![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।
আমরা ব্যাবসায়ীরা খুব কষ্টে আছি। ভয়ে বের হতে পারি না। পত্রিকা খুলতে ভয় পাই। শুনেছি সতিদাহ প্রথায় জীবন্ত নারীকে পুড়িয়ে মারা হত। দেশটা কি চিতাখোলা হয়ে গেল?
সরকার পুষ্কারের লোভ দেখিয়ে যখন পারছে না। তখন সরকারকে শান্তির পথে হাটতে হবে। এই দেশ পীর. আওলীয়া, ফকির মুর্সিদের দেশ। এখানে বন্ধুকের নলই ক্ষমতার উতস এই সূত্র সুন্দর শুনায় না।
আমরা চাই জননেত্রী শেখ হাসিনা তার জনসম্পক্ত দলেকে জানতার আবেগকে গুরুত্ব দিতে। আওয়ামীলীগ শুধু সফল সরকার না।
তারা রাজপথ কাপানো বিরোধী দলও বটে!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৭
দ্যা আহমেদ মামুন বলেছেন: আপনি আমি আধুনিক হতে গিয়ে অনেক কিছু দেখি না।
দেখিনা সারেতিন হাত মাটি অথবা সাদা কাপড় জরানো শেষ ঠিকানা।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই দেশ পীর. আওলীয়া, ফকির মুর্সিদের দেশ।
- খুবই হাস্যকর একটি আবেগী কথা। এটা সাধারন মানুষের দেশ। সাধারন মানুষের মধ্যে বিভিন্ন ধর্মের লোক এক সাথে আনন্দ নিয়ে বাস করে। কিছু স্থুল বুদ্ধির মানুষ এই সব বিভাজন করে।
আপনার লেখা এবং শিরোনামে বানান ভুল আছে। এত ভুল বানান সমৃদ্ধ একটি লেখা প্রথম পাতায় থাকার যৌক্তিকতা রাখে না। অনুগ্রহ করে বানানগুলো দ্রুত ঠিক করে নিন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪০
দ্যা আহমেদ মামুন বলেছেন: আপনার ভুল ধরার জন্য ধন্যবাদ। কারণ আমি ভুল লিখলে একজন প্রভরিডার দরকার হবে। ভুল না লিখলে বেচারা কাজ পাবে না। না দেখে মরবে।
আপনার মত লোককে না খেয়ে মরাকে আমি সমর্থন করি না।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৩
মাঘের নীল আকাশ বলেছেন: "প্রভরিডার"...কারেকশন করুন...আপনার ভুল ধরে আমারও খাওয়া পরার ব্যবস্থা হয়ে গেল...
নাকি বলেন!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৯
দ্যা আহমেদ মামুন বলেছেন: সবই তগদিরের খেইল।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৬
অেসন বলেছেন: 'লাখ টাকা পুরুষ্কার ঘোষণার পরেও যদি নশকতা না কমে তবে বুঝতে জনগণ মতামত কোন দিকে?' - এমনতো হতে পারে, পেট্রোল-বোমা সন্ত্রাসীদের আম জনতাও ভয়
পায়।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭
দ্যা আহমেদ মামুন বলেছেন: আম জনতা অপরাধী না যে তারা ভয় পাবে। ভয় পাবে ওরা জারা ভুড়ি মোটা করে ফেলেছে জনগণের টাকায়।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার মন্তব্য এর জবাবটি অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত। ব্লগ একটি দ্বিমুখী আলোচনার মাধ্যম। তাই এখানে প্রকাশিত যে কোন লেখায় অন্য ব্লগাররা অংশগ্রহন করতে পারেন এবং বিভিন্ন যৌক্তিক আলোচনা ও সমালোচনায় অংশ নেনও। সেই প্রেক্ষাপট থেকে আপনার এই পোষ্টে এসে কথা বলেছি। এই ধরনের আলোচনা সমালোচনায় অনেক সময় পোষ্ট দাতার নিজেরও শেখার সুযোগ থাকে। তাই এটাকে নেতিবাচক ভাবে না দেখে ইতিবাচক ভাবেই দেখার অনুরোধ রইল।
ব্লগ নীতিমালার - ২ঝ ধারা অনুযায়ী যদি প্রথম পাতা পূর্ণ করার উদ্দেশ্যে কেউ অহেতুক, একাধিকবার ব্যবহৃত বা মডারেটরের কাছে দুর্বোদ্ধ শব্দ,ভাষা কিংবা বাক্য পোস্ট করেন তবে তা সরিয়ে দেয়া হতে পারে।
তাই অনুগ্রহ করে আপনার পোষ্টের শিরোনামটি আবার পড়ে তাকে অর্থবহ করুন। কিছু শব্দ মনে হয় বাদ পড়েছে। আর পোষ্টের বানানগুলোও ঠিক করে নিন।
ধন্যবাদ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২১
দ্যা আহমেদ মামুন বলেছেন: ভাই আমি আমার মত প্রকাশ করেছি। এখন ব্যকরণ জানা না থাকলে কি কথা বলা যাবে না? তাহলে আমাদের অশিক্ষিত কৃষকদের কথা বলা বন্ধ করে দিন।
আপনি যে ধারা কথা শুনালেন সেটা আপনি মানেন?
আপনি সচেতন।
আমি আমার মত। দাড়িয়ে বসে যে যেভাবে প্রসাব করুক সেটা তাদের বিষয় আপনার না। আপনি লিখে দিলেই যে সবাইকে দাড়িয়ে প্রসাব করতে হবে এমন কোন কথা নাই।
আপনি পোষ্ট দিন। সমলোচনা করুন। আপনি আক্রমন করেছেন আপনার মত। আমি আমার মত জবাব দিয়েছি।
আমি কেন আপনার মত হব? মডারেটর চাইলে কারেকশন করুক। আপনি মডারেটর না। আর আপনি মডারেটর হলেও আমর কিছু যায় আসে না।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩০
চলতি নিয়ম বলেছেন: পেট্রোল বোমা গুলা রাতের আধারেই মারা হয় কেন?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২২
দ্যা আহমেদ মামুন বলেছেন: ওরা নিশাচর। তাই রাতে বের হয়।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৬
চাঁদগাজী বলেছেন:
"এই দেশ পীর. আওলীয়া, ফকির মুর্সিদের দেশ "
-এ রকম কোন কিছু নেই