![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।
আমার বান্ধবীর চাকরি হল।
সবারন থেকে খারাপ ছাত্রী হয়েও তার চাকরিটা হল।
অথচ মেধাবীরা পেল না।
ফিজিক্সের যারটা দেখে লিখেখছে সেই সুমির চাকরি হল না।
কোঠায় চাকরিটা হল ওর।
ওর চাকরিটা দরকার।
সবারই দরকার।
সুমি রায় খুব কষ্ট নিয়ে বলল এই মাত্র ফোনে বলল।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২
মোঃ নজরুল ইসলাম বলেছেন: এই মুক্তিযোদ্ধার নাতী নাতিনীরা মুক্তিযোদ্ধা কি উপকরা করবে। যেখানে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা অনাহারে থাকে বা রিক্সা চালায় বা ভিক্ষা করে জিবীকা নির্বাহ করে। যে খানে সুচিকিৎসা পায় না।
Library
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬
ঠোঁটকাটা বলেছেন: সন্তান কোটার পর এটা বিলুপ্ত করে দেয়া উচিৎ।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬
টোকাই সিকদার বলেছেন: এই মুক্তিযোদ্ধার নাতী নাতিনীরা মুক্তিযোদ্ধা কি উপকরা করবে। যেখানে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা অনাহারে থাকে বা রিক্সা চালায় বা ভিক্ষা করে জিবীকা নির্বাহ করে। যে খানে সুচিকিৎসা পায় না।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬
বিজয় বেষ্ট বলেছেন: আমার মনে হয় কোটা পদ্ধতি নাতি নাতনী পর্যন্ত রাখা উচিত।
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হ্যা বংশানুক্রমে চলতে থাকুক এটি বলবনা, তবে তাদের যেভাবে সম্মান দেখানো সম্ভব, আমাদের সে চেষ্টা করা উচিত.. মুক্তিযোদ্ধা কোঠা না থাকলে আরো কত কোঠা জুড়ে দিবে তার ঠিকানা নাই.... বাংলাদেশ জন্যে না ভাই, পৃথিবিত সব দেশেই অলিখিত ভাবে কোনো না কোনো সুবিধা একটি দল বা গোষ্ঠীর জন্যে যায়....নাতিরা পেয়েছে, হয়ত আপনি শহরে থেকে মনে করছেন মুক্তিযোদ্ধা আবার কি!! কিন্তু একটু ভাবেন, অনেকেই পড়াশোনা করতে পারেনি ওই সময়ে, আর ওরা শেষ হয়ে এসেছে, ওই প্রজন্মটি চলে গেছে প্রায়, কিন্তু গ্রামে অশিক্ষিত পিতার সন্তানও অশিক্ষিত হয়.. আর ৬০% নাতিনাতনি সেই বংশ সুত্রে শিক্ষায় পিছিয়ে পরে(এটি পরিসংখ্যান বলে). আমি কোনদিন সমর্থন করবনা যদি আরো প্রজন্ম এটি পায়, নাতি নাতনি পর্যন্ত ঠিক আছে, তবে তার আগপর্যন্ত এই নিয়ে অভিযোগ করলে আমরা আমাদের্জাতিযতাবোধ কেই অপমান করব ভাই... কারণ আজ যে চরকি/BCS বা যেসব নিয়ে আপনারা ছুটছেন, এগুলো "ওনারা" না থাকলে ঠিক ত্ন্গুন বেগে আপনাদের থেকে দুরে পলাত... তাই এইটুকু শুকরিয়া মনে হয় থাকা উচিত.... মুক্তিযোদ্ধা বা তাদের পরিবার এখনো চিকিত্সার অভাবে মারা যাচ্ছে... কিছুই তো দিতে পারছেনা সরকার ওদের, যদি এভাবে একটি পরিবার ও দ্বারায়, যারা কিনা একাত্তুরে বোঝা বয়ে সব হারিয়েছে, এমনকি অনেক পরিবারের শহীদ ও আছে!!
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হয়ত কোঠায় বেঁচে গেল একটি অসশায় মুক্তিযোদ্ধা পরিবার... আমি কোনদিনই এর বিরোধিতা করিনি... আমি নিজে আমার কোঠার জন্যে কথাও আবেদন করিনি.. কারণ আমার প্রয়োজন ছিলনা.. তবে আমি একজন রিক্সাওয়ালা মুক্তিযোদ্ধা বা তার সন্তান দেখার থেকে মরে যাওয়া প্রেফার করবে... পাকিস্তান থাকলে হয়ত পূর্বের মানুষেরা চাকরিও পেতনা, নিরক্ষর ও চাষা থেকে যেত... অথচ মুক্তিযোদ্ধারা যখন আজ আমাদেরকে এমন একটা সম্মানজনক পর্যায়ে আসার খুঁটি দিয়ে দিয়েছে, আমাদের সামান্য কৃতজ্ঞতাবোধটুকু না থাকলে বড়ই কষ্টের কথা....