নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষের কাছেই যাব। মানুষই বিশ্বাস ভেঙে ভেঙে বিশ্বাসের জন্ম দেয়।

সব কথা বলা যাবে, সত্যটা বলা যাবে না।

দ্যা আহমেদ মামুন

স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।

দ্যা আহমেদ মামুন › বিস্তারিত পোস্টঃ

এরশাদকেক নিয়ে একটা ভালো সিনেমা বানাবো। নায়ক কাকে নেওয় যায়...

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৫

আমাদের দেশে সবচেয়ে রহস্যময় এই মানব।

ছিল তার প্রেম, ছিল কবিতা।

একসময় ছিল ক্ষমতা ছিল শৈরাচারী।

তার কথায় আছে কমেডি।

আবার সে একজন মুরিদ।

এক কথায় সুপার হিরো অফ...।

ছিল অস্ত্র, অনেক নারী কুপকাত

ছিল নাঙল।

৬৮ হাজার গ্রাম বাংলা বাচলে বাচবে দেশ।

এই আমাদের এরশাদ।

পাচ্ছিনা তার চরিত্রের মানানসই নায়ক।

হেল্প মি.........

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৬

অগ্নি সারথি বলেছেন: অবশ্যই অত্যন্ত জলিল।

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৫

দ্যা আহমেদ মামুন বলেছেন: ভাই আমি গামেন্স রিলেটেড ব্যাবসা করি।
জলিল ভাই জানলে আমার উপর চটবেন।

২| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪২

মাহমুদ তূর্য বলেছেন: অগ্নি সারথি এবং আমি বলছি: অবশ্যই অত্যন্ত জলিল :D

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৬

দ্যা আহমেদ মামুন বলেছেন: ভাই বড় বিপদে ফালাইরেন।

৩| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১১

অপূর্ণ রায়হান বলেছেন: যার চরিত্র তারেই নেন ! বলে দেখেন , রাজি হয়েও যেতে পারেন ! শেষ বয়সে ভিলেন থেকে নায়ক হবার সুযোগ উনি মিস করবেনই বা কেন আর এই ইচ্ছাটা অপূর্ণই বা থাকবে কেন :)

২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪০

দ্যা আহমেদ মামুন বলেছেন: আমারও ইচ্ছাও তাই।

৪| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১১

নুরএমডিচৌধূরী বলেছেন: এরশাদ নায়কের বিপরিতে নায়িকা কাকে ভাবছেন ?
আগে ভাবেন না পেলে জানান


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.