নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..

তামান্না তাম্মি

এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমেরও পৃথিবী পাখি শোনাবে যে গান সুরে ভরে দেবে প্রাণ ফুল দেবে ছড়িয়ে সুরভি তুমি আমি হয়ে যাবো একাকার প্রেম ছাড়া রবে না কিছু আর তুমি সূর্য তুমি চন্দ্র আমার দুটি নয়নে .....

তামান্না তাম্মি › বিস্তারিত পোস্টঃ

শেষ গান (যাচ্ছে আমার সব হারিয়ে)

১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২০



যাচ্ছে আমার সব হারিয়ে একটু একটু করে
পলক ফেলতে ভয় লাগে আজ আমার এই চোখে,
তোমায় নিয়ে নতুন একটি গান লিখতে বসে
তাকিয়ে দেখি নেই যে তুমি গান টা লেখার শেষে….

যাচ্ছে আমার সব মিলিয়ে একটু একটু করে
রাতের ঘুম গানের গলা যাচ্ছে যেন মরে…
হাসতে গেলে এখন আমার পানি আসে চোখে
কখন জানি হঠাৎ আবার চোখের রক্ত ঝরে…

সৃষ্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ,
দেখো আবার আসেনা যেন তোমার চোখে পানি,
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি……

তাই এখন চাঁদের ভেতর চঁন্দ্রবিন্দু আঁকি,
নীল চোখে সুঁই ফুটিয়ে লাল ছবি আঁকি…

চিন্তাগুলো আমার কেমন যেন এলোমেলো
সুত্ত্রগুলো উল্টো করে ভুল অঙ্ক কষি…
যখন আমি থাকবনা আর যেয় আমায় ভুলে,
হয়তো ঘড়ির কাঁটার মত আসব আমি ফিরে…

জানি বলছি আবোল তাবো্ল উল্টো পাল্টা কথা
তবুও কেনো যাচ্ছে না যে মনের চাপা ব্যথা…
ৃস্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ,
দেখো আবার আসেনা যেন তোমার চোখে পানি,
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি……

হারিয়ে গেছি আমি……

আমার এই শেষ গানটার শেষ অধ্যায়
যদি বলি একটি কথা পারবে কি শুনতে,
আমার এপিটাফের গায়ে যেন থাকে লেখা,
গেত গান এই মানুষটা খুব মন্দ না………

হারিয়ে গেছি আমি………


শেষ গান।
অ্যালবাম | অসমাপ্ত।
ব্যান্ড |অর্থহীন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১০

সকাল হাসান বলেছেন: গানটা অসম্ভব সুন্দর একটি গান!

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮

তামান্না তাম্মি বলেছেন: অর্থহীন-এর সব গুলো গান ই সুন্দর! হৃদয় ছুয়ে যায়।


যদি কোন দিন হঠাৎ করে পড়ে মনে
আমার লেখা গানগুলো যা ছিল তোমার জন্যে,
যদি ভুলের বশে শুনতে ইচ্ছে করে
আমার গাওয়া গানগুলো যা ছিল তোমায় নিয়ে।

নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে,
কেউ জানবে না যে ঘুমন্ত শহরে
তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মূর্হুতে।

আকশে তারা হয়ে দেব তোমায় আলো
যখন চারিদিক অমাবস্যায় কালো,
যদি মনের দুচোখ বেয়ে আসে চোখের জল
মুছে দেব শুধু স্মৃতি হয়ে মনের কষ্ট সব।

নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে,
কোন এক সকালে কোন দূরদেশে
তুমি দেখবে আমার পায়ের চিহ্ন ঐ শুভ্র তুষারে।

আসবো ফিরে তোমার কাছে,
চোখের ঐ জল মুছে দিতে।

নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে,
কেউ জানবে না যে ঘুমন্ত শহরে
তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মূর্হুতে।

আসবো ফিরে তোমার কাছে,
চোখের ঐ জল মুছে দিতে।

আসবো ফিরে তোমার কাছে,
চোখের ঐ জল মুছে দিতে।

২| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

রঙ তুলি ক্যানভাস বলেছেন: গানটা সুন্দর,অর্থহীনের অনেক গানই ভাল লাগার, তার মধ্যে এটাও একটি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.