নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

অসুখী মানুষ

০৫ ই জুলাই, ২০২৫ রাত ১১:২৫



অসুখী মানুষ হচ্ছে সমাজের ভয়ংকর থেকেও ভয়ংকরতম বোঝা। এরা নিজেরা যেমন অসুখী এরা সব সময় দোয়া ভিক্ষা করে যেনো আশে পাশের সকলে অসুখে থাকে, অশান্তিতে থাকে। এরা না পারে নিজের ভালো করতে, না পারে অপরের ভালো করতে। যা পারে - সব সময় শুধু অপরের ক্ষতিই করতে পারে। এবং এরা নিজেও ক্ষতিগ্রস্ত হতে থাকে।

এদের জীবনের অসুখ শুরু হয় - ফেইল প্রেম দিয়ে। তারপর শুরু হয় পড়ালেখায় ডাব্বা দিয়ে দিয়ে। কর্মজীবনেও ফেইল অসুখ আর অশান্তি। পারিবারিক জীবনেও অসুখ আর অশান্তি। সমাজেও এরা থাকে অসুখ আর অশান্তিতে। এমন কি আস্ত দেশেও এরা থাকে অসুখে।

এক সময় তাদের চাওয়া হয় -“প্রতিটি মানুষ অসুখে থাকুক, পরিবার পরিজন অসুখে থাকুক, প্রতিবেশী কলহ বিবাদে অসুখ অশান্তিতে থাকুক। সমাজ দেশ সহ সমগ্র বিশ্ব যুদ্ধ বিগ্রহে বরবাদ হয়ে যাক”। কারণ একটিই - উক্ত ব্যক্তি নিজেও অসুখে আছে অশান্তিতে আছে।


পরিশিষ্ট: দুঃখী মানুষ, অসহায় মানুষ আর অসুখী মানুষ এক নন, এক ও একাকার করার ভাবনাও ভুল। এই অসুখী মানুষগুলো আমাদেরই সমাজের মানুষ। তাই এদের দ্বারা সমাজ দেশ সহ সমগ্র বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হতেই থাকবে।


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২৫ রাত ১২:০৬

ওমর খাইয়াম বলেছেন:



অসুখের মুল হচ্ছে, জীবনকে অনুধাবন করার অক্ষমতা। মানুষের অসহায়ত্ব, মানুষের কষ্ট দেখে এদের মন কাঁদে না। জ্ঞানহীন, বেকুব-ধর্মীয়দের জীবনটাই সমস্যা; কারণ, তাদের বক্তব্য হলো, "এজীবন কিছুই না, শান্তি ও সুখ আসবে পরের জীবনে ( মৃত্যুর পর )।

০৬ ই জুলাই, ২০২৫ রাত ১২:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:



সোস্যাল মিডিয়াতে আমাদের দেশের এতো এতো মানুষের ইরানের যুদ্ধ চাওয়াটা! - আমি ব্যক্তিগত ভাবে মনে করি এইগুলো অসুখী মানুষের চিন্তা ভাবনা। যুদ্ধ কখনো শান্তি দিতে পারে না। সমগ্র বিশ্ব বাংলাদেশের মানুষের উগ্রতা দেখেছে।

২| ০৬ ই জুলাই, ২০২৫ রাত ১২:৩১

কামাল১৮ বলেছেন: সুখের চিন্তাই জিবন।অসীম সময়ের মাঝে মানব জিবন আমরা একবারই পাবো তাই সুখের চেষ্টাই হওয়া উচিত জিবনের উদ্দেশ্য।

০৬ ই জুলাই, ২০২৫ রাত ১২:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



হতবাক হবার বিষয়: দেশের মানুষ যুদ্ধ বিগ্রহ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। মনে হচ্ছে যুদ্ধ আড়াই ঘন্টার হলিউডের সিনেমা। সিনেমা শেষ যুদ্ধও শেষ।

৩| ০৬ ই জুলাই, ২০২৫ রাত ১২:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



যারা যুদ্ধ চান, তারা বুঝবে নে ঠ্যালা!

যুদ্ধ ভালো কিছু বয়ে নিয়ে আসে না।

ডক্টরস উইদাউট বর্ডারে কাজ করার সময়ে আমার রিপোর্টিং বস ছিলো শ্রীলংকা আর আফ্রিকার যুদ্ধগুলোতে হিউমেনিটেরিয়ান কাজ করা এক ভদ্রলোক। তাঁর কাছ থেকে যুদ্ধের ভয়াবহতার অনেক কাহিনী শুনেছি।

৪| ০৬ ই জুলাই, ২০২৫ সকাল ১০:২৬

রাজীব নুর বলেছেন: আমি ভয়াবহ রকমের দুঃখী মানুষ।
আপনি কি সুখী?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.