নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন কথকতা

দীপ্তিহীন সূর্য

আমি হয়ত মানুষ নই...

দীপ্তিহীন সূর্য › বিস্তারিত পোস্টঃ

পাসপোর্ট বিষয়ক সাহায্য চাই। ( জরুরী পোস্ট)

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:২৫







আমার পাসপোর্ট এ , আমার এবং আমার বাবার নামের আগে MD এর পরিবর্তে MOHAMMAD লেখা হয়েছে। কিন্তু আমার সকল একাডেমিক সার্টিফিকেটে MD লেখা আছে। এটা কি আমার STUDENT/VISIT (Specially For STUDENT VISA) ভিসা পেতে কোনো সমস্যা হবে? আর আমি এটি যদি পরিবর্তন করতে চাই তবে কি আবার নতুন করে সব কিছু করতে হবে? আমাকে কি আবার নতুন করে ছবি তুলতে এবং পুলিশ ভেরিফিকেশন করতে হবে? এটি করার সময় কি কি ডকুমেন্ট এর সাথে জমা দিতে হবে? আমি আগারগাও অফিসে গিয়েছিলাম, কিন্তু ওখানকার তথ্যকেন্দ্র থেকে তেমন কিছুই বলেনি। শুধু বলল আবার নতুন করে করতে হবে, আর কিছুই বলেনি।



বি.দ্র.- আমার পাসপোর্টটি যশোর অফিস থেকে করা।



দয়াকরে কেউ যদি আমার মত এমন ঝামেলার সমাধান করেছেন কিংবা এই ঝামেলার সমাধানের উপায় বলতেন তবে আমার খুব উপকার হত।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:৩৪

এম এ কাশেম বলেছেন: অবশ্যই আসুবিধা হবে,
পাসপোর্টে নাম পরিবে্তন করা সহজ
নাম পরিবর্তন করে ফেলুন।

২| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:৪৭

দীপ্তিহীন সূর্য বলেছেন: যদি পরিবর্তন করতে চাই তবে কি আবার নতুন করে সব কিছু করতে হবে? আমাকে কি আবার নতুন করে ছবি তুলতে এবং পুলিশ ভেরিফিকেশন করতে হবে?

৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:৫১

নাহিদ তামিম বলেছেন: আপনি কেন MOHAMMA লিখতে গেলেন? MD দিয়েই সবই পার্সপোট করতেছে। আপনার ডকুমেন্ট মানে যেখানে MD লেখে আছে এমন কিছু নিয়ে গেলে চেন্জ করে দিবে। পাসপোর্ট অফিসে পরিবর্তন কিভাবে করবে শুনে নিন।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:৫৬

এ্যাংগরী বার্ড বলেছেন: আগারগাও অফিসে, লেঃ কর্নেল ইমরান(প্রোজেক্ট ডেপুটি ডিরেক্টর) আছেন। ওনার সাথে দেখা করুন। উনি সাহায্য করবেন। খুব হেল্পফুল।

৫| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৪

ভোরের সূর্য বলেছেন: সমস্যা হবে ভিসাতে। আপনাকে যশোর থেকেই পাসপোর্ট কারেকশন করাতে হবে। আপনি পাসপোর্ট অফিস থেকে কারেকশনের জন্য ছোট একটা ফরম পুরণ করবেন। ওখানে লেখা আছে কি ভুল হয়েছে আর কিভাবে আপনি নাম টা পাসপোর্টে দেখতে চান। আর নরমাল পাসপোর্ট ফরমের এক কপি পুরণ করবেন। ওখানে আপনার আগের পাসপোর্টের number দিবেন এবং সংশোধনের অপশনে টিক দিবেন। ব্যাংকে ৩০০০টাকা জমা দিবেন। পাসপোর্টের সাথে আপনার বাবার এসএসসি ন্যাশনাল আইডি বা এসএসসি certificate বা নাগরিক সনদের যেকোন একটির এর সত্যায়িত কপি দিবেন নামের প্রমাণের জন্য।

পুলিশ ভেরিফিকেশন হবেনা। ৭দিনের মধ্যে পাসপোর্ট পেয়ে zaben।

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৭

দীপ্তিহীন সূর্য বলেছেন: অনেক ধন্যবাদ। ব্যাংক এ যেদিন টাকা জমা দিব, সেই দিনেই কি ফর্ম জমা দিতে হবে, নাকি পরের দিনও দেওয়া যাবে?

