![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।
এক লোকের সাথে দেখা, আমার পরিচিত। সে বিএনপি টাইপ মানুষ।
তাদের পারিবারিক ঐতিহ্য আছে। সে আমাকে বলল ঢাকা শহরে বিপদে পড়লে ফোন দিস।
-ক্যান আপনি কি পুলিশে জয়েন করছেন।
সে তার একটা কার্ড বের করে দেখাল।
-আমি এখন যুবলীগের কেন্দীয় সদস্য।
তার মত হাইব্রিড অপেশাদাররা এখন আওয়ামীলীগে বর্তমান। এরা দলের বিপদে দল ছেড়ে পালাবে না।
তার সময় মত ছোবল দিবে। আর এদের উপর ভর করে অনেক আওয়ামীলীগ বড় বড় কথা বলে।
অথচ তারা জানে না তাদের বর্তমান ভিত্তি কত দূর্বল। অনেক নেতার ডাইরিয়া শুরু হয়া গেছে।
©somewhere in net ltd.