![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমেরও পৃথিবী পাখি শোনাবে যে গান সুরে ভরে দেবে প্রাণ ফুল দেবে ছড়িয়ে সুরভি তুমি আমি হয়ে যাবো একাকার প্রেম ছাড়া রবে না কিছু আর তুমি সূর্য তুমি চন্দ্র আমার দুটি নয়নে .....
অনন্ত ঐ আকাশের বুকে আমি আজ দিলাম লিখে
আমার ভালবাসার সাতকাহন,
বন্ধু প্রিয় তুমি বুঝে নিও এ হৃদয়ের না বলা কথন
আমার ভালবাসার সাতকাহন।
চাঁদের পালকী ছুঁয়ে দোলে
তোমার আমার প্রেম
ঐ চাঁদের পালকী ছুঁয়ে দোলে
তোমার আমার প্রেম
তারায় তারায় প্রিয় ইচ্ছেগুলো
আজকে ছড়িয়ে দিলেম।
বন্ধু প্রিয় তুমি পড়ে নিও এ হৃদয়ের স্বপ্ন লিখন
আমার ভালবাসার সাতকাহন।
ঝরছে দেখ জোছনারই ফুল
আঁধার ভেঙ্গে আজ,
ঐ ঝরছে দেখ জোছনারই ফুল
আঁধার ভেঙ্গে আজ,
বিলিয়ে দিয়ে ছেঁড়া স্বপ্নগুলো
হতে চাই স্বপ্নবাজ।
বন্ধু প্রিয় তুমি পড়ে নিও এ হৃদয়ের স্বপ্ন লিখন
আমার ভালবাসার সাতকাহন।
অনন্ত ঐ আকাশের বুকে আমি আজ দিলাম লিখে
আমার ভালবাসার সাতকাহন,
বন্ধু প্রিয় তুমি বুঝে নিও এ হৃদয়ের না বলা কথন
আমার ভালবাসার সাতকাহন।
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭
তামান্না তাম্মি বলেছেন: nice. তাইতো আপনাদের সাথে শেয়ার করলাম
২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২
শায়মা বলেছেন: সুন্দর!!!
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
তামান্না তাম্মি বলেছেন: এই সুন্দর গানটা শায়মাপ্পি গাইলে আরো সুন্দর হবে
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
লোনলিফাইটার বলেছেন: লাভ
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০
তামান্না তাম্মি বলেছেন: ভালবাসা
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭
লেখোয়াড় বলেছেন:
এখানে অনেকে এসে বলে যাবে, বা!, সুন্দর!, নাইস! ইত্যাদি।
আমি তা বলবো না।
আমি বলবো যা কিছু অন্তর থেকে প্রকাশিত হয় তার রূপটি আসলেই আন্তরিক।
আমার মনে হয়েছে আপনি খুব যত্ন করে এই কবিতাটি লিখেছেন।
তাই এটা যেমন হয়েছে আবেগী তেমন হয়েছে হৃদয়গ্রাহী।
অনেক শুভকামনা।
ভাল থাকুন নির্মল আনন্দে ভালবাসায় ভরপুর হয়ে।
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
তামান্না তাম্মি বলেছেন: বা!, সুন্দর!, নাইস! ইত্যাদি যারা বলেছেন তারাতো বুঝে এসব বলে গেছেন। আপনিতো না বুঝে, না পড়ে কমেন্ট করে গেলেন মনে হচ্ছে লেখোয়াড়।
প্রথমেতো এটা কবিতা নয় এটা একটা গান।আমি লিখেও দিয়েছি যে এটা গান।গানের লিন্ক দেইনি আমার বাসায় নেট নাই তাই সময় নিয়ে লিন্ক খুঁজে দিতে পারিনি।
আপনার জন্যও অনেক শুভকামনা।
ভাল থাকুন নির্মল আনন্দে ভালবাসায় ভরপুর হয়ে।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
মাক্স বলেছেন: সুন্দর!
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪
তামান্না তাম্মি বলেছেন: সুন্দর! তাইতো আপনাদের সাথে শেয়ার করলাম
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
শায়মা বলেছেন: হা হা লেখোয়াড়ভাইয়ার কমেন্ট টা আরও সুন্দর আর নাইস।
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫
তামান্না তাম্মি বলেছেন: লেখোয়াড়ভাইয়ার কমেন্টে অনেক ++++++++++
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪
রাতুল_শাহ বলেছেন: এইটা কোন গান না কবিতারে ভাই।
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
তামান্না তাম্মি বলেছেন: চশমা পড়ে দেখেন লিখা আছে এটা গান না কবিতা
কষ্ট করে গানের লিন্ক খুঁজে গানটা শুনেন।
৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২০
স্নিগ্ধ শোভন বলেছেন:
===========================
অনন্ত ঐ আকাশের বুকে আমি আজ দিলাম লিখে
আমার ভালবাসার সাতকাহন,
বন্ধু প্রিয় তুমি বুঝে নিও এ হৃদয়ের না বলা কথন
আমার ভালবাসার সাতকাহন।
===========================
ভালোলাগা।
গানে সুর দিয়েছেন ?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
তামান্না তাম্মি বলেছেন: sorry আপনি হয়তো ভুল বুঝতেছেন গানটা আমি লিখিনি।
গানটা শুনতে শুনতে ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম।
৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১
লেখোয়াড় বলেছেন:
তামান্না তাম্মি,
আপনি অনেক বু্ঝে ফেলেছেন, তাই অনেক কথা মুখে আসলেও বললাম না।
তবে আমার মনে হলো আপনার এখানে কথা বলা আমার খুব ভুল হয়েছে।
আসলে কি মানুষকে আমি অতো ছোট ভাবি না।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২
তামান্না তাম্মি বলেছেন: লেখোয়াড় আপনি মনে হয় আমার কোন কথায় কষ্ট পেয়েছেন।তাই যদি হয় সত্যি আমি দুঃখিত। আপনাকে অসম্মান বা ছোট করার জন্য আমি কিছু বলিনি।আমি মজা করে জবাবটা দিয়েছিলাম। আপনি চাইলে জবাবটা মুছে দিবো।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
টাইটান ১ বলেছেন: nice.