৬| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৪

দীপ্তিহীন সূর্য বলেছেন: ধন্যবাদ ,
এ্যাংগরী বার্ড

৭| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৩

নিশাচর বাউল বলেছেন: পাসপোর্টে MD এর পরিবর্তে MOHAMMAD লেখার কারণে আপনার তেমন কোন অসুবিধাই হবেনা। তারপরও মনে সংশয় থাকলে আপনি একজন নোটারী পাবলিকের কাছে গিয়ে একটি ইংরেজী এফিডেভিট করে নিন। এছাড়া পাসপোর্টে নাম সংশোধনের জন্য প্রয়োজনীয় ফি প্রদান করে আবেদন করলে ১৫/২০ দিনের মধ্যে সংশোধিত পাসপোর্ট পেতে পারেন।

৮| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৬

ভোরের সূর্য বলেছেন: কয়েকদিন পরে দিলেও সমস্যা নাই। তবে মনে রাখবেন কারেকশনের জন্য আলাদা ফরম আছে একটা। সেটা পূরণ করবেন। আর নরমাল ফরম একটা। নরমাল ফরমটা সত্যায়িত করে নিবেন।

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৮

দীপ্তিহীন সূর্য বলেছেন: আমি কারেকশন ফর্ম নিয়েছি।

৯| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩০

tushar0003 বলেছেন: যারা কমেন্ট করসেন, তারা কি জানেন পাসপোর্ট এর নতুন নিয়ম অনুযায়ী md লিখা যাবে না। সম্পূর্ণ Mohammad লিখতে হবে।

১০| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫১

ভোরের সূর্য বলেছেন: Mohammad লিখতে বলেছে কিনতু আবশ্যিক না। তবে আসলেই সবখানেই Mohammad ব্যবহার করা উচিত।

১১| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ২:০১

নিশাচর বাউল বলেছেন: অামার জানামেত Surname ও Given Name নিয়মতান্ত্রিকভাবে যথাযথ পূরণ করলে শুধুমাত্র Md. না যেকোন ১টি Latter ও ব্যবহার করা যায় এবং প্রয়োজনে Word সংক্ষেপ করা যায়।

***বিঃদ্রঃ- যদি এই পোস্টটি পাসপোর্ট অধিদপ্তর সংশ্লিষ্ট বা অভিজ্ঞ কারো নজরে পড়ে, তবে অনুগ্রহ করে বিষয়টি স্পষ্ট করবেন।

১২| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৩

নিজাম বলেছেন: নতুন পাসপোর্ট করার প্রয়োজন নেই। সার্টিফিকেটের কপি নিয়ে পাসপোর্ট সংশোধন করে নিন।

১৩| ০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৫

নাজমুল_০৯ বলেছেন: amar ai problem hoiselo. apnake notun kore 3000tk joma dita hobe. passport correction ar form fillup korte hobe. sathe online a notun kore fillup kora 1 copy form diben ager moto kore.assistent director sign korbe ar puran passport punch kore dibe. ar por ager vul information gula correction ar jonno operator ar kase jaben. police varification hobe na. 1 mash por paben. new passport a puran number ta thakbe.

০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৯

দীপ্তিহীন সূর্য বলেছেন: অনেক ধন্যবাদ।

১৪| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: MD আর MOHAMMAD নিয়ে অবশ্যই সমস্যা হবে। এই সমস্যা এখনই দূর করে ফেলুন পাসপোর্ট সংশোধন করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.