![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।
প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের অবরোধ। বাড়ির ভেতর থেকে হম্বিতম্বি! যে ভাবে হোক উঠিয়ে দিতে হবে প্রেমিককে। দাড়োয়ান পাঠানো হল। বলশালী ড্রাইভার পাঠানো হল। সে অনড় রাত গভীর হয়। বৃষ্টি নামে। প্রেমিক অনড়। ভেতরে নায়িকার বাপের চিতকার চেচামেচি। নায়িকার কান্নাকাটি।
একসময় নায়িকার ঘর থেকে লোক এসে বলে প্রেমিককে বলে, ভাই চালিয়ে জান। ঘরের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেছে। আর দু'ঘন্টা একটু খিস দিয়ে থাকেন। আপনাকে ঘরে নিবেই।
এর পরে নায়িকার দাদি এসে ছাতা নিয়ে নিয়ে যায় নায়ককে ঘরে।
রাস্তা ঘাট ফাকা ফাকা। ৯ মাসে এসেছে স্বাধীনতা। গনতন্ত্র আসতে একটু সময় নিবে। আমরা না হয় একটু অপেক্ষা করলাম।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
দ্যা আহমেদ মামুন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৮
আমি সৈকত বলছি বলেছেন:
হাহাহাহাহাহাহহা ভালোই বলেছেন।