নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষের কাছেই যাব। মানুষই বিশ্বাস ভেঙে ভেঙে বিশ্বাসের জন্ম দেয়।

সব কথা বলা যাবে, সত্যটা বলা যাবে না।

দ্যা আহমেদ মামুন

স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।

দ্যা আহমেদ মামুন › বিস্তারিত পোস্টঃ

মি ফারুকি বাংলা আর হিন্দি সিনেমার দর্শক এক না। তবে তারা কাফনের কাপড় না পড়ে হাতে বদনা নিয়ে আন্দোলন করলে ভালো প্রতিকি হত। কারণ তাদের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে।

২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২

মানুষ শিশু বয়সে জসীমের বাংরা ছবি দেখে। তরুন বয়সে দেখে অজয় বা সালমান খানের হিন্দি ছবি। আর মেচুয়েয দর্শকরা জলি বা টম ক্রজের ছবি।
যে সালমান খানের ছবি দেখে সে শাকিব খানের ছবি দেখবে না । যার যেই দর্শক।

আরেকটা কঠিন সত্য হল বাংলা সিনেমা হল হিন্দি ছবির কাট পেষ্ট। যদি হিন্দি ছবি চলে আসে তাহলে সাকিব খানের ছবি কেন দেখবে। তারা আগেই হিন্দি ছবি দেখে ফেলবে। এটাই বড় ভয়। তাই নায়কের পেটে লাথি পড়ার আগেই আন্দোলন। তবে তারা কাফনের কাপড় না পড়ে হাতে বদনা নিয়ে আন্দোলন করলে ভালো প্রতিকি হত। কারণ তাদের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে।

সোহানুর রহমান সোহান যে হিন্দি সিনেমাকে কপি পেষ্ট ভালো করতে পারে। সেও কাফন পরেছে। এখন শুধু কবরে নামানো বাকি।

ফারুকি যে চওড়া চওড়া কথা বলে। ও কি সিনেমা বানায়? পর্নগ্রাফীকে কি সিনেমা বলা যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.