![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।
আমরা শত চেষ্টা করেও আলোচনায় বসাতে পারব না। অযথা বৃথা চেষ্টা!
বাতাস ভরে গেছে পাপে , যে পাপ করবে তাকে প্রাচিত্ত করতে হবে।
এটাই সরল সূত্র। যদিও ছোটবেলায় পাঠ্য বইয়ে পড়ে বড় হয়ে সবাই ভুলে যায়।
যারা আলোচনার কথা বলে তারা সামনের ভয়ঙ্কর গন্তব্য দেখে। আর আমাদের ইতিহাস বুঝে বলে? সব ইতিহাস একই। তাই সব সিনেমার গল্প একই থাকে। একই জিনিস দেখতে মানুষ অভ্যস্থ!
আর আমরা যারা বিজ্ঞানে বিশ্বাস করি তার?
আধুনিক কোয়ান্টাম থিউরি বলে, অতীতের মত ভবিষ্যতও পূর্ব নির্ধারিত ও অলঙ্গনীয়। আগামিতে কি হবে আমরা জানি না। যদি জানতাম তাহলে বদ্লেও দিতে পারতাম না। ফাইনাল ডেসটিনেশন মুভির মত সে সুযোগ আমাদের প্রকৃতি দিবে না।
তবে কি ভয়ঙ্কর দু:স্বপ্নের মত কি দেখবে আমরা???
আরেকটা ফাইনাল ডেসটিনেশন মুভির সিক্যাুয়াল।
©somewhere in net ltd.