![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।
আমরা কেমন আছি?
ডাক্তাররা কি করছে?
রেবের কিছুমাত্র সদস্য কি করল?
অনেক কথা আছে।
তবে জীবনটাকে অনেক বেশি ভালোবাসি।
আমার উপকার না হোক ক্ষতি করার ক্ষমতা সরকারের এখনো আছে!!!
২| ১৩ ই মে, ২০১৪ রাত ১১:০৩
ফেরদাউস আল আমিন বলেছেন: কিছু কিছু ক্ষেত্রে ক্ষতি তো সব সরকারই করেই যাচ্ছে।
উদাহরনসরুপঃ-
১। আয়কর নিচ্ছে কিন্তু যখন আমার বা প্রতিষ্ঠান এর থাকছে না, কর তো ফিরিয়ে দিচ্ছে না।
২। জনগনের চিকিৎসার কোন নীতিমালা নেই, ডাক্তারগণ গড় হিসেবে ৪ঘন্টার বেশি তার পদস্থাপিত হাসপাতালে থাকেন না। কিন্তু চেম্বারে ওভারটাইম দিতে আগ্রহ বেশি।
৩। পুলিশের সিপাইকে ৫টাকা দিলেই উল্টা দিক দিয়ে রিকসা ভ্যন গাড়ি সহজেই অন্যকে বিপদে ফেলে চালানো যায়।
৪। বিচার বিভাগ প্রভাবিত বলে গুঞ্জন রয়েছে, বিস্তারিত সন্মানিত বিচার বিভাগ সন্মন্ধে বলা যাবে না।
৫। তথাকথিত হাইওয়ে তে "নসিমন, করিমন, ভটভটি, ইজি বাইক, ব্যটারি শক্তির রিকসা " ইত্যাদি হাই স্পীড গাড়িগুলোকে বিপদে ফেলে ক্রমাগত চলছেই
৬। ট্রাক -বাসের ব্যক লাইট নাই, ইন্ডিকেটর লাইট চলেনা, ঐ দিকে পুলিশের ইচ্ছাকৃত ভ্রক্ষেপ নেই, আছে কাল কাঁচের আচ্ছাদনের জন্য মামলা ও জরিমানা।
৩| ১৩ ই মে, ২০১৪ রাত ১১:০৪
ফেরদাউস আল আমিন বলেছেন: সংশোধনঃ
১। আয়কর নিচ্ছে কিন্তু যখন আমার বা প্রতিষ্ঠান এর আয় থাকছে না, কর তো ফিরিয়ে দিচ্ছে না।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৭
আহসানের ব্লগ বলেছেন: :O