![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবেই নাকি একলা চলতে হয়... একলা পুরুষ মাতৃগর্ভে একলা পুরুষ পিতায় একলা পুরুষ কর্তব্যে একলা পুরুষ চিতায়, আর বাকিটা সময় একলা না থাকার অভিনয়...
২০০৭ সাল ,শিশির আমার ভাতিজা নটরডেম সবে মাত্র ভর্তি হলো, ওখানে ভর্তি হবার সুবাধে একটা পিসি দেয়া হলো তাকে কিন্তু পড়া লেখা ফেলে রাতদিন একটা ব্লগে পড়ে থাকে, একদিন জানতে পারলাম এটার নাম সামহয়্যারইন ব্লগ,ভাতিজার মুখে সামু নামেই শুনেতাম ,বললো এটা নাকি আদরের ডাক "সামু" সে যাইহোক বহুবার বলেও তাকে এই সামুর সঙ্গ ছাড়াতে পারিনি শেষে পিসি সরিয়ে নিয়ে বলা হলো এইচ এস সি ফাইনালের আগে যেন আমি আর সামু কামুতে তোমাকে না দেখি কিন্তু এক মুহুর্তের জন্য দেখা এই ব্লগটার বিষয় একটা কৌতহল আমার মধ্যে ঠিকি জন্ম নিল, যেহেতু ভাতিজাকে শাষালাম সেহেতু নিজে এটা বিষয় তাকে যেমন প্রশ্ন করা যায়না তেমনি একি বাসায় থেকে নিজে সময় দেব সেটাও পারছিনা।তাই সেই সময় শত কৌথল থাকা সত্বেও আর এই ব্লগে আসা হয়নি।একসময় দেশের বাইরে চলে আসলাম ,ব্যস্ত হয়ে গেলাম ভুলে গেলাম এই ব্লগটার কথা।
ভাতিজা এখন অনেক বড় হয়েছে,স্বাধীনতা আছে তার অনেক কিছুতে তবুও চাচ্চুর নিষেধ অমান্য করেনি।গতকিছু দিন আগে নিজেই ফোনে জানতে চাইলাম এখানে আসে কিনা, তার জবাবটা ছিলো এমন-চাচ্চু তুমি আমার আদর্শ মানুষ,ছোট কাল থেকে দেখেছি তুমি যা যা বলেছো তার বিপরীতে চলে ভালো কিছু পাইনি,যা মেনে নিয়েছি তা আমার জন্য মঙ্গল বয়ে এনেছে ,আমি কিছুক্ষণ নীরব থেকে বললাম আমাকে নিয়ম বল আমি রেজিঃ করবো ব্লগে,আর তোর ইচ্ছে হলে সময় দিতে পারিস আমার আপত্তি নেই।সেদিন সব নিয়ম মেনে জেনে শুনে এই নিক নিলাম।
সারা জীবন বাবা মা বড় ভাই আর বড় আপুর ভয়ে আমাকে ইদুরের মত বাঁচতে হয়েছে তাই টাইগার মানে বাঘ নিকটা আমার খুব পছন্দের কারণ কাজে না হোক অন্তত নামে হলেও থাকি কিন্তু দেখলাম এই নামে ইতিপুর্বে অনেক গুলো নিক হয়ে গেছে শেষে লায়নটাই বেছে নিলাম।
আমি লেখক নই তাই পাঠকেই সন্তুষ্ট থাকবো,মন্তব্যে সচেতন থাকার চেষ্টা থাকবে তথাপিও ভুল হলে সবার সুন্দর সহযোগীতা আশা করি।
সবাইকে নববর্ষের শুভেচ্ছা
১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৭
দ্যা লায়ন বলেছেন: জী ভাই,সে এক করুণ সময়
অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য
ভালো থাকবেন সবকিছুতে
২| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০১
স্নিগ্ধ শোভন বলেছেন: হ্যাপি ব্লগিং!!!!
১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০৪
দ্যা লায়ন বলেছেন: অসংখ্য ধন্যবাদ শোভন
সুন্দর থাকুন সব কিছুতে
৩| ১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৪৫
ইমিনা বলেছেন: হ্যাপি ব্লগিং ...
