেখি করেন। লেখালেখি করা আসলে তেমন আরামদায়ক কোনো বিষয়ও নয়। ব্লগে যারা নিরলসভাবে ও কষ্টের সাথে লেখালেখি করে যাচ্ছেন সকলকে অশেষ অশেষ ধন্যবাদ।

লেখালেখি থেকে যেহেতু দূরে থাকতে হবে তাই ব্লগেও অনুপস্থিত থাকবো, অর্থাৎ ব্লগ হতে ছুটি। সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে চাইনিজ নিউ ইয়ারের শুভেচ্ছা।




মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।

২৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

২| ২৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৪

কামাল১৮ বলেছেন: প্রবাসে ভালো খাতুন এই কামনা করি।
চাইনিজ নব বর্ষে কাছ থেকে ড্রাগন নৃত্য দেখলাম।আমাদের আশেপাশে প্রচুর চাইনিজ থাকে।আমার বিয়েই বিয়াইন চাইনিজ,তারা দাওয়াত দিয়ে ছিলো।

৩| ২৯ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৩

শাহ আজিজ বলেছেন: কোন শহরে থাকবেন ? পানাহারে আনন্দে থাকুন ।

৪| ২৯ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৬

রাজীব নুর বলেছেন: অনেক দিনের জন্য দেশের বাইরে যাচ্ছেন। মানে ইদের আগে দেশে ফিরবেন।
যান। ভালো থাকুন। সুস্থ থাকুন। মিস করবো আপনাকে।

৫| ২৯ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: আপনাকেও চাইনিজ নতুন বছরের শুভেচছা।

সাথে সাথে রইলো সামু এবং নতুন বছরের ছুটির সময়টা ভালভাবে কাটানোর প্রত্যাশা।

৬| ৩০ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী সমতুল্য ইউণুছ সাহেবকে এক মাস দেরি করে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি কেন এতো দেরী করলেন?

আপনার কি কোন ব্যাখ্যা জানা আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.