জীবনের কিছু ভালোলাগার উৎস হয়ে উঠুক এই সামু সেই দোয়া করছি।
শুভ কামনা সব সময়।।
১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:০৩
দ্যা লায়ন বলেছেন: প্রবাস জীবন একা একা থাকি,শুরুরদিকে কাজের চাপে সময় চলে যেত কিন্তু আজকাল একটু কম বিজি আছি বলে প্রায় মা বাবা ভাই বোন দেশ সবাইকে খুব মিস করি বাাসায় এসে সামুতে লগইন করে সত্যি একটা সুখ অনুভব করছি ,এটা একটা ভালো লাগার উৎসই বটে।
আপনার মন্তব্যে আন্তরিকতা অনুভব করলাম
শুভ কামনা সব সময়
৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩১
খেলাঘর বলেছেন:
সামু, নাই মামার চেয়ে কানা মামা
৫| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫২
খেলাঘর বলেছেন:
যে বিষয় ভালো লাগে সে বিষয়ে লিখুন; মানুষের সাথে নিজের ভাবনাকে শেয়ার করার জন্য ব্লগ বিরাট সুযোগ করে দিয়েছে।
১২ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৫
দ্যা লায়ন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৮
চাঁদগাজী বলেছেন:
আপনি এতদিন লিখেননি? হতবাক হওয়ার মতো!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২
দ্যা লায়ন বলেছেন: এখানে বিশেষ কিছু বলে কি হবে বলেন? এখানে যে যেটা বলে সেটা সে বিশ্বাস করে বলেই বলে,ভুল হোক আর শুদ্ধ, সুতরাং এখানে যারা ভালো তাদেরকে মন্দে নেয়া যাবেনা, আর যে খারাপ তাকে পৃষ্ঠায় পৃষ্ঠায় লিখে ভালো করা যাবেনা।কারণ ভুলের মানুষ গুলো যথেষ্টা পড়া লেখা করেই ভুলকে নিজের মধ্যে ধারণ করে আছে মাথা থেকে পা পর্যন্ত সেখানে সত্য অসহায় ,তাই যে যা করছে এবং বলছে সে তার নিজ দায়িত্বে নিজ বিশ্বাসেই করছে আর বলছে।
আমি বিশ্বাস করিনা এখানে বলে ভুলকে শুদ্ধ করা যাবে ,তবে সত্য সব অবস্থ্যা সব জায়গায় বলে যাওয়া উচিৎ কেউ মানুক আর না মানুক শুনুক আর না শুনুক।
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১১
চাঁদগাজী বলেছেন:
ব্লগে নিজের ভাবনাকে তুলে ধরে, নিজকে যাচাই করা সহজ
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৫
দ্যা লায়ন বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ
৮| ২৩ শে জুন, ২০১৫ দুপুর ১:০৪
চাঁদগাজী বলেছেন:
অনেকদিন কিছু লিখেননি, দেখছি।
২৬ শে জুন, ২০১৫ সকাল ৭:০৮
দ্যা লায়ন বলেছেন: ও আমাকে দিয়ে হবেনারে ভাইয়া
ধন্যবাদ
৯| ২৪ শে জুন, ২০১৫ রাত ১১:৪১
উর্বি বলেছেন: ভালো লাগল
২৬ শে জুন, ২০১৫ সকাল ৭:০৭
দ্যা লায়ন বলেছেন: কিছু একটা লেখার জন্যই লেখা।
ধন্যবাদ উর্বি।
আপনার অংকনের ভক্ত আমি
১০| ২৬ শে জুন, ২০১৫ দুপুর ১২:১৫
উর্বি বলেছেন: তারপরেও অনেক ভাল
০৬ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৮
দ্যা লায়ন বলেছেন: অনেক ধন্যবাদ উর্বি
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৩
উর্বি বলেছেন: আর লিখা কই?
১২| ১৮ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:৪০
দ্যা লায়ন বলেছেন: আর ছবি কই?
১৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: স্বাগত হে নবীন
সামু কর রঙ্গীন
হ্যাপী ব্লগিং
বেবি লায়ন কিং
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১০
দ্যা লায়ন বলেছেন: ধন্যবাদ
১৪| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর।। অনেক সুন্দর।
১৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৯
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের মানুষের উপর লিখুন
১৬| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪২
উদাসী স্বপ্ন বলেছেন: আপনার ভাতিজার নিকটা দেন
১৭| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১২
মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।
২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
দ্যা লায়ন বলেছেন: আপনি ভুল জায়গায় আসছেন, এই ব্লগে ফাজলামি করার কোন সুযোগ নেই। সাবধান।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৩
ইমরুল_কায়েস বলেছেন:
সারা জীবন বাবা মা বড় ভাই আর বড় আপুর ভয়ে আমাকে ইদুরের মত বাঁচতে হয়েছে তাই টাইগার মানে বাঘ নিকটা আমার খুব পছন্দের কারণ কাজে না হোক অন্তত নামে হলেও থাকি